জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিফিল্ম ও ওয়েব সিরিজ সব মাধ্যমেই আলো ছড়িয়েছেন তিনি। তার অভিনয় দক্ষতায় দর্শকদের কাছে ভরসার নাম হয়ে উঠেছেন এই লাক্স তারকা। ছোট পর্দায় তার ক্যারিয়ারের বয়স ১৪ বছর। দীর্ঘ ১৪ বছর ছোট পর্দায় কাজ করে অবশেষে সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘সাবা’। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। নারীপ্রধান গল্পে নির্মিত এই ছবিটি নিয়ে বর্তমানে মেহজাবীন কানাডার টরন্টোতে রয়েছেন। কানাডায় ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে লড়াই করেছে এই ছবিটি। গতকাল উৎসবে শেষবারের মতো ছবিটির প্রদর্শনী হয়েছে। এর আগে গত ৭ সেপ্টেম্বর বিশ্ব প্রিমিয়ার হয়েছে ছবিটির। এ ছাড়া ৮ সেপ্টেম্বরও ছবিটির আরও একটি প্রদর্শনী হয়েছে। সেখানে দর্শকের দারুণ সমাগমও হয়েছে। সবমিলিয়ে টরন্টো উৎসবে প্রথম ছবিতেই প্রদর্শনীর হ্যাটট্রিক করেছেন মেহজাবীন চৌধুরী। এই সফরে মেহজাবীনের সঙ্গে রয়েছেন ছবির নির্মাতা মাকসুদ হোসেন এবং সহশিল্পী মোস্তফা মন্ওয়ার। উৎসবের পর্দা নামবে আজ।
এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘সাবা’ এমনটি জানা গেছে।
বিশ্বখ্যাত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এর এবারের আসরে একমাত্র বাংলাদেশি সিনেমার প্রতিনিধিত্ব করেছেন মেহজাবীন। প্রতিটি শোয়ের পর মুহুর্মুহু করতালিতে সিক্ত হচ্ছে ‘সাবা’ টিম। সেই সঙ্গে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন মেহজাবীন।
তবে টরন্টোয় উৎসবস্থলে গিয়ে মেহজাবীন রীতিমতো অবাক হয়েছেন। কারণ মেহজাবীন দেখা পেয়েছেন তার প্রিয় হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নওমি ওয়াটসের। ব্রিটিশ এই অভিনেত্রীর পুরোনো ভক্ত মেহজাবীন। তাই প্রিয় অভিনেত্রীর দেখা পেয়ে ভীষণ আনন্দিত হয়েছেন তিনি।
কয়েকটি ছবি তুলে মেহজাবীন প্রকাশ করেছিলেন সোশ্যাল হ্যান্ডেলেও। ক্যাপশন লিখেছেন, ‘নওমি ওয়াটসের সঙ্গে টিআইএফএফ-এ ফ্যানগার্ল মোমেন্ট।’
অভিনয়ের পাশাপাশি ‘সাবা’ প্রযোজনাও করেছেন মেহজাবীন চৌধুরী। প্রযোজকের তালিকায় তার পাশাপাশি আছেন আরিফুর রহমান, তামিম আব্দুল মজিদ, ত্রিলোরা খান, মাকসুদ হোসেন ও বরকত হোসেন পলাশ। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। আবহসংগীতে আম্মান আব্বাসি। ছবির গল্প, চরিত্র, নির্মাণ, সহশিল্পী ও নেপথ্যের কলাকুশলীদের সঙ্গে অভিনয়ের সুযোগসহ সব মিলিয়ে ‘সাবা’ মেহজাবীনের জীবনে সব সময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে বলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।
জাহ্নবী