ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

মেহজাবীনের হ্যাটট্রিক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
মেহজাবীনের হ্যাটট্রিক

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিফিল্ম ও ওয়েব সিরিজ সব মাধ্যমেই আলো ছড়িয়েছেন তিনি। তার অভিনয় দক্ষতায় দর্শকদের কাছে ভরসার নাম হয়ে উঠেছেন এই লাক্স তারকা। ছোট পর্দায় তার ক্যারিয়ারের বয়স ১৪ বছর। দীর্ঘ ১৪ বছর ছোট পর্দায় কাজ করে অবশেষে সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘সাবা’। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। নারীপ্রধান গল্পে নির্মিত এই ছবিটি নিয়ে বর্তমানে মেহজাবীন কানাডার টরন্টোতে রয়েছেন। কানাডায় ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে লড়াই করেছে এই ছবিটি। গতকাল উৎসবে শেষবারের মতো ছবিটির প্রদর্শনী হয়েছে। এর আগে গত ৭ সেপ্টেম্বর বিশ্ব প্রিমিয়ার হয়েছে ছবিটির। এ ছাড়া ৮ সেপ্টেম্বরও ছবিটির আরও একটি প্রদর্শনী হয়েছে। সেখানে দর্শকের দারুণ সমাগমও হয়েছে। সবমিলিয়ে টরন্টো উৎসবে প্রথম ছবিতেই প্রদর্শনীর হ্যাটট্রিক করেছেন মেহজাবীন চৌধুরী। এই সফরে মেহজাবীনের সঙ্গে রয়েছেন ছবির নির্মাতা মাকসুদ হোসেন এবং সহশিল্পী মোস্তফা মন্‌ওয়ার। উৎসবের পর্দা নামবে আজ। 

এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘সাবা’ এমনটি জানা গেছে।

বিশ্বখ্যাত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এর এবারের আসরে একমাত্র বাংলাদেশি সিনেমার প্রতিনিধিত্ব করেছেন মেহজাবীন। প্রতিটি শোয়ের পর মুহুর্মুহু করতালিতে সিক্ত হচ্ছে ‘সাবা’ টিম। সেই সঙ্গে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন মেহজাবীন।

তবে টরন্টোয় উৎসবস্থলে গিয়ে মেহজাবীন রীতিমতো অবাক হয়েছেন। কারণ মেহজাবীন দেখা পেয়েছেন তার প্রিয় হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নওমি ওয়াটসের। ব্রিটিশ এই অভিনেত্রীর পুরোনো ভক্ত মেহজাবীন। তাই প্রিয় অভিনেত্রীর দেখা পেয়ে ভীষণ আনন্দিত হয়েছেন তিনি।

কয়েকটি ছবি তুলে মেহজাবীন প্রকাশ করেছিলেন সোশ্যাল হ্যান্ডেলেও। ক্যাপশন লিখেছেন, ‘নওমি ওয়াটসের সঙ্গে টিআইএফএফ-এ ফ্যানগার্ল মোমেন্ট।’

অভিনয়ের পাশাপাশি ‘সাবা’ প্রযোজনাও করেছেন মেহজাবীন চৌধুরী। প্রযোজকের তালিকায় তার পাশাপাশি আছেন আরিফুর রহমান, তামিম আব্দুল মজিদ, ত্রিলোরা খান, মাকসুদ হোসেন ও বরকত হোসেন পলাশ। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। আবহসংগীতে আম্মান আব্বাসি। ছবির গল্প, চরিত্র, নির্মাণ, সহশিল্পী ও নেপথ্যের কলাকুশলীদের সঙ্গে অভিনয়ের সুযোগসহ সব মিলিয়ে ‘সাবা’ মেহজাবীনের জীবনে সব সময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে বলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

জাহ্নবী

পূজায় ‘বিসর্জনে অর্জন’

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০১:১১ পিএম
পূজায় ‘বিসর্জনে অর্জন’
‘বিসর্জনে অর্জন’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরও অনেকে।

আগামী ১১ অক্টোবর শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচার হবে। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে।

নাটকে তার চরিত্রের নাম নিতু, যে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোনো কোনো কলিগ তার সঙ্গে অন্যরকম আচরণ করেন, যেটা তার মেনে নিতে কষ্ট হয়। পূজা উপলক্ষে সে যাতে ছুটি নিতে না পারে, সে জন্য কৌশলে কাজে আটকে দেয় তাকে।

আবার মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে এলেও পূজার নাড়ু বলে অনেকেই খেতে চায় না। কিন্তু তার বস খুব উদার মনের মানুষ। তিনি এসব বোঝেন এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার  চেষ্টা করেন-এভাবেই এগিয়ে যায় গল্প।

 কলি 

 

শফিক তুহিনের গানে পারফর্ম করবে ১০০ শিশু

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩০ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পিএম
শফিক তুহিনের গানে পারফর্ম করবে ১০০ শিশু
গায়ক শফিক তুহিন। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকবি, সুরকার ও গায়ক শফিক তুহিন। অডিও, সিনেমা এবং দেশের গানের পাশাপাশি বিষয়ভিত্তিক নানা ধরনের গান করেছেন তিনি। তার লেখা, সুর করা এবং গাওয়া অনেক গানই হয়েছে তুমুল জনপ্রিয়। এবার শিশুদের নিয়ে গান করলেন শফিক তুহিন। আর এই গানে পারফর্ম করবেন ১০০ শিশু।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে এই গান তৈরি করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আর এ গানটি লেখা ও সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন রাফী। আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে সকাল ১০টায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরো পড়ুন: আবু সাঈদকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিনের গান

এ সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের হাত ধরেই আমাদের দেশ এবং পুরো পৃথিবী এগিয়ে যাবে। শিশুদের জন্য কোনো কাজ করতে পারার আলাদা একটা আনন্দ আছে। আমার গানটিতেও শিশুদের জন্য নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এ ধরনের কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এ ছাড়া রাষ্ট্রীয় কাজ করতে পেরে সব সময়ই ভালো লাগে। আমার বিশ্বাস, গানটিও সবার ভালো লাগবে। শিশুদের অনুপ্রেরণা দেবে। গানটিতে ১০০ শিশু পারফর্ম করবে এটাও দারুণ বিষয়।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিন সর্বশেষ গান প্রকাশ করেছিলেন। এই গানের কথা ও সুর করার পাশাপাশি কণ্ঠও দিয়েছিলেন তুহিন।

 কলি

রিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম
রিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন এই অভিনেত্রী। এর শুরুটা হয়েছিল বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর। সুশান্তের পরিবারের তরফে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয় রিয়ার বিরুদ্ধে। মাদকযোগ থাকায় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। বেশ কয়েক দিন কারাবাস থেকে জামিনে মুক্ত হন এই অভিনেত্রী।

দীর্ঘদিন ছিলেন অভিনয়ের বাইরে। তবে আস্তে আস্তে আবারও কাজে ফিরতে শুরু করেছিলেন তিনি। এর মাঝেই আবার বিপাকে পড়লেন রিয়া।

এবার এই অভিনেত্রীকে জালিয়াতির অভিযোগে সমন পাঠাল দিল্লি পুলিশ। একটি অ্যাপ নিয়ে এই ঘটনার সূত্রপাত। গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা হারিয়েছেন বলে অভিযোগ। সেই অ্যাপের প্রচারও করেছেন তিনি। এই ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।

তবে এ ঘটনায় রিয়া শুধু একাই নন। এই অ্যাপের প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুক শিল্পী ভারতী সিংহ, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অসংখ্য ব্যবহারকারীর তরফে অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ এবং পদক্ষেপ গ্রহণ করে।

 কলি

মায়ের আপত্তিতে আটকে গেল সালমানকে নিয়ে সিনেমা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০১:০০ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫০ পিএম
মায়ের আপত্তিতে আটকে গেল সালমানকে নিয়ে সিনেমা
চিত্রনায়ক সালমান শাহ। ছবি: সংগৃহীত

সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। মৃত্যুর দুই দশকের বেশি সময় পরও তার জনপ্রিয়তা ভাটা পড়েনি একচুল। জন্মদিন বা মৃত্যুদিবস এলেই তার জনপ্রিয়তার উত্তাপ টের পাওয়া যায়।

তবে সালমানের সঙ্গে তার স্ত্রী সামিরার সম্পর্ক নিয়ে আজও রহস্য রয়ে গেছে চলচ্চিত্রপাড়ায়। সম্প্রতি গণমাধ্যমে সালমানকে নিয়ে মুখ খুলেছেন খোদ সামিরা নিজেই। এরপর শুরু হয়েছে নানামুখী আলোচনা ও সমালোচনা।

ইমন থেকে পর্দার সালমান হওয়ার মতোই বাস্তব জীবনেও দারুণ রোমান্টিক ছিলেন এই প্রয়াত নায়ক। সামিরার সঙ্গে তার সেই প্রেম সিনেমার পর্দায় বারবার তুলে আনার দাবি উঠেছে সালমান ভক্তদের মাঝে। অনেক ভক্ত আবার সালমানের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করেন এখনো।

সালমান ও সামিরার প্রেমকাহিনি সিনেমায় তুলে ধরার জন্যই বরেণ্য নির্মাতা ছটকু আহমেদ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সিনেমার নাম ঠিক করেছিলেন ‘স্বপ্নের রাজকুমার’।

তবে ছটকু আহমেদ জানান, এই ছবিটি আর নির্মিত হচ্ছে না। কারণ সালমান শাহের মা নীলা চৌধুরীর আপত্তির কারণেই সিনেমাটি নির্মাণ করবেন না তিনি।

ছটকু আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি আমি তৈরি করছি জানতে পেরে নীলা চৌধুরী লন্ডন থেকে ফোন করেন আমাকে। তিনি সিনেমাটি বানানো যাবে না বলে জানান। কারণ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া আছে তাদের। তারপর সিনেমাটির কাজ স্থগিত করেছি। গল্পটি সামিরার। আপত্তি করলে সে করতে পারত। নীলা চৌধুরী কেন আপত্তি করলেন আমার বোধগম্য নয়। তবে তিনি সালমানের মা, তার সঙ্গে এসব নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না।’

কলি

রুবেল ও পূজা চেরীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৫ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৭ পিএম
রুবেল ও পূজা চেরীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’
পূজা চেরী ও রুবেল। ছবি: সংগৃহীত

‘ব্ল্যাক মানি’ শিরোনামে অ্যাকশন ও থ্রিলারধর্মী ওয়েব সিরিজ নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। এই পরিচালকের হাত ধরেই ওটিটিতে নাম লেখাচ্ছেন আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী। পরিচালক রাফীর সঙ্গে প্রথমবারের মতো যেমন কাজ করবেন এই অভিনয়শিল্পীরা, তেমনি এই পরিচালক প্রথম ওয়েব সিরিজ নির্মাণে নাম লেখাচ্ছেন। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে রায়হান রাফী বলেন, এটা আমার প্রথম ওয়েব সিরিজ। অনেক বড় স্বপ্ন। কাস্টিংয়ে চমক রাখতে চেয়েছি। এমন একজনকে নিতে চেয়েছি, ‘ব্ল্যাক মানি’ দিয়ে যার ওয়েব সিরিজে অভিষেক হবে। এই ভাবনা থেকে রুবেল ভাইকে প্রস্তাব দিই। তিনি সম্মতি দিয়েছেন, আমরা অনেক আনন্দিত।
চিত্রনায়ক রুবেল বলেন, রাফী যখন প্রথম ফোন করেছিল, আমি সম্মানিত বোধ করেছি। কারণ রাফী মানেই এখন অন্য রকম কিছু। ভারতে একটা ছবি হয়েছে ‘আরআরআর’; যেটার গান অস্কার পেয়েছে। এখানেও কিন্তু ট্রিপল আর আছে, রায়হান রাফী এবং রুবেল। আমার বিশ্বাস, ওই ছবি যেমন সুপার-ডুপার হিট হয়েছে, আমাদের এটাও সফল হবে। প্রথমবার এই জগতে এসেছি, এটা দিয়েই যেন শেষ না হয়। ফিল্মে অনেক দিন ছিলাম। এখানেও অনেক দিন থাকতে চাই।

পূজা চেরী বলেন, আমার আর রায়হান রাফীর এক সঙ্গেই পথচলা শুরু হয়েছিল। অনেকেই রাফী-পূজা জুটিকে পুনরায় চাচ্ছিল। অবশেষে আবার একসঙ্গে কাজ করছি। রায়হান রাফী ছাড়া সিরিজের সবার সঙ্গেই প্রথমবার কাজ করতে যাচ্ছি। প্রত্যেকেই আমার অনেক সিনিয়র। কিছুটা ভয়ও লাগছে।

হিট মেশিন হিসেবে খ্যাত পরিচলক রায়হান রাফী। তার নির্মাণ মানেই সুপার ডুপার হিট। ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ যেন তার প্রমাণ। তাই বোদ্ধারা বলছেন, ওই ওয়েব সিরিজও সবার কাছে ভালো লাগবে। ‘ব্ল্যাক মানি’তে রুবেল ও পূজার সঙ্গে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়া প্রমুখ। অনেক প্রথম নিয়ে গতকাল রবিবার শুরু হয়েছে ‘ব্ল্যাক মানি’র শুটিং। পরিচালক জানান, আগামী নভেম্বরে এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

জাহ্নবী