ছবি: সংগৃহীত
বাংলাদেশের আলোচিত নির্মাতা আদনান আল রাজীব। ক্যারিয়ারে বসন্ত চলছে তার। বিজ্ঞাপন ও নাটক নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পেলেও কিছুদিন আগেই সিনেমা নিয়ে কান চলচ্চিত্র উৎসব জয় করে ফিরেছেন আদনান আল রাজীব। তার অভিনীত ‘আলী’ সিনেমাটি স্বল্পদৈর্ঘ্যের জন্য স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছে।
কানে উপস্থাপকের এক প্রশ্নে আদনান আল রাজীব বলেছিলেন, ‘এটা আমাদের জন্য অবশ্যই বিশেষ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্যও। আপনারা জানেন, প্রথমবারের মতো আমাদের জন্য এটাই অনেক বড় একটা অর্জন। এই মুহূর্তে বাংলাদেশ একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় মানুষ ভালোভাবে একটু নিশ্বাস নেওয়া সুযোগ খুঁজছে।
এই পুরস্কারটি জিতে আমরা কিছুটা হলেও সেটাই দিতে পেরেছি। এটা দেশের মানুষের মাঝে একটা আশার সঞ্চার যেমন ঘটাবে, তেমনি বাংলাদেশ নিয়ে একটা ইতিবাচক ধারণাও তৈরি করবে।’
এবার রাজীব নির্মাণ করলেন মিউজিক ভিডিও। দুই বাংলার জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েকের গাওয়া গানটির শিরোনাম ‘পালাবে কোথায়’। গত ২২ জুন প্রকাশিত হয়েছে এই মিউজিক ভিডিওটির অফিশিয়াল একটি পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন আদনান আল রাজীব ও সুনিধি নায়েক দুজনেই।
ফেসবুকে পোস্টারটি শেয়ার করে আদনান আল রাজীব লিখেছেন, “আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার খুবই মেধাবী বন্ধু সুনিধি নায়েকের জন্য। তার গাওয়া ‘পালাবে কোথায়’ শিরোনামের গানটি আসছে। সে শিল্পী হিসেবে অনবদ্য। তাই আমি চেয়েছি তার এই কাজটির অংশ হতে। যাতে তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় মূর্ত করে তাকে সাহায্য করতে পারি। সবাইকে কাজটি দেখানোর জন্য আমার তর সইছে না।’’
গানটি নিয়ে সুনিধি নায়েক বলেন, “আমি আর অর্ণব (সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব) বেশ কিছু গান করেছি। যেগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে। তার মধ্যে ‘পালাবে কোথায়’ আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গান। কারণ এই গানটিতে আমরা ওয়েস্টার্ন ইডিএম মিউজের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের একটি চমৎকার মিশ্রণ তৈরি করার চেষ্টা করেছি। গানটির কথা ও সুর অর্ণবের করা। তার কাজ সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। মিউজিক কম্পোজিশনে আমরা তিনজন- অর্ণব, অদিত রহমান আর আমি কাজ করেছি।’
আদনান আল রাজীবের মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে সুনিধি বলেন, ‘‘আদনান আমাদের দেশের অন্যতম মেধাবী নির্মাতা। তা ছাড়া সে আমার খুব ভালো বন্ধু। তাই তার সঙ্গে আমার নানা বিষয়ে চিন্তাভাবনা শেয়ার করা হয়। আদনান গানটি শুনে খুব পছন্দ করল। তখন আমরা ভিডিওটির প্ল্যান করি। মাঝে আমি গান নিয়ে দুই মাসের লম্বা ইউরোপে ট্যুর করলাম। তারও আগে ভিডিওটির শুট করি।
সবকিছু গুছিয়ে নিয়ে এখন মনে হলো এটি প্রকাশ করতে পারি। আদনানকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিও নির্মাণ করার জন্য। আশা করছি গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। আগামী ২৬ জুন ‘পালাবে কোথায়’ গান ভিডিও প্রকাশ পাবে।”
/এমএস