ঢাকা ১৯ আশ্বিন ১৪৩১, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

বিশেষ প্রদর্শনীতে প্রশংসিত ওয়েবফিল্ম ‘মায়া’

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০৭ পিএম
বিশেষ প্রদর্শনীতে প্রশংসিত ওয়েবফিল্ম ‘মায়া’
সারিকা ও ইমন। ছবি: সংগৃহীত

দাম্পত্য জীবনে মানুষের নানান টানাপোড়েন থাকে। কিন্তু তার পরও কী অদ্ভুত মায়ায় মানুষ দুজন দুজনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারাটা জীবন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েবফিল্ম ‘মায়া’। মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপোড়েনসহ সমাজের নানান বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি। যাতে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও সারিকা সাবরিন। ‘তুফান’ ছবির সাফল্যের পর নির্মাতা রায়হান রাফীর ওটিটির চমক হচ্ছে এই মায়া।

সোমবার বিঞ্জ ওটিটিতে মুক্তি পেয়েছে বিউটি ব্র্যান্ড লিলি নিবেদিত ওয়েবফিল্ম ‘মায়া’। আড়ম্বপূর্ণ প্রিমিয়ার শোর আয়োজন করেই মুক্তি দেওয়া হয়েছে বিঞ্জে। যে আয়োজন ছিল তারকায় ঠাসা। মায়ার মামনুন ইমন, সারিকা সাবরিন ও রায়হান রাফী ছাড়াও রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুকসহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকসহ অনেকেই।

অনুষ্ঠান শেষে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মায়ার অভিনেতা ইমন বলেন, ‘এটি আমার প্রথম ওটিটি কনটেন্ট। তাই আমার জন্য, মায়া সত্যিই মায়াময়। রায়হান রাফী তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে দর্শকদের নিয়ে গেছেন এক সম্পূর্ণ ভিন্ন আবহে। আমি আশা রাখি, মায়া দর্শকদের ভালোবাসায় একটি সুপারহিট ওটিটি কনটেন্ট হিসেবে জায়গা করে নেবে। লিলিকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।’

নিজের ছবির বিশেষ প্রদর্শনীতে এসে রাফী বলেন, ‘এটা আমার একদমই অন্য রকম একটা ছবি। আপনারা জানেন, আমি সিনেমার পাশাপাশি ওয়েবফিল্ম বানাই। এটি তুফানের আগেই বানিয়েছিলাম। এটা বানানোর আগে চিন্তা করছিলাম এই সিনেমাতে আমি এমন দুজনকে কাস্ট করব- যারা এক সময়ে বড় স্টার ছিল, অনেক জনপ্রিয় ছিল এবং এখনো কাজ করছে। চিন্তামতো ওই সময়ের একটা জনপ্রিয় জুটিকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি।

তারা হলেন ইমন-সারিকা। আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন। তবে আমি বলব, যারা তুফান দেখেছেন তারা মায়া দেখবেন। ওটিটির হলেও এটি দারুণ ও মানবিক গল্পের ছবি। যে গল্প দেখে কখনো আপনি আবেগপ্রবণ হবেন, আশপাশের অনেক কিছুর সঙ্গে মিল পাবেন।’

জাহ্নবী

সত্য ঘটনা বলবেন তাসনিয়া ফারিণ

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
সত্য ঘটনা বলবেন  তাসনিয়া ফারিণ
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই অভিনেত্রী এবার পর্দায় বলবেন সত্য ঘটনা। এক মর্মান্তিক ঘটনা ফুটিয়ে তুলবেন অভিনয়ের মাধ্যমে। ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন। যে ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই ‘আদম পরিবারের’ সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ।এর নাম ‘চক্র’। এতেই অভিনয় করেছেন ফারিণ।

এই রহস্যজনক ঘটনা নিয়ে নির্মাতা ভিকি জাহেদ সিরিজ নির্মাণের ঘোষণা কয়েক বছর আগে। প্রস্তুতি নিয়ে শুটিংয়েও নেমেছিলেন। বারবার বাধার মুখে পড়েও শুটিং শেষ করেছিলেন তিনি। নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা দিলেও ছাড়পত্র মেলেনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ‘চক্র’। আগামী ১০ অক্টোবর আই-স্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। এর প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব।

ভিকি জাহেদ গণমাধ্যমকে বলেন, ‘এটা সরাসরি আদম পরিবারের গল্প না।বলতে পারেন, তাদের মতোই হতভাগা আরেকটি পরিবারের গল্প। ঘটনাগুলো কেন ঘটেছিল, সেই বিষয়টা অনুসন্ধানের চেষ্টা করেছি। একটার পর একটা বাধা পাচ্ছিলাম, কোনো না কোনো সমস্যা হচ্ছিলই। এরপর নানা ধাপে যখন কাজটা শেষ করলাম, সেটাকে আটকে দেয় সেন্সর বোর্ড। যেহেতু খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে সিরিজের গল্প, সেহেতু আমরা চেয়েছিলাম সেন্সর প্রসেসের মধ্য দিয়ে যেতে। এরপর তারা কিছু কারেকশন দিলেও পরে সেটি আটকে দেয়। অবশেষে অনেক দিন পর কাজটি আসছে। এই কাজটির সঙ্গে অনেক কিছু জড়িত। আনন্দ-বেদনা থেকে শুরু করে অনেক কিছুই। আশা করি কাজটি দর্শকদের ভালো লাগবে।’

আরো পড়ুন: দেবের নায়িকা ফারিণ

এ সম্পর্কে তাসনিয়া ফারিণ গণমাধ্যমে বলেন, ‘এটি দারুণ একটি কাজ। এমন গল্পে কাজ করে তৃপ্তি পেয়েছি। আমরা সবাই অনেক যত্ন নিয়েই কাজটি করেছি। সত্য ঘটনা অবলম্বনে যেকোনো কাজই করতে গেলে অনেক কিছু জানতে পারি। আমার বিশ্বাস, দর্শকরাও অনেক কিছু জানতে পারবেন। আমি আশাবাদী কাজটি নিয়ে। দেখা যাক দর্শক কীভাবে গ্রহণ করেন।’

সিরিজটিতে অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, এ কে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

 কলি

হেনস্তার শিকার ভূমি পেডনেকার

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৯:০০ পিএম
হেনস্তার শিকার ভূমি পেডনেকার
ভূমি পেডনেকার। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। এবার হেনস্তার কথা জানালেন তিনি। আর এই হেনস্তার কথা এতদিন মনের মধ্যে পুষে রেখেছিলেন এই অভিনেত্রী।

কলকাতার আরজি করের ঘটনায় টলিউড থেকে শুরু করে বলিউডের নামিদামি তারকারা প্রতিবাদ করেছিলেন। এ ঘটনায় একেবারেই নীরব ছিলেন ভূমি পেডনেকার। এ ঘটনার জেরে নতুন করে নারী সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিয়েছেন ভূমি। সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি। সেখানেই লিঙ্গবৈষম্য, নারী নির্যাতন নিয়ে প্রশ্ন করা হয় তাকে। উত্তরে অভিনেত্রী বলেছেন, ‘যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু মেয়েদের এবার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে মুখ খুলতে হবে। তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা সমাজকে জানাতে হবে। তবে সমাজকে পাশে পাবেন তারা।’

নিজের জীবনের উদাহরণ দিয়ে ভূমি বলেন, ‘দেশের প্রত্যেকটি পরিবারের মেয়েরা কোনো না কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে জীবনযাত্রার ওপর, যা কাম্য নয়।’

তার মতে, একে তো হেনস্তার শিকার, তার ওপর লোকলজ্জায় নীরব থাকা। মেয়েদের ওপরে এ যেন সাঁড়াশি আক্রমণ! যার ভারে মেয়েরা জর্জরিত, ক্লান্ত। তবু তার সমাধান নেই।

ভূমি আরও বলেন, ‘ঘর থেকেই বদল শুরু হোক। নারী যেমন পুরুষকে সম্মান করবেন, তেমনই পুরুষও সম্মান করতে শিখুন নারীকে। তবেই লিঙ্গবৈষম্য দূর হবে।’

জাহ্নবী

অস্কারে যাচ্ছে ‘বলী’

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৪:০০ পিএম
আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০১:১৫ পিএম
অস্কারে যাচ্ছে ‘বলী’
‘বলী’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৭তম বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে এবার বাংলাদেশ থেকে লড়বে সিনেমা ‘বলী (দ্য রেসলার)’। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া ও পুরস্কার জেতার পর এবার অস্কারের মঞ্চে বিশ্বের সেরা সিনেমাগুলোর সঙ্গে লড়াই করবে বাংলাদেশের এ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী।

এটি তার পরিচালিত প্রথম সিনেমা। অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবি মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। সেখানে ‘বলী’ সিনেমাটি জমা দেন নির্মাতা। গত ১ অক্টোবর রাতে চলচ্চিত্রটি দেখার পর এটিকে চূড়ান্ত করে অস্কার বাংলাদেশ কমিটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী।

পিপলু আর খানের প্রযোজনায় ‘বলী (দ্য রেসলার)’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসির উদ্দিন খান, এ কে এম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদসহ আরও অনেকে।

সাগরপাড়ের এক ক্ষ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এর আগে ছবিটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল।

ছবিটি কয়েক দিন আগেই কানাডায় মুক্তি পায়। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের এই ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

উল্লেখ্য, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এই বিভাগগুলোরই একটি।

 কলি

রাইমা সেনকে নিয়ে বড়দিনে আসছেন জিয়াউল ফারুক অপূর্ব

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:০০ পিএম
রাইমা সেনকে নিয়ে বড়দিনে আসছেন জিয়াউল ফারুক অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব ও রাইমা সেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কলকাতার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই সিনেমায় থাকছেন তারকা অভিনেত্রী রাইমা সেন। প্রায় ৮ বছর পর সিনেমায় অভিনয় করেছেন অপূর্ব। সিনেমার নাম ‘চালচিত্র’। ছবিটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত।

এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবার কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপূর্বর। এতে তাকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। এ ছাড়া চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে।

আগামী ২০ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি। একই তারিখে মুক্তি পেতে পারে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ ও দেবের ‘খাদান’ ছবি।

পরিচালক জানিয়েছেন, শহরে পরপর খুন হতে থাকে। আর খুনের পর লাশগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছরের পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল রয়েছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে- সেটা নিয়েই এই সিনেমা। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাইমা সেন। রয়েছেন স্বস্তিকা দত্ত ও ব্রাত্য বসু। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।

জাহ্নবী

রায়হান রাফীর ছবিতে জিৎ ও শরিফুল রাজ

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম
আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০১:১৩ পিএম
রায়হান রাফীর ছবিতে জিৎ ও শরিফুল রাজ
রায়হান রাফী, জিৎ ও শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। সম্প্রতি তার পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া’ রিলিজ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। রাফী পরিচালিত সর্বশেষ সিনেমা ‘তুফান’ ব্লকবাস্টার হিট হয়েছে। এতে অভিনয় করেছেন শাকিব খান, নাবিলা এবং কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী।

এবার রাফীর নির্মাণ করবেন নতুন সিনেমা। আর এই সিনেমায় অভিনয় করবেন কলকাতার সুপারস্টার নায়ক জিৎ। এতে বাংলাদেশ থেকে থাকছেন শরিফুল রাজও। সিনেমার নাম ‘লায়ন’। যৌথ প্রযোজনার এই সিনেমা সম্পর্কে নির্মাতা নিজেই। সিনেমাটি প্রসঙ্গে রাফী গণমাধ্যমকে বলেন, ‘আমার পরের সিনেমা, অর্থাৎ আসছে রোজার ঈদের জন্য নির্মাণ করছি ‘লায়ন’। নায়ক থাকছেন দুজন। একজন টলিউডের জিৎ, অন্যজন ঢালিউডের রাজ। বাকি সব গুঞ্জন।’

রাফী আরও জানান, ‘লায়ন’ সিনেমায় জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন। দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা থাকছেন ঢালিউড থেকেই। সেটিও শিগগিরই জানান দেবেন তিনি। আগামী ডিসেম্বরে এই ছবির শুটিং শুরু হবে। জানা গেছে, এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে রাফীর বেশ প্রশংসা করেছেন জিৎ। তিনি বলেন, ‘রায়হান রাফী, শ্যাম সুন্দরদের সঙ্গে এই কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমাদের তিনজনের লক্ষ্য একটা ভালো ছবি বানানো। রাফীর ছবি আমি দেখেছি। একজন প্রতিভাবান পরিচালক। এই গল্পটাকে রাফী যেভাবে লিখেছেন, তাতে ছবিটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা চেষ্টা করছি, সামনের ঈদে যাতে ছবিটা দর্শকের সামনে আসে।’

জাহ্নবী