ভারতীয় দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি এই অভিনেতা। অবস্থা গুরুতর হলে তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে রজনীকান্তকে। ৭৩ বছর বয়সী রজনীকান্তের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার একটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে রজনীকান্তকে। ১ অক্টোবর কার্ডিয়াক ক্যাথ ল্যাবে এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। রজনীকান্তের ভক্তরা তার শারীরিক অবস্থা জানার জন্য খুবই উদ্বিগ্ন রয়েছেন। তবে এখন পর্যন্ত রজনীকান্তের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
আরো পড়ুন: ভক্তদের দেখা দিলেন রজনীকান্ত
উল্লেখ্য, রজনীকান্ত ২০২০ সালের শেষ দিকে একইভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। রজনীকান্তের লোকেশ কঙ্গরাজের পরিচালনায় ‘কুলি’ সিনেমার শুটিং চলছে। আগামী ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’।
কলি