বলিউডের সুপারস্টার নায়িকা শ্রীদেবী কন্যা অভিনেত্রী জাহ্নবী কাপুর। অল্প সময়ের মধ্যেই বলিউডে শক্ত জায়গা গড়েছেন তিনি। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু হলেও একে একে অনেক সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। এবার ভারতের দক্ষিণের সিনেমায় অভিষেক হয়েছে তার। সিনেমার নাম ‘দেভারা’। ছবিতে সুপারস্টার নায়ক জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।
গত ২৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছে। আর প্রথম দক্ষিণী সিনেমা দিয়েই ঝড় তুলেছেন জাহ্নবী। মুক্তির পর রীতিমতো বক্স অফিসে আলোড়ন তুলেছে। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়- এই পাঁচ ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। পাঁচটি ভাষা মিলিয়ে ৭৭ কোটি রুপি ব্যবসা করেছে অ্যাকশনধর্মী ছবিটি। তেলেগু থেকে ৬৮ কোটি ৬ লাখ, হিন্দিতে ৭ কোটি, কন্নড় সংস্করণ থেকে ৩০ লাখ, তামিল থেকে ৮০ লাখ এবং মালয়ালম সংস্করণ থেকে ৩০ লাখ রুপি আয় করেছে ছবিটি। গতকাল পর্যন্ত দুনিয়াজুড়ে ছবিটি ১৪০ কোটি রুপি আয় করেছে।
‘দেভারা: পার্ট ওয়ান’ ছবিতে জুনিয়র এনটিআর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। জাহ্নবী কাপুর অভিনীত চরিত্রের নাম ‘থংগম’। ছবিতে ‘ভৈরা’র ভূমিকায় খল চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। সন্দীপ রেড্ডি ভাঙার উপস্থাপনায় একটি চ্যাট শোয়ে হাজির ছিলেন এনটিআর জুনিয়র, সাইফ আলী খান, জাহ্নবী ও নির্মাতা করতালা শিবা। এতে জাহ্নবীর তেলেগু ভাষায় দক্ষতা ও তার অভিনয়ের প্রশংসায় সরব হয়েছেন এনটিআর।
কলি