কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগাকে গত শুক্রবার সিউলের একটি জেলা আদালত তাকে বিশাল অঙ্কের অর্থ জরিমানা করেন। মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর জন্য এই জরিমানা করা হয়। ১৫ মিলিয়ন ওন (সাড়ে ১১ হাজার ডলার) জরিমানা করার পাশাপাশি তার ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
সুগাকে জরিমানা করার ঘটনাটি আগস্টের। সেই মাসে পুলিশ এই কে-পপ তারকাকে তার সিউলের বাসার কাছে এক রাস্তায় স্কুটার থেকে পড়ে যান তিনি। সেখান থেকে তার ওঠে দাঁড়ানোর চেষ্টা দেখেই সন্দেহ করেন পুলিশ সদস্যরা। রক্ত পরীক্ষার পর তার শরীরে অ্যালকোহল শনাক্ত হয়।এই র্যাপার আগস্টেই দুঃখ প্রকাশ করে বলেন, খুব বেশি দূর যাচ্ছেন না ভেবে সিউলে তিনি মদ্যপ অবস্থায় স্কুটার চালিয়েছিলেন। এ ছাড়া মদ্যপ অবস্থায় যে বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করা যায় না, তা-ও ভুলে গিয়েছিলেন তিনি।
এ সম্পর্কে সুগা তার বার্তায় বলেছিলেন, ‘যদিও কেউ ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো সম্পত্তিরও ক্ষতি হয়নি, তবু এর দায়ভার সম্পূর্ণ আমার। আমার অসতর্কতা এবং ভুল আচরণে যারা আঘাত পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে যাতে এমন কিছু আর না ঘটে, আমি তা নিশ্চিত করব।’
আরো পড়ুন: সামরিক প্রশিক্ষণ শেষে বিটিএস-এ জিন
এ ঘটনার পর সুগা ব্যাপক সমালোচনার শিকার হন। কেউ কেউ তাকে বিটিএস ছেড়ে যেতে বলেন। তবে এ সময় সুগার অনেক ভক্ত তাকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, ৩১ বছর বয়সী এই কে-পপ তারকা দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়ে সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন। তবে নিয়মিত দায়িত্বের জন্য তিনি শারীরিকভাবে অনুপযুক্ত প্রমাণ হওয়ায় বাহিনীর সামাজিক সেবা এজেন্ট হিসেবে কাজ করছেন সুগা।
কলি