ঢাকা ২৬ আশ্বিন ১৪৩১, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

আজ জেমসের জন্মদিন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০২:২৫ পিএম
আজ জেমসের জন্মদিন
নগর বাউলের জেমস। ছবি: সংগৃহীত

আজ ২ অক্টোবর, দেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের জন্মদিন। জীবনের ৫৯ বসন্ত পেরিয়ে ৬০ বছরে পা দিয়েছেন এই গায়ক। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম হলেও ভক্তদের কাছে নগর বাউল জেমস নামেই পরিচিত তিনি।

১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার বেড়ে ওঠা চট্টগ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা ছিরেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার একবোরেই পছন্দ করত না। গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে কিশোর বয়সেই ঘর ছাড়েন তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিংয়ে থাকাকালীন সময় সেখানে  শুরু হয় তার সঙ্গীতের ক্যারিয়ার। এহসান এলাহী ফানটি ও কিছু বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড প্রথম অ্যালবাম "স্টেশন রোড" প্রকাশ করেন। এর কিছু গান দারুণ সাড়া ফেলে। পরের বছর "অনন্যা" নামের একটি একক অ্যালবাম নিয়ে আসেন তিনি, যা তাকে গানের ভুবনে স্থায়ী আসন করে দেয়। এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ সালে ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো প্রকাশ পায়। পরবর্তীতে তিনি ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন ‘নগর বাউল’।  

চলচ্চিত্রে প্লেব্যাক করেও সফল হয়েছেন নগর বাউল। তার বেশকিছু গান ‘সত্তা’, ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য গান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানে কণ্ঠ দিয়েও জয় করেছেন কোটি ভক্ত-শ্রোতার হৃদয়। ২০০৪ সালে বাঙালি সংগীত পরিচালক প্রিতমের সঙ্গে তিনি কাজ করেন। ২০০৫ সালে বলিউড সিনেমা ‘গ্যাংস্টার’-এ প্রথম কণ্ঠ দেন জেমস। ওই সিনেমায় তার গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর তিনি ‘লামহে’, ‘লাইফ ইন এ মেট্রো’ এবং ‘ওয়ার্নিং’ সিনেমাতেও গান গেয়েছেন।

কলি

সেরা ধনী গায়িকা  টেইলর সুইফট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৬:২০ পিএম
সেরা ধনী গায়িকা  টেইলর সুইফট
টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা হিসেবে নাম লেখাতে যাচ্ছেন টেইলর সুইফট। ক’দিন পরই আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পাবেন তিনি। এই পপ তারকার বর্তমান সম্পদের দাম প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা।

জীবনে একের পর এক মাইলফলক স্থাপন করে যাচ্ছেন টেইলর সুইফট। নতুন এই মাইলফলক স্থাপন করতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন রিহানাকে। তার আগে পপ তারকা রিহানা ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। তার সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

সুইফট শিগগিরই রিহানার সেই ‘সর্বকালের সবচেয়ে ধনী নারী কণ্ঠশিল্পী’ তকমাটি দখল করতে যাচ্ছেন। ক’দিন পরই তার সম্পদের পরিমাণ ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ফোর্বস ম্যাগাজিনে একটি সূত্র বলছে, সুইফটের সম্পদের সবশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করলে তিনিই সবচেয়ে সম্পদশালী নারী কণ্ঠশিল্পী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন।

ফোর্বসের মতে, সুইফটের সম্পদের ৬০০ মিলিয়ন আসে কনসার্ট এবং গানের সম্মানী থেকে, ৬০০ মিলিয়ন আসে তার মিউজিক লাইব্রেরি থেকে। অন্যদিকে ১২৫ মিলিয়ন আসে তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে। সুইফট ২০২৩ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই থেকে পেয়েছেন ১০০ মিলিয়ন ডলার।

সম্প্রতি টেইলর সুইফট জানিয়েছেন, নিজ দেশে আসছে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন তিনি। এই ঘোষণা দেওয়ার পর থেকে হু হু করে তার ফলোয়ার বাড়ছে। গত ১০ সেপ্টেম্বর টেইলর সুইফট জানান, তিনি কমলাকে সমর্থন করবেন। এরপর থেকে ৩ অক্টোবর পর্যন্ত স্পটিফাইয়ে তার ফলোয়ার বেড়েছে ১ দশমিক ৮৫ মিলিয়ন, অ্যানালিটিকস ফার্ম চার্মেট্রিক এ তথ্য জানিয়েছে।

স্পটিফাইতে ফলোয়ারের দিক থেকে শীর্ষে আছেন ভারতীয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। তার ফলোয়ার সংখ্যা ১২৩ দশমিক ২৯ মিলিয়ন। এর পরই টেইলর সুইফট; তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। টেইলর সুইফটের মোট ফলোয়ার সংখ্যা ১২২ দশমিক ৫৬ মিলিয়ন। তবে ফলোয়ার বাড়ার পাশাপাশি কিছু ফলোয়ার হারিয়েছেন সুইফট। ট্রাম্প সমর্থকদের কেউ কেউ আনফলো করেছেন গায়িকাকে। গত ১০ সেপ্টেম্বরের পর সুইফটের ৩ শতাংশ ফলোয়ার কমেছে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী গায়কের তালিকায় আছেন মার্কিন শিল্পী জে-জেড। তার সম্পদ ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি।

 কলি

সাত বছর পর নেমেসিসের অ্যালবাম

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:১৩ পিএম
আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম
সাত বছর পর নেমেসিসের অ্যালবাম
রক ব্যান্ড নেমেসিস। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস সাত বছর পর নিয়ে আসছে তাদের নতুন অ্যালবাম। এটি নেমেসিসের চতুর্থ অ্যালবাম। এর আগে সবশেষ ২০১৭ সালে তাদের তৃতীয় অ্যালবামটি প্রকাশিত হয়। জানা গেছে চতুর্থ অ্যালবামটি এ বছরেই মুক্তি পাবে, তবে শুরুতেই পুরো অ্যালবাম নয়। প্রথম দিকে একটি একটি করে কিছু গান প্রকাশের পরই আসবে এই অ্যালবাম।

এর ধারাবাহিকতায় ৩ অক্টোবর ‘ভাঙা আয়না’ শিরোনামে প্রকাশিত হয় তাদের চতুর্থ অ্যালবামের নতুন গান। এর আগে গত বছর প্রকাশিত হয় ‘ঘোর’ শিরোনামে একই অ্যালবামের প্রথম গান।

নেমেসিস ব্যান্ডের ব্যান্ড ম্যানেজার রাজু আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের চতুর্থ অ্যালবামের গানগুলোর কিছু গান আমরা সিঙ্গেল ট্র্যাক হিসেবে রিলিজ করতে যাচ্ছি। নিয়মিত বিরতিতে এগুলো রিলিজ হবে। এরই মধ্যে রেকর্ডিংয়ের কাজ শেষের পথে। আমাদের প্রত্যাশা, চলতি বছরের শেষদিকে আনুষ্ঠানিকভাবে পুরো অ্যালবামটিই আমরা মুক্তি দেব। তার আগে কিছু গান শ্রোতাদের জন্য উন্মুক্ত হচ্ছে।’

নেমেসিস জানিয়েছে, অ্যালবামটিতে থাকছে মোট ১০টি গান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিউজিকে থাকছে নতুনত্বের স্বাদ। গানগুলোর গীতিকার ও সুরকার ব্যান্ডের ভোকাল এবং গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী। নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশ উপলক্ষে দেশে ও বিদেশে বেশকিছু কনসার্ট ট্যুরেরও পরিকল্পনা আছে নেমেসিসের।
এদিকে অ্যালবামের খবরের বাইরেও কনসার্টে ফেরার সুসংবাদ দিয়েছে নেমেসিস। চলতি বছর জুনের পর দেশে পরিবর্তিত পরিস্থিতিতে বিরতি নিয়ে ফের ১৮ অক্টোবর থেকে এ যাত্রা শুরু হবে।

ওইদিন হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য ‘গণজোয়ার’ শীর্ষক কনসার্টে গাইবে নেমেসিস। কনসার্টটিতে থাকছে দেশের অন্যান্য জনপ্রিয় বেশকিছু ব্যান্ড। বাংলাদেশের অলটারনেটিভ রক ব্যান্ড নেমেসিসের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। ২০০৫ সালে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশ হয়। ২০১১ সালে ‘তৃতীয় যাত্রা’ ও ২০১৭ সালে ‘গণজোয়ার’ নামে দুটি অ্যালবাম প্রকাশ হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা পাঁচ। এরা হলেন- ভোকাল ও গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ও ড্রামস জেফ্রি।

 কলি 

পূজায় মাহবুবা ইসলাম সুমীর ‘অন্যপুরুষ’

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৬:০৯ পিএম
পূজায় মাহবুবা ইসলাম সুমীর ‘অন্যপুরুষ’
মাহবুবা ইসলাম সুমী ছবি: সংগৃহীত

পূজা উপলক্ষে মাহবুবা ইসলাম সুমীর বিশেষ টেলিফিল্ম অন্যপুরুষ।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে, বাংলাদেশের মেয়ে সুমীর বিয়ে হয় কলকাতায়। স্বামী দেবদূত পেশায় একজন ডাক্তার। পূজার সময় বাংলাদেশের একজন নামকরা গায়ক ইমন কলকাতায় বেড়াতে যায় স্ত্রী রিমঝিমকে নিয়ে। কলকাতায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে ইমন।

এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, দেবদূত ঘোষ ও রিমঝিম (কলকাতা), রিটা হোসেন এবং মাহবুবা ইসলাম সুমী। টেলিফিল্মটি চ্যানেল আইতে দেখা যাবে আগামীকাল শুক্রবার বিকাল ৩টা ০৫ মিনিটে।

 কলি

বৈশাখীতে ‘ঝগড়াবাড়ি’

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৬:০৯ পিএম
বৈশাখীতে ‘ঝগড়াবাড়ি’
ঝগড়াবাড়ি নাটকের পোষ্টার। ছবি: সংগৃহীত

বৈশাখী টেলিভিশনে আজ রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ঝগড়াবাড়ি’।গল্প: সুবাতা রাহিক জারিফা। মাসুদ রানা অনিকের রচনা ও পরিচালনায় নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান।

আরও অভিনয় করেছেন নিলা ইসলাম, আবদুল্লাহ রানা, শফিক খান দিলু প্রমুখ। দুই পরিবারের গল্প নিয়ে এ নাটক নির্মিত হয়েছে। দুই পরিবারের দুই কর্তা দুই ভাই। কিন্তু জমিজমা নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকে। দুই ভাইয়ের দুই বউ একজন আরেকজনকে সহ্য করতে পারেন না। মূলত, তাদের কারণেই দুই পরিবারে অশান্তির শেষ নেই। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

 কলি 

বানভাসিদের জন্য গান

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পিএম
বানভাসিদের জন্য গান
কনসার্টের পোস্টার। ছবি : সংগৃহীত

সংগীতে ফিরুক শান্তি, এই বার্তা নিয়ে ১৫ অক্টোবর রাজধানীর গুলশানে অবস্থিত কফিবাজ রেস্টুরেন্টে হতে যাচ্ছে  ’বানভাসিদের জন্য গান’ নামে চ্যারিটি কনসার্ট। কনসার্টটি আয়োজন করছে এইটটিজ। উত্তরবঙ্গ ও ময়মনসিংহ 'র বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফান্ড সংগ্রহ করতে এই কনসার্টে গাইবেন সায়েম জয়,সিনা হাসান, সমগীত, মিছিল,পুনম, সায়কা শাফরিন, মনিফা মোস্তাফিজ মন প্রমুখ। 

কনসার্টটি সন্ধ্যা ৭ টা থেকে শুরু হয়ে রাত ১১ টা অব্দি চলবে।  কনসার্টের টিকিট সাধারণের জন্য পাঁচশ টাকা এবং স্টুডেন্টদের জন্য তিনশ টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শক অনলাইন এবং কনসার্টের ভেন্যু থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

কনসার্টটির আয়োজকরা জানান, ‘দেশের ক্রান্তিলগ্নে আমরা চুপ করে ঘরে বসে থাকতে পারি না। আমাদের অস্ত্র মিউজিক, তাই নিয়েই আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই সবসময়। মিউজিক বিপ্লবের হাতিয়ার, সেই হাতিয়ার বারবার গর্জে উঠবে বাংলাদেশের মানুষের পক্ষে। কনসার্টটি থেকে অর্জিত অর্থ পুরোটাই বানভাসি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।’