বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। এবার হেনস্তার কথা জানালেন তিনি। আর এই হেনস্তার কথা এতদিন মনের মধ্যে পুষে রেখেছিলেন এই অভিনেত্রী।
কলকাতার আরজি করের ঘটনায় টলিউড থেকে শুরু করে বলিউডের নামিদামি তারকারা প্রতিবাদ করেছিলেন। এ ঘটনায় একেবারেই নীরব ছিলেন ভূমি পেডনেকার। এ ঘটনার জেরে নতুন করে নারী সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিয়েছেন ভূমি। সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি। সেখানেই লিঙ্গবৈষম্য, নারী নির্যাতন নিয়ে প্রশ্ন করা হয় তাকে। উত্তরে অভিনেত্রী বলেছেন, ‘যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু মেয়েদের এবার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে মুখ খুলতে হবে। তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা সমাজকে জানাতে হবে। তবে সমাজকে পাশে পাবেন তারা।’
নিজের জীবনের উদাহরণ দিয়ে ভূমি বলেন, ‘দেশের প্রত্যেকটি পরিবারের মেয়েরা কোনো না কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে জীবনযাত্রার ওপর, যা কাম্য নয়।’
তার মতে, একে তো হেনস্তার শিকার, তার ওপর লোকলজ্জায় নীরব থাকা। মেয়েদের ওপরে এ যেন সাঁড়াশি আক্রমণ! যার ভারে মেয়েরা জর্জরিত, ক্লান্ত। তবু তার সমাধান নেই।
ভূমি আরও বলেন, ‘ঘর থেকেই বদল শুরু হোক। নারী যেমন পুরুষকে সম্মান করবেন, তেমনই পুরুষও সম্মান করতে শিখুন নারীকে। তবেই লিঙ্গবৈষম্য দূর হবে।’
জাহ্নবী