ঢাকা ২৫ কার্তিক ১৪৩১, রোববার, ১০ নভেম্বর ২০২৪

পজিটিভ ঢাকা'র থিম সং নিয়ে আসছেন সানি আজাদ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৯:২০ এএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম
পজিটিভ ঢাকা'র থিম সং নিয়ে আসছেন সানি আজাদ
‘পজিটিভ ঢাকা’ শিরোনামে থিম সং গাইলেন সানি আজাদ। ছবি: সংগৃহীত

আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ ৷ এবার ‘পজিটিভ ঢাকা’ শিরোনামের একটি থিম সং গাইলেন তিনি ৷ সংগঠনটি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় ৷ মানবতার কল্যাণে জেগে উঠুক প্রতিটি প্রাণ এটাই ‘পজিটিভ ঢাকা’র আহ্বান। সৃষ্টির সেবায় পজিটিভ ঢাকা এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সংগঠনটি ৷ গানটির কথা লিখেছেন গীতিকবি নীহার আহমেদ ৷ সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক ৷ গানটির তত্বাবধানে রয়েছে সানি আজাদ বিডি এবং মিডিয়া পার্টনার ‘সময়কন্ঠ’ ৷ 

গান সম্পর্কে সানি আজাদ বলেন, জনসচেতনতায় কাজ করায় আনন্দ পাই ৷ ‘পজিটিভ ঢাকা’ সংগঠনটি সবসময় মানুষের কল্যানে কাজ করে ৷ অসহায় মানুষের পাশে দাঁড়নো, কারো রক্তের প্রয়োজন হলে ছুটে যাওয়া থেকে শুরু সৃষ্টির সেবায় এমন  অনেক কাজেই হাত বাড়ান পজিটিভ ঢাকা ৷ এবার সেই পজিটিভ ঢাকা-এর থিম সং গাইলাম ৷  সত্যিই এটা ভালো লাগার ৷

উল্লেখ্য,এর আগেও সানি আজাদ তৈরি করেছিলেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের থিম সং 'সবুজ আন্দোলন' এবং ক্যান্সার সচেতনতার গান 'ক্যান্সার' ৷

/আবরার জাহিন

আজ থেকে শুরু হচ্ছে মৌসুমী হামিদের নতুন ধারাবাহিক ‘হাউস হাজবেন্ড’

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম
আজ থেকে শুরু হচ্ছে মৌসুমী হামিদের নতুন ধারাবাহিক ‘হাউস হাজবেন্ড’
মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

অভিনেত্রী মৌসুমী হামিদ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘হাউস হাজবেন্ড’।

পারিবারিক ও কমেডি ঘরানার গল্পে এটি নির্মাণ করেছেন ফরিদুল হাসান। এতে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, সাইদুর রহমান পাভেল, মানসী প্রকৃতি, ফারজানা আহসান মিহি, হান্নান শেলী, শিরিন আলম, রকি খান, এম এ সালাম, সুর্বণা মজুমদার, তারিক স্বপন, শহিদুল্লাহ সবুজ, সেলজুক তারিক, সাদ্দাম মাল, আহমেদ সাজু, সুর্বণা প্রমি, মাহাবুব আল রশিদ, শফিউল আলম বাবু, হানিফ পালোয়ান, শেখ চাঁদনী প্রমুখ।

আজ ১০ নভেম্বর এটিএন বাংলায় রাত ৮টায় ধারাবাহিকটি প্রচার শুরু হবে। প্রতি রোব ও সোমবার নাটকটি প্রচার হবে। মাহফুজ খানের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজ নাজমা।

হাসান

স্বামীকে ছাড়িয়ে বিয়ন্সের রেকর্ড

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম
স্বামীকে ছাড়িয়ে বিয়ন্সের রেকর্ড
বিয়ন্সে। ছবি: সংগৃহীত

জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্সে। এবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে নতুন এক রেকর্ড গড়লেন তিনি। এত বছর এই রেকর্ড ধরে রেখেছিল বিয়ন্সের স্বামী র্যাপার জে-জেড। এবার স্বামীকে ছাড়িয়ে সেরা অ্যালবাম, সেরা কান্ট্রি অ্যালবামসহ সর্বোচ্চ ১১টি শাখায় মনোনয়ন পেয়ে এ রেকর্ড গড়েছেন তিনি। 

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত ৮ নভেম্বর রাতে ৬৭তম গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়। সব মিলিয়ে গ্র্যামিতে বিয়ন্সের মোট মনোনয়ন সংখ্যা হলো ৯৯। আর এতেই এই সংগীততারকা সবাইকে ছাড়িয়ে গেছেন। তার মতো এত মনোনয়ন ক্যারিয়ারে কোনো সংগীতশিল্পী কখনই পাননি। 

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৮৮টি মনোনয়ন পেয়ে এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন র্যাপার জে-জেড। যদিও চলতি মাসে মনোনয়ন ঘোষণার আগেই জল্পনা শুরু হয়েছিল, এবার স্বামীর কাছ থেকে রেকর্ড ছিনিয়ে নিতে পারেন বিয়ন্সে। অবশেষে সে জল্পনাই সত্যি হলো, গড়লেন অবিশ্বাস্য রেকর্ড। 

উল্লেখ্য, আগামী বছরের ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গ্র্যামির ৬৭তম আসর বসতে চলেছে। এই আসরে সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালন। আর টেইলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ান পেয়েছেন ছয়টি করে মনোনয়ন। ধারণা করা হচ্ছে, এবারের আসরে বিয়ন্সের মূল প্রতিযোগী হবেন টেইলর সুইফট। এ পর্যন্ত গ্র্যামিতে চারবার সেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন তিনি। 

হাসান

‘অ্যানিমেল পার্ক’-এ দ্বৈত চরিত্রে আসছেন রণবীর কাপুর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৪২ পিএম
‘অ্যানিমেল পার্ক’-এ দ্বৈত চরিত্রে আসছেন রণবীর কাপুর
রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড তারকা রণবীর কাপুর। ২০২৩ সালে ব্লকবাস্টার ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে প্রশংসায় ভেসেছিলেন তিনি। এবার এই সিনেমার সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমার নাম ‘অ্যানিমেল পার্ক’। সিক্যুয়ালটিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীরকে।

এর আগে পরিচালক ইঙ্গিত দিয়েছিলেন, সিনেমার শুটিং শুরু হবে ২০২৬ সালে। তবে প্রযোজক ভূষণ কুমারের মতে, এর শুটিং আরও আগেই শুরু হতে পারে। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, সন্দীপ বর্তমানে প্রভাসের সঙ্গে ‘স্পিরিট’ নামে একটি তেলেগু সিনেমায় কাজ করছেন। এটি শেষ হয়ে গেলে আগামী ছয় মাসের মধ্যে ‘অ্যানিমেল পার্ক’-এর শুটিং শুরু হবে। নির্মাতা সন্দীপ রেড্ডি আগেই জানিয়েছিলেন, ‘অ্যানিমেল’-এর চেয়ে আরও অনেক বেশি অ্যাকশন দৃশ্য থাকবে সিনেমার দ্বিতীয় কিস্তিতে।

নেটফ্লিক্স ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর নিজেও ছবিটি নিয়ে তার উৎসাহের কথা জানিয়েছেন। তিনি জানান, পরিচালক তার কাছে কয়েকটি দৃশ্য বর্ণনা করেছিলেন যা নিয়ে রণবীরের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

উল্লেখ্য, ‘অ্যানিমেল পার্ক’-এর ঘোষণাটি এর প্রথম কিস্তির শেষ দৃশ্যে একটি লোমহর্ষক দৃশ্যের মধ্যেই করা হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে রণবীর ছাড়াও তৃপ্তি দিমরি, সৌরভ সচদেবা এবং মানসী তক্ষককে তাদের নিজ নিজ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

‘অ্যানিমেল পার্ক’ ছাড়াও রণবীর আরও একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই তারকা বর্তমানে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় কাজ করছেন। এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির আসন্ন ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও দেখা যাবে তাকে।

হাসান

বিচ্ছেদের পর নতুন শুরু আরিফিন শুভর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
বিচ্ছেদের পর নতুন শুরু আরিফিন শুভর
আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে স্ত্রী অর্পিতার বিবাহ বিচ্ছেদ হয় গত ২০ জুলাই। বিচ্ছেদের পর মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত তারকা জান্নাতুল ঐশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ওঠে মিডিয়াপাড়ায়। তবে শোবিজ অঙ্গনের দুই তারকা শুভ-ঐশীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই।

নেটিজেনরা মনে করছেন, সেই গুঞ্জনের প্রভাবেই হয়তো পড়েছে নায়কের সাংসারিক জীবনে। যে কারণে সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন অর্পিতা-শুভ। অভিনেত্রী ঐশীর ঢালিউডে অভিষেক হয় শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে।

নতুন খবর হলো, বিচ্ছেদের পর কলকাতার নির্মাতা পরিচালক সৌমিক সেনের নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজের জন্য গত শুক্রবার কলকাতা গিয়েছেন আরিফিন শুভ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এ সিরিজের কাহিনি তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভকে দেখা যাবে। সিরিজটি দেখা যাবে সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে।

জানা গেছে, সাত দিন ধরে ‘জ্যাজ সিটি’র শুটিং চলছে। শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এরই মধ্যে তিনি শুটিং শুরু করেছেন। এ ছাড়া রয়েছেন টালিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে। ইংরেজিসহ বিভিন্ন ভাষার গান এ সিরিজে শোনা যাবে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শোনা যাবে।

হাসান

আমি বিস্মিত ও আনন্দিত: বিদ্যা সিনহা মিম

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৩১ পিএম
আমি বিস্মিত ও আনন্দিত: বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার সিনেমাতেও। মিম অভিনীত বাংলাদেশে সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তিনি জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও ইয়াশ রোহাসের সঙ্গে। এই সিনেমায় অভিনয় করে বিশেষভাবে আলোচিত হন এই অভিনেত্রী। এরপর মিমকে সর্বশেষ ‘মানুষ’ সিনেমায় দেখা গেছে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার জিৎ।

এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। নাম প্রকাশ না করলেন মিমের হাতে মোট তিনটি নতুন সিনেমার কাজ রয়েছে বলে জানা গেছে।

বর্তমানে এই অভিনেত্রী বিজ্ঞাপনচিত্র, ফটোশুট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন নিয়মিত। মিম বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি একই সঙ্গে সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন।  ‘ইউনিসেফ’, ‘লাক্স’, ‘ওয়ালটন’, ‘বিকাশ’, ‘বাটা’, ‘ওরিক্স ফেব্রিকস কেয়ার’, ‘বার্জার পেইন্টস’, ‘হারল্যান বাংলাদেশ’, ‘ ইমামী সেভেন ওয়েলস’, ‘ক্ল্যাসিক্যাল হোম টেক্স’, ‘জেসিএক্স ডেভেলপম্যান্ট’, ‘জেসিএক্স গোল্ড অ্যা-ডায়মন্ড’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি। 

এই অভিনেত্রী গতকাল ‘সেইলর’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি এর ফটোশুটেও অংশগ্রহণ করেছেন। এদিকে আজ মিমের জন্মদিন। কিন্তু জীবনের এই বিশেষ দিনটি বিশেষভাবে পালনের সুযোগ নেই তার। কারণ আজ একটি প্রতিষ্ঠানের প্রচারণার কাজে অংশ নেবেন এই নায়িকা।

মিম বলেন, ‘জন্মদিন আসার আগে থেকেই ভালোলাগার একটা অনুভূতি কাজ করে মনের ভেতর। আমার প্রিয় কিছু মানুষ আছেন, যারা আমার এই দিনটিকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করতে থাকেন, আমাকে সারপ্রাইজ দেন। সে ক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা-মা আর সনি। এ ছাড়াও আমার ভক্তরা তো আছেনই। এ জন্য নানা ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহূর্ত সামনে চলে আসে, আমি বিস্মিত ও আনন্দিত হই। মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয়। ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সব সময় আমাকে আগলে রাখে। পরিবারের সবাই ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছেন, আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। জন্মদিনে এই কামনা করি আমি যেন আরও ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে পারি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

কাজ সম্পর্কে মিম বলেন, ‘একটা ছবিতে অভিনয়ের কথা হয়েছে। আর ওয়েবে কাজের অনেক অফার আসছে। কিন্তু প্রপার গল্প না হলে করতে চাই না। আবার অনেক সময় গল্প ভালো লাগলেও বাজেটে মেলে না। এ জন্য কাজে একটু দেখা কম যাচ্ছে।’

হাসান