ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ ‘প্রতীক্ষা অন্তহীন’ নাটকের দুটি মঞ্চায়ন করবে আগামী ১ ও ২ নভেম্বর। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটি মঞ্চায়ন করবে দলটি।
স্যামুয়েল বেকেটের লেখা কালজয়ী নাটক ‘ওয়েটিং ফর গডো’র অনুবাদ এই নাটক। অনুবাদ করেছেন কবীর চৌধুরী। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় আছেন অসীম দাশ। মঞ্চে থাকবেন মুবিদুর সুজাত, কমল বড়ুয়া, দীপ্ত চক্রবর্তী, ফরহাদ হোসেন, পূজা বিশ্বাস। আবহ নিয়ন্ত্রণে অমিতা বড়ুয়া।
এটি ফেইম নাট্যকলা বিভাগের ২৬তম প্রযোজনা। নাটকের প্রবেশপত্র পাওয়া যাবে শোর পূর্বে হল কাউন্টারে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী পরিচয়পত্র প্রদর্শনসাপেক্ষে প্রবেশমূল্যে ৪০% ছাড় রয়েছে।
নির্দেশক বলেন, এমন তো নয় যে, রোজ আমাদের প্রয়োজন পড়ে, অবশ্য এখনো আমাদের প্রয়োজন পড়েছে তেমনটা নয়। হয়তো অন্যদের দিয়েও এ প্রয়োজন মিটতে পারত, আমাদের চাইতেও ভালোভাবেই। কিন্তু মহাকালের এই সময়ে এই স্থানে দাঁড়িয়ে আমরাই সমগ্র মানবজাতি, সেটা আমরা চাই বা না চাই- এমনই জোরালো সংলাপ বেরিয়ে আসে দীর্ঘ অপেক্ষায় ক্ষণগোনা দুজন আগন্তুকের কণ্ঠে।
হাসান