তরুণ মার্কিন অভিনেতা ও গায়ক সেবাস্তিয়ান কিডার। গত শনিবার জর্জিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
আমেরিকার জনপ্রিয় রেসলার রিক ফ্লেয়ারের সৎছেলে সেবাস্তিয়ান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা ও গায়ক। তবে মৃত্যুর ঠিক আগমুহূর্তে তার বাবাকে একটি মেসেজ পাঠিয়েছিলেন সেবাস্তিয়ান।
জর্জিয়ার গুইনেট কাউন্টি পুলিশ বিভাগের মুখপাত্র রায়ান উইন্ডারউইডেল জানিয়েছেন, সেবাস্তিয়ান কিডারের বাবা পল (জন্মগত বাবা) জানিয়েছেন তিনি ছেলের কাছ থেকে প্রায় ৪টার দিকে একটি মেসেজ পেয়েছিলেন। মৃত্যুর প্রায় আগমুহূর্তে পাঠিয়েছিলেন সেই বার্তা। তার বাবা পল তখন জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করেন এবং ছেলেকে কিছুক্ষণ পর তাদের বাড়ি থেকে গুলিতে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেবাস্তিয়ানের টেবিল থেকে একটি খাম পেয়েছেন, যার ভেতরে একটি চিরকুট রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি স্প্রিংফিল্ড আর্মোরি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সেবাস্তিয়ানের সৎবাবা রিক ফ্লেয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, সেবাস্তিয়ানের মৃত্যুতে মুষড়ে পড়েছেন তিনি। মা ওয়েন্ডি বার্লো জানিয়েছেন, ছেলের মৃত্যুর খবরে তিনি বিধ্বস্ত হয়েছেন।
হাসান