একুশে পদক প্রাপ্ত শক্তিমান অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। গতকাল বিকালে রাজধানীর কলাবাগানের নিজ বাসাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ রাতে (৩১ অক্টোবর) রাজধানীর গ্রিনরোডের একটি মসজিদে মাসুদ আলী খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ৮টায় এই অভিনেতার মরদেহ মানিকগঞ্জের সিঙ্গাইরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন অভিনেতাকে দেখাশোনার দায়িত্বে থাকা রবিন মণ্ডল।
মাসুদ আলাী খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছিল। বার্ধক্যজনিক কারণে ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না। হুইল চেয়ারই ছিল তাঁর শেষ ভরসা। এ কারণে বেশির ভাগ ঘরের ভেতরেই কাঁটাতেন গুণী এ অভিনেতা।
উল্লেখ্য, মাসুদ আলী খান ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে জন্ম গ্রহণ করেন। কলকাতায় কিছুকাল পড়াশোনা করে এরপর কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে তিনি জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন।
কর্মজীবনে এই গুণী অভিনেতা বাংলা সিনেমাকে উপহার দিয়েছেন ‘দুই দুয়ারী’, ‘মাটির ময়না’, ‘দীপু নাম্বার টু’, ‘মোল্লা বাড়ির বউ’সহ অসংখ্য কালজয়ী সিনেমা।
হাসান