ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হলেও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা। এর নাম ‘৩৬-২৪-৩৬’। গত ৩০ অক্টোবর বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এটি মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ওয়েব ফিল্ম হলেও এবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
তবে সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনো জানাননি প্রযোজনা প্রতিষ্ঠান চরকি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে দীঘি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার প্রমুখ।
এতে প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার অধিকাংশ সময় বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে তাকে।
এ সম্পর্কে দীঘি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালোলাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।’
এর আগে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ফরগেট মি নট’। যার সবগুলোই মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।
হাসান