ঢাকা ২০ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

আবুল হায়াতের কর্মময় ৮০

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০২:২৮ পিএম
আবুল হায়াতের কর্মময় ৮০
বরেণ্য অভিনেতা আবুল হায়াত। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ার তার। এখনো কাজ করছেন নিয়মিত। অভিনয় থেকে শুরু করে পরিচালনা সবই চালিয়ে যাচ্ছেন কিংবদন্তি এই অভিনেতা, নাট্যকার ও নির্মাতা।

গত ১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন তিনি। এর নামকরণ করেছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ পেতে যাচ্ছে তার এই আত্মজীবনীমূলক বই। আজ (২ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

‘রবি পথ- কর্মময় ৮০’ শীর্ষক এই অনুষ্ঠানটি আয়োজন করছে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত থাকবেন বরেণ্য অভিনয়শিল্পীদের পাশাপাশি খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিরা।
আবুল হায়াতের আত্মজীবনী রবি পথের প্রচ্ছদ এঁকেছেন তার বড় মেয়ে নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। বইটি প্রকাশ হচ্ছে সুবর্ণ প্রকাশনী থেকে।

আত্মজীবনী সম্পর্কে আবুল হায়াত বলেন, ‘জন্ম থেকে এই পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। আবার অনেক কথা হয়তো বলা দরকার ছিল, কিন্তু বলা হয়নি। লিখতে গেলে বোঝা যায়, কোনটা লেখা দরকার, আবার কখনো মনে হয় অনেক বিষয়ে না লিখলেই ভালো। তবু, সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আমার বিশ্বাস পাঠকদের ভালো লাগবে। এই বইয়ের মাধ্যমে আমাকে পুরোপুরি জানতে পারবে সবাই।’

১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো টেলিভিশনে তার অভিনয়ের অভিষেক হয়। তারপর থেকে টিভি নাটক, সিনেমায় আর বিজ্ঞাপনে সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন তিনি। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত অনেক নাটকে তিনি অভিনয় করেছেন। ‘মিসির আলি’ চরিত্রে অভিনয়টি তার বিশেষ কাজ। এর বাইরে ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’ ধারাবাহিকগুলোতে আবুল হায়াতের অভিনয় ছিল অনবদ্য। তার অসংখ্য খণ্ড নাটকও মুগ্ধ করেছে দর্শকদের।

অভিনয়ের মতো পরিচালনাতেও সফল হয়েছেন আবুল হায়াত। বেশ কিছু খণ্ড নাটক নির্মাণ করে তিনি প্রশংসা পেয়েছেন। তার পরিচালনায় ‘জোছনার ফুল’ নাটকটি বিটিভিতে দর্শকপ্রিয়তা পেয়েছিল। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি। একজন মঞ্চ অভিনেতা হিসেবেও আবুল হায়াত পেয়েছেন দর্শকদের ভালোবাসা। তার বেশ কিছু নাটক নতুনদের সৃষ্টিশীল অভিনয়ে উৎসাহ দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য, আসাদুজ্জামান নূরের চিত্রনাট্য ও নির্দেশনায় বিদেশি নাটক অবলম্বনে ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি। ১৯৭৮ সালে এতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন আবুল হায়াত।

আবুল হায়াত সাহিত্যিক হিসেবেও পরিচিত। তার লেখা প্রথম উপন্যাসটি বের হয় ১৯৯১ সালের বইমেলায়। উপন্যাসটির নাম ছিল ‘আপ্লুত মরু’। এরই ধারাবাহিকতায় একে একে বের হয় ‘নির্ঝর সন্নিকট’, ‘এসো নীপ বনে’ (তিন খণ্ড), ‘অচেনা তারা’, ‘জীবন খাতার ফুট নোট’, (দুই খণ্ড) ও ‘জিম্মি’।

 কলি 

প্রথমবারের মতো পশ্চিমা শিল্পী হিসেবে ভুটানে এড শিরান

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
প্রথমবারের মতো পশ্চিমা শিল্পী হিসেবে ভুটানে এড শিরান
ব্রিটিশ সঙ্গীতশিল্পী এড শিরান। ছবি: সংগৃহীত

ভুটানে প্রথমবারের মত পশ্চিমা শিল্পী হিসেবে কনসার্ট করবেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী এড শিরান।

২৪ জানুয়ারি ব্রিটিশ এ গায়ক-গীতিকার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে পারফর্ম করবেন।

কনসার্টের ঘোষণা দিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্টে শিরান বলেছেন  'কুজুজাম্পোলা' (হ্যালো) ভুটান । 

তিনি আরও বলেন,  আমি ভুটান সম্পর্কে বিস্ময়কর- বিস্ময়কর জিনিস শুনেছি।

এর আগে, চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সবচেয়ে উল্লেখযোগ্য অনুষ্ঠান ছিল ২০১১ সালে রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানী জেটসুন পেমার বিয়ের সরাসরি সম্প্রচার।

ভুটানের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ১৫ হাজার ধারণক্ষমতার চাংলিমিথাং স্টেডিয়ামে আয়োজিত এড শিরানের কনসার্টের প্রায় ৯০ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে।

থিম্পুতে পারফরম্যান্সের পরে, শিরান ভারত এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শহরে সফর করবে। সূত্র: সিএনএন

মেহেদী

সার্টিফিকেশন বোর্ড থেকে খিজির হায়াতের পদত্যাগ

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
সার্টিফিকেশন বোর্ড থেকে খিজির হায়াতের পদত্যাগ
খিজির হায়াত খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড সংস্কার করে গেল সেপ্টেম্বরে ১৫ জন সদস্য নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়। যেখানে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন আলোচিত নির্মাতা খিজির হায়াত খান। এবার এই নির্মাতা সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন খিজির হায়াত।

পোস্টে তিনি লেখেন, ‘আমার যুদ্ধ ইসলামিক মৌলবাদ, হিন্দুত্ববাদসহ আমার দেশের ভিতর ও বাহিরের সব শত্রুর বিরুদ্ধে। ইহা চলমান থাকিবে যতদিন নিশ্বাস বহিবে। সরকারি পদে থাকা মানে এই নয় যে, মনের কথা এডিট করে বলতে হবে। সেই জন্য হাজারও মানুষ চব্বিশে আসিয়া আবারও প্রাণ দেয় নাই, আহত হয় নাই, আর যদি তাই নিয়ম হয় তবে সেই নিয়ম আমি মানি না। কোনো পদ-পদবীর জন্য নিজেকে বদলাইতে এই বয়সে আর পারব না, সেই সুশীল আমি হইতে চাই না। খুশির সংবাদ এই যে, এই সব কিছু বিবেচনা করিয়া ব্যক্তিগত কারণে আজ হইতে ৩ সপ্তাহ আগেই আমি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হইতে স্বেচ্ছায় নিজের পদ ছাড়িয়া আসিয়াছি। আমার বাক এবং ব্যক্তি স্বাধীনতা আমার কাছে সবচাইতে দামি।’

এই নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত নানা কারণেই মূলত পদত্যাগ করেছি। সরকারি দায়িত্বে থাকলে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, সেগুলো মেনে চলাও আমার দ্বারা সম্ভব নয়। সব মিলিয়ে ভেবেছি যে পদত্যাগ করি।’

হাসান

ওটিটিতে মুক্তি পেল কুসুমের সিনেমা

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পিএম
ওটিটিতে মুক্তি পেল কুসুমের সিনেমা
কুসুম সিকদার। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। ক্যারিয়ারের প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন এই তারকা নায়িকা। সিনেমার নাম ‘শরতের জবা’। গত অক্টোবরে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি। মুক্তির পর ব্যবসায়িকভাবে ছবিটি সফলতা না পেলেও মাল্টিপ্লেক্সের দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে। ছবিটি মুক্তির দুই মাস না যেতেই এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

এবার ঘরে বসেই দর্শকরা কুসুম নির্মিত ও অভিনীত সিনেমাটি উপভোগ করতে পারবেন। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম সিকদার। ছবিটির প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো ‘জবা’র জীবন নানা সময়ে নানা প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ছবিটি।
এতে কুসুম সিকদার ছাড়াও আরও অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। 

এ সম্পর্কে কুসুম সিকদার জানান, প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় ‘শরবের জবা’ মুক্তি পেতে যাচ্ছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। আগামী ১২ ডিসেম্বর বেলা ৩টায় আইস্ক্রিনে প্রচার হবে ছবিটি। 

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিটি দেখতে ২০ টাকা খরচ করে দর্শকদের সাবস্ক্রাইব করতে হবে।

ছবিটি নিয়ে কুসুম সিকদার বলেন, ‘শরতের জবা একটি নতুন জনতার ছবি। দর্শক প্রেক্ষাগৃহে ছবিটি উপভোগ করেছেন। ছবিতে দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করেছেন। অনেকে সরাসরি, অনেকে নানা মাধ্যমে ছবিটির জন্য আমাকে অভিনন্দন জানিয়েছেন। এটা আমার জন্য পরম প্রাপ্তি। এ ছাড়া ছবিটি মুক্তির পর অনেকেই হলে গিয়ে দেখতে পারেনি। এবার তারা ঘরে বসেই আমার ছবিটি দেখতে পারবেন। আমার বিশ্বাস সব শ্রেণির দর্শককে এবার পাশে পাব।’

উল্লেখ্য, মডেলিং, নাটক ও টেলিছবিতে অভিনয়ের পাশাপাশি কুসুম সিকদার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ ছবিগুলোয় অভিনয় করেন এই অভিনেত্রী। কুসুম সিকদার কণ্ঠশিল্পী হিসেবেও সুনাম কুড়িয়েছেন। ইতোমধ্যেই তার গাওয়া কিছু গান প্রকাশিত হয়েছে। মডেল হিসেবে যাত্রা করা এই তারকা অনেক নাটকে কাজ করেও প্রশংসা পেয়েছেন। 

হাসান

অস্কারের মঞ্চে গাইবেন বাঙালি শিল্পী

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
অস্কারের মঞ্চে গাইবেন বাঙালি শিল্পী
ইমন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। সব ধরনের গানেই নিজেকে প্রমাণ করেছেন ভারতীয় এই শিল্পী। এবার ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হলো। আর তা হলো অস্কারের মঞ্চে পৌঁছে গেছে ইমনের গান।

২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীতকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই রয়েছেন ইমন চক্রবর্তীর একটি গান। এই গানের মাধ্যমেই প্রথম কোনো বাঙালি গায়িকার গান অস্কারের মঞ্চে যাচ্ছে।

ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটি স্থান করে নিয়েছে অস্কারের তালিকায়।

ভারতীয় বাঙালি এই গায়িকার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। এমন খবরে আনন্দিত হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইমন। 

ভারতীয় গণমাধ্যমকে ইমন বলেন, ‘আমি এখনো হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।’

খবর পেয়েই প্রথম সে কথা ইমন জানিয়েছেন ‘সারেগামাপা’-এর সেটের বন্ধু, সহ-বিচারকদের। তার পর তিনি খবর দিয়েছেন স্বামী নীলাঞ্জনকে। ইমন বলেন, ‘আমার বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই একটু দেরিতে বাবাকে ফোন করলাম।’

হাসান

বেবি বাম্প নিয়ে হাজির হলেন এমি জ্যাকসন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
বেবি বাম্প নিয়ে হাজির হলেন এমি জ্যাকসন

জনপ্রিয় ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এমি জ্যাকসন। হলিউড ছাড়াও ভারতীয় সিনেমায় রয়েছে যার বর্ণালি ক্যারিয়ার। বলিউডসহ কাজ করেছেন তামিল, তেলেগু, কন্নড়ের বেশকিছু ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায়। পর্দার মতো তার ব্যক্তি জীবনও বেশ বর্ণিল। ভারতীয় অভিনেতাসহ জড়িয়েছেন একাধিক প্রেমে-বিয়েতেও। অবশেষে দ্বিতীয়বার সংসার পাতেন এড ওয়েস্টউইকের সঙ্গে। কিছু দিন আগে তিনি ঘোষণা করেছিলেন যে, ওয়েস্টউইকের সঙ্গে তিনি প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। এবার বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে অনুষ্ঠানে হাজির হলেন অভিনেত্রী।

গত ২ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে ফ্যাশন অ্যাওয়ার্ড-২০২৪ আয়োজন করা হয়। সেখানে স্বামীসহ অংশগ্রহণ করেন এমি।

দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, সে দিন সন্ধ্যায় কালো গাউনের ওপর গর্বিতভাবে নিজের বেবি বাম্প প্রদর্শন করেন অভিনেত্রী। এ ছাড়া কনুই থেকে হাত পর্যন্ত কালো চামড়ার অপেরা গ্লোভস পরিধান করেছিলেন। আর একটি আঙুলে পড়েছিলেন বড় আকারের ডায়মন্ডের ককটেইল রিং যা আলাদা গ্লেমার দিচ্ছিল তাকে।

এর কিছুদিন আগে দুবাইয়ের সৈকতে স্বামী ও সন্তান এন্দ্রিয়াসের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়। যেখানে হালকাভাবে তার বেবি বাম্প বুঝা যাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমরা নারকেলের পানি পান করেছি, টেইল টেনিস খেলেছি ও সুস্বাদু ভারতীয় খাবার খেয়েছি। আমাদের বাচ্চা পৃথিবীতে আসার আগে এটি আমাদের শেষ ছুটি কাটানো।’

হাসান