আল্লু আর্জুন। ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে কয়েক দিন আগে হায়দরাবাদে এক নারী অনুরাগীর মৃত্যু হওয়ায় তার নামে থানায় অভিযোগ করা হয়েছিল। এ মামলায় চিক্কাদপল্লি পুলিশের একটি দল জুবলি হিলের বাসা থেকে গতকাল গ্রেপ্তার করেন এই অভিনেতাকে।
সর্বশেষ জানা গেছে, গ্রেপ্তারের পর চিক্কাদপল্লি থানা থেকে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর নামপালি আদালত অভিনেতা আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।
জানা গেছে, ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। সেই মর্মান্তিক খবরে শোকাহত হয়েছিলেন আল্লু নিজেও। মৃত ওই নারী ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি অর্থ সাহায্যও দিয়েছিলেন সুপারস্টার এই অভিনেতা। পাশাপাশি মৃত নারীর ৯ বছরের সন্তানও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার ভার নিয়েছেন দক্ষিণী এই সুপারস্টার। এর পরও এ ঘটনায় গ্রেপ্তার করা হলো আল্লু অর্জুনকে।
হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।’
মৃত ওই নারী ভক্তের স্বামীর অভিযোগের ভিত্তিতে এফআইআর করে পুলিশ। এফআইআরের কপি অনুযায়ী, অভিযোগকারীর নাম ভাস্কর মাগুদামপল্লি। অভিযোগপত্রে ভাস্কর জানিয়েছেন, তিনি তার স্ত্রী, ৯ বছরের ছেলে এবং ৮ বছরের কন্যাকে নিয়ে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে গিয়েছিলেন। রাত ৯টা ১০ মিনিটে তারা টিকিট কেটে ছবি দেখতে হলে ঢুকেছিলেন। প্রেক্ষাগৃহে ছিল অতিরিক্ত ভিড়। রাত ৯টা ৪০ মিনিটে আল্লু প্রেক্ষাগৃহে আসেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন কর্তৃপক্ষ। অভিনেতার নিরাপত্তারক্ষীরা ভিড় সরানোর চেষ্টা করেন। এই সময় ধাক্কাধাক্কি হয়। রেবতী এবং তার পুত্র সাই তেজ প্রেক্ষাগৃহের নিচের ব্যালকনিতে ছিলেন। তারা শ্বাস নিতে পারছিলেন না। দমবন্ধ হয়ে আসছিল মা এবং পুত্রের। দুজনই ভিড়ের মধ্যে পড়ে যান। ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রেবতীর মৃত্যু হয়। শিশুটিকে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় কেআইএমএস হাসপাতালে। অভিযোগ, আগে থেকে পর্যাপ্ত পরিকল্পনা এবং ব্যবস্থা ছাড়াই অভিনেতা হলে চলে এসেছিলেন। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও ভিড় নিয়ন্ত্রণের বন্দোবস্ত করেননি। এর ভিত্তিতে পুলিশকে পদক্ষেপের অনুরোধ করেন মৃতের স্বামী।
অভিযোগের ভিত্তিতে আল্লু অর্জুন এবং নিরাপত্তারক্ষীসহ তার টিম ও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করে হায়দরাবাদ পুলিশ। ভারতীয় আইন ১০৫, ১১৮ (১), ৩ (৫) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির আগেই নতুন নতুন রেকর্ড গড়েছে। মুক্তির পর তো ভারতীয় সিনেমার সব রেকর্ড যেন তছনছ করে দিয়েছে ছবিটি। এতে সুকুমার পরিচালিত এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন ভারতের জাতীয় ক্রাশখ্যাত নায়িকা রাশমিকা মান্দানা। সিনেমার আইটেম গানে রীতিমতো ঝড় তুলেছেন দক্ষিণী সিনেমার আরেক নায়িকা শ্রীলীলা।
হাসান