জনপ্রিয় গায়ক ও সুরকার তৌসিফ আহমেদ। গত মাসে শারীরিকভাবে অসুস্থবোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তৌসিফের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, সেই সঙ্গে মাইল্ড স্ট্রোক হয়ে ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে। আর এ জন্য আগামী ছয় মাস থাকতে হবে বিশ্রামে ও ডাক্তারের পর্যবেক্ষণে। বর্তমানে এই জনপ্রিয় গায়ক সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
এ বিষয়ে তৌসিফ বলেন, ‘আগে থেকেই অসুস্থবোধ করছিলাম। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তাম। প্রথমে চিকিৎসকরা ধরতে পারছিলেন না। গত ২৭ অক্টোবর বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে যাই। সেখানে গিয়ে ইসিজি করার পর হার্টের সমস্যা ধরে পড়ে। পরীক্ষার পর চিকিৎসক জানান, আমার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এ ছাড়া ব্রেন স্ট্রোকও হয়েছে। চিকিৎসক আমাকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে জানান, সামনে বড় ধরনের অ্যাটাকও হতে পারে।’
তৌসিফ বর্তমানে এখন নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর সাবের হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে আছেন।
বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তৌসিফ বলেন, ‘প্রফেসর সাবের হোসেনের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছে। ছয় মাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে সার্জারি করতে হবে কি না। আগামী ছয় মাসের মতো বিশ্রামে থাকতে হবে। এদিকে আমার ডায়াবেটিস আছে। এ জন্য আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সবার কাছে দোয়া চাই। শিগগিরই যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’
এর আগে ২০২২ সালের এপ্রিলে হার্ট অ্যাটাক হয়েছিল তৌসিফের। সে সময় ধানমন্ডির একটি হাসপাতালে ৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে।
সংগীতশিল্পী তৌসিফের প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তার।
হাসান