আরটিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার।
এতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, তন্ময় সোহেল প্রমুখ। ধারাবাহিকটি প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার আরটিভিতে প্রচারিত হচ্ছে।
ঘরের শত্রু বিভীষণ
এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিভীষণ’-এর ৬৯ পর্ব। রচনায় শফিsকুর রহমান শান্তনু। পরিচালনায় সাজিন আহমেদ বাবু। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, এনিলা তানজুম, সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, আল মনসুর, সুজাত শিমুল, জয়রাজ, মিলন ভট্টাচার্য্য, রিমি করিম, রোবেনা রেজা জুঁই, শহীদুল্লাহ সবুজ, মিলি মুন্সি, উজ্জল মাহমুদ, আমানুল হক প্রমুখ।
হাসান