বলিউড অভিনেত্রী সানি লিওন। দেড় দশক ধরে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে পেতেছেন সুখের সংসার। ২০১১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই জুটি। তাদের ঘরে রয়েছে তিন সন্তান- নিশো, নোয়া ও আশ। এবার তিন সন্তানকে সাক্ষী রেখেই আবারও বিয়ের পিঁড়িতে বসলেন সানি লিওন। তবে বর আর কেউ নন, স্বামী ড্যানিয়েল ওয়েবারকেই বিয়ে করলেন এই বলিউড অভিনেত্রী। আর এ ঘটনা নেটদুনিয়ার তুমুল আলোড়ন তৈরি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যেই এমন করার ইচ্ছে ছিল এই যুগলের। ছেলেমেয়ের পড়াশোনার যাতে ক্ষতি না হয়, তার জন্য দেওয়ালির ছুটিতে বিয়ের অনুষ্ঠান পরিকল্পনা করেন তারা।
সানি এবং ড্যানিয়েল বিশ্বাস করেন, তারা যখন প্রথম বিয়ে করেন, তখনো এক সঙ্গে জীবনের প্রকৃত চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হননি। অনেক কষ্ট সহ্য করার পর এবং দম্পতি হিসেবে সুন্দর মুহূর্তগুলো উদযাপন করার পর, একে অপরের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা আরও বেড়েছে। এ কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসলেন তারা।
গত ৩১ অক্টোবর মালদ্বীপের সৈকতে বসেছিল এই বিয়ের আসর। সানি পরেছিলেন সাদা রঙের গাউন ও ড্যানিয়েল বেছে নিয়েছিলেন সাদা শার্ট ও সাদা ট্রাউজার। এ সময় সানি লিওনকে একটি হীরের আংটি দিয়ে অবাক করে দেন ড্যানিয়েল।
হাসান