বলিউডের আকাশ থেকে কালো মেঘ যেন কাটছেই না। বাবা সিদ্দিকীর মৃত্যুর পর লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান ঘনিষ্ঠ সবাইকে হত্যার হুমকি দিয়েছেন। ইতোমধ্যেই কয়েক দফা হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। এবার হত্যার হুমকি পেলেন বলিউড বাদশা শাহরুখ খানও। গতকাল বৃহস্পতিবার সকালে ফোনের মাধ্যমে এমন হুমকি পেয়েছেন কিং খান। ফোন পেয়েই মুম্বাই পুলিশকে বিষয়টি জানান তিনি। তড়িঘড়ি করে শুরু হয়েছে তদন্ত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৫০ লাখ রুপি চাঁদা চেয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে শাহরুখকে। মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। মামলাটি বিএনএসের ৩০৮ (৪) এবং ৩৫১ (৩) (৪) ধারায় নথিভুক্ত করা হয়েছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ইতোমধ্যেই ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছেছে মুম্বাই পুলিশ। ফয়জান নামের এক ব্যক্তি এই ভুয়া ফোনের নেপথ্যে রয়েছেন। এই ব্যক্তি গ্যাংস্টার দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের লোক কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, শাহরুখকে এই প্রথম খুনের হুমকি দেওয়া হলো তা নয়। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর থেকে মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি। এর জের ধরেই ওয়াই প্লাস সিকিউরিটিতে রয়েছেন বলিউড বাদশা।
জাহ্নবী