জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার সিনেমাতেও। মিম অভিনীত বাংলাদেশে সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তিনি জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও ইয়াশ রোহাসের সঙ্গে। এই সিনেমায় অভিনয় করে বিশেষভাবে আলোচিত হন এই অভিনেত্রী। এরপর মিমকে সর্বশেষ ‘মানুষ’ সিনেমায় দেখা গেছে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার জিৎ।
এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। নাম প্রকাশ না করলেন মিমের হাতে মোট তিনটি নতুন সিনেমার কাজ রয়েছে বলে জানা গেছে।
বর্তমানে এই অভিনেত্রী বিজ্ঞাপনচিত্র, ফটোশুট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন নিয়মিত। মিম বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি একই সঙ্গে সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন। ‘ইউনিসেফ’, ‘লাক্স’, ‘ওয়ালটন’, ‘বিকাশ’, ‘বাটা’, ‘ওরিক্স ফেব্রিকস কেয়ার’, ‘বার্জার পেইন্টস’, ‘হারল্যান বাংলাদেশ’, ‘ ইমামী সেভেন ওয়েলস’, ‘ক্ল্যাসিক্যাল হোম টেক্স’, ‘জেসিএক্স ডেভেলপম্যান্ট’, ‘জেসিএক্স গোল্ড অ্যা-ডায়মন্ড’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি।
এই অভিনেত্রী গতকাল ‘সেইলর’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি এর ফটোশুটেও অংশগ্রহণ করেছেন। এদিকে আজ মিমের জন্মদিন। কিন্তু জীবনের এই বিশেষ দিনটি বিশেষভাবে পালনের সুযোগ নেই তার। কারণ আজ একটি প্রতিষ্ঠানের প্রচারণার কাজে অংশ নেবেন এই নায়িকা।
মিম বলেন, ‘জন্মদিন আসার আগে থেকেই ভালোলাগার একটা অনুভূতি কাজ করে মনের ভেতর। আমার প্রিয় কিছু মানুষ আছেন, যারা আমার এই দিনটিকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করতে থাকেন, আমাকে সারপ্রাইজ দেন। সে ক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা-মা আর সনি। এ ছাড়াও আমার ভক্তরা তো আছেনই। এ জন্য নানা ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহূর্ত সামনে চলে আসে, আমি বিস্মিত ও আনন্দিত হই। মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয়। ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সব সময় আমাকে আগলে রাখে। পরিবারের সবাই ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছেন, আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। জন্মদিনে এই কামনা করি আমি যেন আরও ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে পারি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
কাজ সম্পর্কে মিম বলেন, ‘একটা ছবিতে অভিনয়ের কথা হয়েছে। আর ওয়েবে কাজের অনেক অফার আসছে। কিন্তু প্রপার গল্প না হলে করতে চাই না। আবার অনেক সময় গল্প ভালো লাগলেও বাজেটে মেলে না। এ জন্য কাজে একটু দেখা কম যাচ্ছে।’
হাসান