ঢাকা ২৩ অগ্রহায়ণ ১৪৩১, রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪

আমি বিস্মিত ও আনন্দিত: বিদ্যা সিনহা মিম

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৩১ পিএম
আমি বিস্মিত ও আনন্দিত: বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার সিনেমাতেও। মিম অভিনীত বাংলাদেশে সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তিনি জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও ইয়াশ রোহাসের সঙ্গে। এই সিনেমায় অভিনয় করে বিশেষভাবে আলোচিত হন এই অভিনেত্রী। এরপর মিমকে সর্বশেষ ‘মানুষ’ সিনেমায় দেখা গেছে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার জিৎ।

এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। নাম প্রকাশ না করলেন মিমের হাতে মোট তিনটি নতুন সিনেমার কাজ রয়েছে বলে জানা গেছে।

বর্তমানে এই অভিনেত্রী বিজ্ঞাপনচিত্র, ফটোশুট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন নিয়মিত। মিম বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি একই সঙ্গে সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন।  ‘ইউনিসেফ’, ‘লাক্স’, ‘ওয়ালটন’, ‘বিকাশ’, ‘বাটা’, ‘ওরিক্স ফেব্রিকস কেয়ার’, ‘বার্জার পেইন্টস’, ‘হারল্যান বাংলাদেশ’, ‘ ইমামী সেভেন ওয়েলস’, ‘ক্ল্যাসিক্যাল হোম টেক্স’, ‘জেসিএক্স ডেভেলপম্যান্ট’, ‘জেসিএক্স গোল্ড অ্যা-ডায়মন্ড’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি। 

এই অভিনেত্রী গতকাল ‘সেইলর’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি এর ফটোশুটেও অংশগ্রহণ করেছেন। এদিকে আজ মিমের জন্মদিন। কিন্তু জীবনের এই বিশেষ দিনটি বিশেষভাবে পালনের সুযোগ নেই তার। কারণ আজ একটি প্রতিষ্ঠানের প্রচারণার কাজে অংশ নেবেন এই নায়িকা।

মিম বলেন, ‘জন্মদিন আসার আগে থেকেই ভালোলাগার একটা অনুভূতি কাজ করে মনের ভেতর। আমার প্রিয় কিছু মানুষ আছেন, যারা আমার এই দিনটিকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করতে থাকেন, আমাকে সারপ্রাইজ দেন। সে ক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা-মা আর সনি। এ ছাড়াও আমার ভক্তরা তো আছেনই। এ জন্য নানা ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহূর্ত সামনে চলে আসে, আমি বিস্মিত ও আনন্দিত হই। মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয়। ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সব সময় আমাকে আগলে রাখে। পরিবারের সবাই ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছেন, আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। জন্মদিনে এই কামনা করি আমি যেন আরও ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে পারি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

কাজ সম্পর্কে মিম বলেন, ‘একটা ছবিতে অভিনয়ের কথা হয়েছে। আর ওয়েবে কাজের অনেক অফার আসছে। কিন্তু প্রপার গল্প না হলে করতে চাই না। আবার অনেক সময় গল্প ভালো লাগলেও বাজেটে মেলে না। এ জন্য কাজে একটু দেখা কম যাচ্ছে।’

হাসান

বলিউড থেকে কি শেষমেষ নিজেকে গুটিয়ে নিলেন প্রিয়াঙ্কা?

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
বলিউড থেকে কি শেষমেষ নিজেকে গুটিয়ে নিলেন প্রিয়াঙ্কা?
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউডের দেশি গার্ল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে মার্কিনমুলুকে সংসার পেতেছেন। হলিউডের ওয়েব সিরিজ-সিনেমায়ও নিয়মিত দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। শুধু প্রিয়াঙ্কা একা নন, ক্যারিয়ারের এক পর্যায়ে বলিউডের অনেক অভিনেত্রীই একসময় বিদেশে স্থায়ী হয়েছেন। এ তালিকায় আছেন বলিউড কুইন মাধুরী দীক্ষিত থেকে শুরু করে আনুশকা শর্মা, তাপুসী পান্নুর মতো অভিনেত্রীরাও। তবে তারাও মাঝেমধ্যে বলিউডে উঁকি দিয়েছেন, করেছেন কিছু কাজও। সে হিসেবে প্রিয়াঙ্কাকে বলিউডে দেখা যাচ্ছে না বলাই যায়। 

বলিউডে ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমায় শেষ কাজ করেছিলেন এই তারকা। এবার প্রিয়াঙ্কা চোপড়া নিজের প্রযোজনা প্রতিষ্ঠানকেও স্বামীর দেশে নিয়ে গেলেন। এ খবর গণমাধ্যমে প্রকাশ হতেই বলিপাড়ায় প্রশ্ন উঠেছে, তবে কি আর বলিউডে ফিরবেন না প্রিয়াঙ্কা চোপড়া? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রীর মা মধু চোপড়া বলেন, ‘প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থার মূল কর্মকাণ্ড মুম্বাই থেকে সরিয়ে ফেলেছেন তারা। এবার সংস্থাটির সব কাজ যুক্তরাষ্ট্র থেকে পরিচালনা করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘প্রযোজনা সংস্থাটি আমেরিকায় সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এখন আমরা আর কোনো ভারতীয় ছবি প্রযোজনা করব না। কিন্তু প্রিয়াঙ্কা ভারতে আবার যদি ছবি করতে আসে, তখন আমরা ভেবে দেখব।’

প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা ‘ভেন্টিলেটর’, ‘পানি’র মতো পুরস্কারপ্রাপ্ত ছবি বানিয়েছে। তার মা জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা যখন হলিউডে কাজ করার সিদ্ধান্ত নেন তখন তিনিই পরামর্শ দিয়েছিলেন ভারতে একটা খুঁটি রেখে যাওয়ার। কারণ তার মনে হয়েছিল, অভিনয় জীবনের চূড়ান্ত পর্যায়ে মেয়ে সব ছেড়ে হলিউডে যেতে চাইছে। তবে কি এবার প্রযোজনা সংস্থা মার্কিনমুলুকে সরিয়ে সেই বার্তায় দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

হাসান

আজ সন্ধ্যায় শিল্পকলায় ‘ত্রিংশ শতাব্দী’র বিশেষ মঞ্চায়ন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
আজ সন্ধ্যায় শিল্পকলায় ‘ত্রিংশ শতাব্দী’র বিশেষ মঞ্চায়ন
‘ত্রিংশ শতাব্দী’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বিজয় দিবস স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটি মঞ্চস্থ করবে নাট্যদল।

বাদল সরকারের মূল রচনা অবলম্বনে গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। 

নাটকটিতে অভিনয়ে রয়েছেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ণ, শিশির সিকদার, সামাদ ভূঞা, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, সুমাইয়া শিশির, সোনালী রহমান, অর্ক অপু, অনিন্দ্য অন্তরিক্ষ, জাহিদ রিপন প্রমুখ।

‘ত্রিংশ শতাব্দী’র মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরাইল-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-মায়ানমার-গুলশানে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচকতাসহ আরও নানা প্রসঙ্গ। 

উল্লেখ্য, শান্তির স্বপক্ষে তথা যুদ্ধ ও আণবিক অস্ত্রবিরোধী সচেতনতা তৈরিতে ২৩ বছর ধরে ‘হিরোশিমা দিবস’ পালন এবং নিয়মিতভাবে ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন করে আসছে স্বপ্নদল। পাশাপাশি স্বাধীনতা ও বিজয়ের মাসে দুটি বিশেষ প্রদর্শনী করে থাকে দলটি। সে ধারাবাহিকতায় আজ প্রযোজনাটির ১২৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ‘ত্রিংশ শতাব্দী’ দেশের বাইরে জাপানের প্রধান নাট্যোৎসব ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’, যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাঙলা ড্রামা ২০১৫’, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে (এনএসডি) এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ্গ মহোৎসব ২০১৫’সহ ভারতের নানা স্থানে আমন্ত্রিত প্রদর্শনীর মাধ্যমে প্রশংসিত হয়েছে।

হাসান

তারেক তুর্যর গানে মডেল জেবা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম
তারেক তুর্যর গানে মডেল জেবা
তারেক তুর্য ও জেবা জান্নাত। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী তারেক তুর্য আসছেন নতুন গান নিয়ে। আর এই গানের ভিডিওতে তুর্যর সঙ্গে মডেল হয়েছেন মডেল অভিনেত্রী জেবা জান্নাত। গানের শিরোনাম ‘সাইয়া’। গানটি লিখেছেন ও সুর করেছেন ইমতিয়াজ মজুমদার বিবেক। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন রাজ বিশ্বাস সংকর।

কোরিওগ্রাফি করেছেন রোহান মাহমুদ। আগামী ১৯ ডিসেম্বর তারেক তুর্যর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানের ভিডিওটি উন্মুক্ত করা হবে। 
এ সম্পর্কে তারেক তুর্য বলেন, ‘নতুন গানটি নিয়ে অনেক আশা ও উত্তেজনা কাজ করছে। চেষ্টা করেছি কিছু ভিন্ন এবং বিশেষ উপস্থাপনা করার, যা শ্রোতা-দর্শকদের মন ছুঁয়ে যাবে। এটি মূলত একটি ডান্সভিত্তিক গান। আশা করছি, সবাই পছন্দ করবেন।’ 

এই সংগীতশিল্পী জানান, এখন থেকে শ্রোতারা নিয়মিত তার গান পাবেন। আরও অনেক নতুন গান নিয়ে শিগগিরই শ্রোতাদের কাছে ফিরব।

হাসান

রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্পের সিরিজ ‘৪২০’ এর সিক্যুয়েল আসছে

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্পের সিরিজ ‘৪২০’ এর সিক্যুয়েল আসছে
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রায় দেড় দশক আগে ফারুকী নির্মাণ করেছিলেন জনপ্রিয় সিরিজ ‘৪২০’। ২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছিল এই সিরিজটি।

এবার লম্বা বিরতির পর ‘৪২০’ সিরিজের সিক্যুয়েল নিয়ে ফিরছেন ফারুকী। এবার এই সিরিজের নাম ‘৮৪০’। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিরিজের খবর নিজেই জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

গত ৫ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে সিরিজটি নিয়ে একটি রিলস প্রকাশ করেছেন এই নির্মাতা। ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় এই সিরিজটি। ক্যাপশনে তিনি লিখেছেন, পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরমুখী। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’।

উল্লেখ্য, ১৭ বছর আগে নিজের লেখা ও পরিচালনায় টিভি সিরিজ ‘৪২০’ নির্মাণ করেন ফারুকী। এতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান মোশাররফ করিমসহ আরও কয়েকজন। 

হাসান

নন্দিত গীতিকার-সুরকার আবু জাফর আর নেই

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম
নন্দিত গীতিকার-সুরকার আবু জাফর আর নেই
আবু জাফর। ছবি: সংগৃহীত

নন্দিত গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৩টা ৩০ মিনিটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে জিয়ান ফারিয়া। তিনি এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন তার সাবেক স্ত্রী।

গতকাল শুক্রবার আবু জাফরের জন্মস্থান কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, শিক্ষক ও কবি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন তিনি অসুস্থতায় ভুগছিলেন।

রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তার রচিত বেশির ভাগ গানের সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন। তবে আলোচিত বেশির ভাগ গানেই কণ্ঠ দিয়েছেন আবু জাফরের সাবেক স্ত্রী ফরিদা পারভীন। আবু জাফর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম…, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’সহ অসংখ্য কালজয়ী গানের শিল্পী আবু জাফর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

হাসান