বলিউড তারকা রণবীর কাপুর। ২০২৩ সালে ব্লকবাস্টার ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে প্রশংসায় ভেসেছিলেন তিনি। এবার এই সিনেমার সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমার নাম ‘অ্যানিমেল পার্ক’। সিক্যুয়ালটিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীরকে।
এর আগে পরিচালক ইঙ্গিত দিয়েছিলেন, সিনেমার শুটিং শুরু হবে ২০২৬ সালে। তবে প্রযোজক ভূষণ কুমারের মতে, এর শুটিং আরও আগেই শুরু হতে পারে। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, সন্দীপ বর্তমানে প্রভাসের সঙ্গে ‘স্পিরিট’ নামে একটি তেলেগু সিনেমায় কাজ করছেন। এটি শেষ হয়ে গেলে আগামী ছয় মাসের মধ্যে ‘অ্যানিমেল পার্ক’-এর শুটিং শুরু হবে। নির্মাতা সন্দীপ রেড্ডি আগেই জানিয়েছিলেন, ‘অ্যানিমেল’-এর চেয়ে আরও অনেক বেশি অ্যাকশন দৃশ্য থাকবে সিনেমার দ্বিতীয় কিস্তিতে।
নেটফ্লিক্স ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর নিজেও ছবিটি নিয়ে তার উৎসাহের কথা জানিয়েছেন। তিনি জানান, পরিচালক তার কাছে কয়েকটি দৃশ্য বর্ণনা করেছিলেন যা নিয়ে রণবীরের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
উল্লেখ্য, ‘অ্যানিমেল পার্ক’-এর ঘোষণাটি এর প্রথম কিস্তির শেষ দৃশ্যে একটি লোমহর্ষক দৃশ্যের মধ্যেই করা হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে রণবীর ছাড়াও তৃপ্তি দিমরি, সৌরভ সচদেবা এবং মানসী তক্ষককে তাদের নিজ নিজ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
‘অ্যানিমেল পার্ক’ ছাড়াও রণবীর আরও একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই তারকা বর্তমানে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় কাজ করছেন। এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির আসন্ন ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও দেখা যাবে তাকে।
হাসান