দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত
হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদতলিত হয়ে নারীর মৃত্যুতে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) গ্রেপ্তার হন এই বিখ্যাত অভিনেতা। ছিক্কাডপালি পুলিশের একটি দল জুবলি হিলের বাসা থেকে গ্রেপ্তার করে তাকে।
৪ ডিসেম্বর অর্জুন অভিনীত ব্যয়বহুল সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’-এর শুভমুক্তি অনুষ্ঠানে পদতলিত হয়ে প্রাণ হারান ৩৯ বছর বয়সী রেবতি। এই দুর্ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যেই তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
৪ ডিসেম্বর ভক্তদের চমকে দিতে কোনো ঘোষণা না দিয়েই থিয়েটারে উপস্থিত হলে অর্জুনের দিকে ছুটে আসেন তারা।
তবে ভিড়ে নিঃশ্বাস আটকে ও আঘাত পেয়ে রেবতি প্রাণ হারান। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
রেবতির ছেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভুক্তভোগীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন অর্জুন।
তিনি বলেন, ‘ভক্তদের ভালোবাসা সব তারকাই চায়। তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা আরও জরুরি।’
দুর্ঘটনার পর আল্লু অর্জুন, তার নিরাপত্তাকর্মী ও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে স্থানীয় প্রশাসন।
তাদের অভিযোগ এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে না চাইলে অর্জুনের নিরাপত্তাদল আগে থেকেই তার উপস্থিতির বিষয়ে জানিয়ে রাখতে পারতো।
পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় থিয়েটারের কর্মচারীদেরও আটক করেছে পুলিশ।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পুষ্পা ২ সিনেমার প্রযোজনা সংস্থা মাইথ্রি মুভি মেকার্স।
এই ঘটনার পর ভারতের বড় অনুষ্ঠানগুলোতে ভিড় সামলানোর ক্ষেত্রে আয়োজকদের অবহেলা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সূত্র: দ্য গালফ নিউজ
নাইমুর/অমিয়/