ঢাকা ২২ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন প্রতীক হাসান

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০২:৩০ পিএম
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন প্রতীক হাসান
প্রতীক হাসান। ছবি: সংগৃহীত

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি প্রতীক হাসান গানের ভুবনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গত জুলাই মাসে তিনি আমেরিকা গিয়েছেন স্ত্রী মৌসুমী ও একমাত্র সন্তান (কন্যা) প্রতীকাকে নিয়ে। সেখানে গিয়ে তিনি এরই মধ্যে বেশ কয়েকটি স্টেজ শোতেও অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি সেখানে তিনি প্রবাসী কয়েকজন বাংলাদেশি শিল্পীর জন্য কম্পোজিশনের কাজও করছেন। 

তবে আপাতত সেই কাজ সম্পর্কে বিস্তারিত না জানালেও প্রতীক জানান, এসব কাজে বেশ চমক রয়েছে। এরই মধ্যে প্রতীক আমেরিকায় একটি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রতীক হাসান। ‘নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টম্যান্ট’র ডেপুটি চিফ ভিক্টোরিয়া পেরির হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। এমন একটি অ্যাসোসিয়েশন থেকে একজন শিল্পী হিসেবে সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত প্রতীক।

এ প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘একজন শিল্পী হিসেবে বাপা আমাকে যে সম্মাননা দিয়েছে তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত। আমি বাপার প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। সেই সঙ্গে সবার কাছে দোয়া চাই- যেন আগামীতেও আমি আরও ভালো ভালো গান শ্রোতা-দর্শককে উপহার দিয়ে যেতে পারি। আমার স্ত্রী-সন্তান, আমার মা আর আমার ছোট ভাই প্রীতমের পরিবারের জন্যও দোয়া করবেন সবাই।’ 

প্রতীকের সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘প্রেমে দিওয়ানা’। গানটি এখন পর্যন্ত ইউটিউবে ৭০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ২০১৭ সালে প্রকাশিত প্রতীক ও নাওমির গাওয়া ‘বেইয়াইন সাব’ গানটি দারুণ জনপ্রিয়তা লাভ করে। গানটি তিন কোটিওর বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন প্রতীক ও প্রীতম। সুর করেছেন প্রীতম হাসান। প্রতীকের বাবার কণ্ঠের অনেক জনপ্রিয় একটি গান ‘প্রাণের চেয়ে প্রিয়’। এই গানটি সাত বছর আগে প্রতীক কাভার করেছিলেন।

হাসান

'দুনিয়া' সিনেমা নির্মাণের ৮ বছর পর মুক্তি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পিএম
'দুনিয়া' সিনেমা নির্মাণের ৮ বছর পর মুক্তি
আইরিন সুলতানা। ছবি: সংগৃহীত

আজ সারা দেশে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা আইরিন সুলতানা অভিনীত সিনেমা ‘দুনিয়া’। সাইফ চন্দনের পরিচালনায় সিনেমাটি নির্মিত হয়েছিল ২০১৬ সালে। তখন সিনেমাটির নাম ‘টার্গেট’ থাকলেও এবার নাম পরিবর্তন করে দর্শকের জন্য মুক্তি দেওয়া হচ্ছে। এ সিনেমা ও আইরিনের হালের ব্যস্ততার কথা জানাচ্ছেন অজেয় চৌধুরী

মাঝে শোবিজ থেকে দূরে ছিলেন মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। ২০২১ সাল থেকে ২০২৩ পর্যন্ত এই তিনটি বছর রাজধানীর ধানমণ্ডির একটি আইটি ফার্মে চাকরি করেছেন তিনি। চলতি বছরের শুরুতে এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও নিয়মিত হন তিনি।

ধারাবাহিক এ নাটকটিতে আইরিন অভিনয় করছেন ত্রপা চরিত্রে। পরিচালক মুরাদ পারভেজ তাকে দুটি চরিত্রের গল্প শুনিয়েছিলেন। যে চরিত্র তার ভালো লাগবে সেই চরিত্রেই তিনি অভিনয় করতে পারবেন। ত্রপা চরিত্রটি ভালো লাগায় আইরিন ত্রপা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আবারও অভিনয়ে ফিরলেন। এরই মধ্যে আইরিন অভিনীত বেশ কিছু পর্ব প্রচার হয়েছে।

এরই মধ্যে আরও দুটি নতুন বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি। একটি পানি উন্নয়ন বোর্ডের বিজ্ঞাপন। দুর্যোগ আসার আগে অর্থাৎ ঝড় তুফান আসার আগে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছে আরশী নগর মিডিয়া। আবার সনি রহমানের পরিচালনাতে একটি প্রতিষ্ঠানের তেলের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন আইরিন।

চাকরি ছেড়ে আবারও কাজে ফেরা প্রসঙ্গে আইরিন সুলতানা বলেন, ‘তিন বছর তো চাকরি করেছি। কিন্তু অভিনয় আমাকে খুব টানত। কোনাভাবেই পেরে উঠছিলাম না ক্যামেরার সামনে থেকে নিজেকে সরিয়ে রাখতে। যে কারণে পরবর্তী সময় চাকরি ছেড়ে দিলাম। ঠিক যেই মুহূর্তে চাকরি ছাড়লাম। সেই সময়ই মূলত মুরাদ ভাই আমাকে স্মৃতির আল্পনা আঁকি ধারাবাহিকে কাজ করার প্রস্তাব দিলেন। আমারও ভালো লাগল ত্রপা চরিত্রটি। যে কারণে ধারাবাহিকটিতে অভিনয়ের মধ্য দিয়েই কাজে ফেরা হলো আমার। নাটকটি প্রচারও হচ্ছে, সাড়াও পাচ্ছি। একটি কাজ আমাকে নতুন নতুন কাজ এনে দিচ্ছে। এটাও ভালো লাগার। বিশেষ ধন্যবাদ মুরাদ পারভেজ ভাইকে। ধন্যবাদ ভক্ত-দর্শককে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। ধন্যবাদ সংবাদমাধ্যমকে আমাকে সব সময় সহযোগিতা করার জন্য।’

আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল জুলফিকার জাহিদীর ‘কাগজ’। ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিনয়ে যাত্রা শুরু। এরপর তিনি ‘টাইম মেশিন’, ‘এই তুমি সেই তুমি’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়বিনী’, ‘পদ্মার প্রেম’, ‘আকাশ মহল’ সিনেমায় অভিনয় করেন। 
এদিকে নির্মাণের ৮ বছর পর ‘দুনিয়া’ মুক্তি পাচ্ছে আজ। খবরটা শোনার পর আপনার কেমন লাগছে? উত্তরে হেসে আইরিন বলেন, নিজের কাজ পর্দায় দেখতে যেকোনো অভিনেত্রীরই আনন্দ লাগে। দর্শকও দেখে আলোচনা-সমালোচনা করতে পারেন। আমি সপ্তাহখানেক আগে জানতে পারলাম, ছবিটি মুক্তি পাবে। পরিচালক সাইফ চন্দন ভাই একসঙ্গে হলে গিয়ে দেখার আমন্ত্রণও জানিয়েছেন। আশা করছি, দর্শকসারিতে বসে ছবিটি দেখব।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমাটির প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব, তানভীর, অমৃতা খান, সানজিদা তন্ময়, পিয়াল, মিশু, জাহিদ, ডন, মিশা সওদাগর প্রমুখ। ‘দুনিয়া’ সিনেমায় আইরিনকে দর্শকরা দুটি চরিত্রে দেখাতে পাবেন। সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমায় আমি একজন গৃহিণী ও একজন আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। দুটি চরিত্রই বেশ মজার। এ সিনেমায় অভিনয় করে আমার ভালো লেগেছে।’

ছবিটির নাম ‘টার্গেট’ ছিল। নির্মাণের এত দিন পরে নাম পরিবর্তন করে সারা দেশের ২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে, দর্শক কি ছবিটি পছন্দ করবে? জবাবে আইরিন বলেন, কোনো কোনো ছবি ১০ বছর ধরেও নির্মিত হতে পারে। এখন ছবির মেরিটের ওপর নির্ভর করে দর্শক পছন্দ করবে কি না। চন্দন ভাইয়ের কাজ আমি হলে গিয়ে দেখেছি। তিনি দর্শকের পালস বোঝেন। তার পরিচালিত প্রথম ছবি সিনেমায় আমি অভিনয় করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি, দর্শক নিরাশ হবেন না।’

নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন, নতুন কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা হচ্ছে। আশা করি শিগগিরই ফাইনাল হবে। এ ছাড়া আইরিন অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

জাহ্নবী

মহিলা সমিতিতে কিনু কাহারের থেটার

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পিএম
মহিলা সমিতিতে কিনু কাহারের থেটার
‘কিনু কাহারের থেটার’ এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বেইলি রোড মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করবে নাটক ‘কিনু কাহারের থেটার’। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জগন্ময় পাল, শাহানা রহমান সুমি, বিলকিস জাহান জবা, মনিরুল ইসলাম রুবেল, মিতুল রহমান, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা, পারভীন পারু, শাহরিয়ার ফেরদৌস সজীব, শাহরিয়ার রানা জুয়েল, ফুয়াদ বিন ইদ্রিস, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, বিন ই আমিন, শাহীন সাইদুর, তানজিকুন, ফয়সাল কবির সাদী, আহমেদ সাকি, আল-আমিন প্রমুখ। সেট ডিজাইন করেছেন রিঙ্কন সিকদার, সংগীত পরিকল্পনায় প্রাচ্যনাট সংগীত দল, আলোক পরিকল্পনায় আবুল হাসনাত ভূঁইয়া রিপন।

নাটকের গল্পে দেখা যাবে, পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে। লাট সাহেব বললেন, ‘এর যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব।’ রাজা পড়লেন মহাসংকটে। উজির তার প্রাণের দোসর, তাকে কি করে চৌদ্দ ঘা চাবুক মারতে আদেশ দেবেন তিনি? উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দেবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য।

চার থলি টাকার বিনিময়ে ঘণ্টাকর্ণের বউ জগদম্বা উজিরের হাতে তুলে দিল তার স্বামীকে। তারপর ঘণ্টাকর্ণের বাড়ির দুয়ারে যত চোর, ডাকাত, দাগি আসামির লাইন, থলি থলি টাকা নিয়ে সবাই দাঁড়িয়ে, অপরাধ করে তারা আর সাজা ভোগ করে ‘সাজা খেকো অফিসার’ ঘণ্টাকর্ণ। জগদম্বা খুশি তার স্বামী কামাই করতে শিখেছে, রাজা খুশি ক্ষমতা টিকে যাওয়ার আনন্দে। উজির খুশি দেশে আর কোনো আইনের সংকট নেই। চারিদিকে শান্তি। কিন্তু এভাবে যদি দিন যেত তাহলে তো কথাই ছিল না। হঠাৎ একদিন রাজা ফেঁসে গেলেন ছাগল হত্যার দায়ে। লাট সাহেবের বুদ্ধির প্যাঁচে রাজার হলো ফাঁসির আদেশ। রাজা বললেন, ভয় কি, আমার তো মাস মাইনের চাকুরে ঘণ্টাকর্ণ আছেই। এভাবে এগিয়ে যায় নাটকে কাহিনি।

জাহ্নবী

ফ্ল্যাট ভাড়া দিলেন দীপিকা

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
ফ্ল্যাট ভাড়া দিলেন দীপিকা
দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

বলিউডের প্রভাবশালী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। স্বামী রণবীর সিং ও মেয়ে দোয়া পাড়ুকোন সিংকে নিয়ে বেশ ভালো সময় কাটছে এই অভিনেত্রীর। তবে খবর এল দীপিকা পাড়ুকোন নাকি নিজের শখের ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। খবরটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। তবে কি অর্থকষ্টে ভুগছেন দীপিকা ও রণবীর সিং?

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফ্ল্যাটটির অবস্থান। ভাড়া হিসেবে অভিনেত্রী প্রতি মাসে ৭ লাখ টাকা পাবেন। আয়তনে ফ্ল্যাটটি ৩ হাজার ২৪৫ স্কয়ার ফিট এবং ২ হাজার ৩২০ স্কয়ার ফিটের কার্পট এরিয়া রয়েছে। ফ্ল্যাটে রয়েছে স্টানিং ইন্টেরিয়র, উচ্চমানের জিম, সুইমিং পুলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। ফ্ল্যাটের জানালা দিয়ে মুম্বাইয়ের নজরকাড়া সৌন্দর্য উপভোগ করা যায়।

উল্লেখ্য, ২০১৮ সালে দীপিকা ও রণবীর সিং বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কয়েক মাস আগেই এই অভিনেত্রীর কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। এই মুহূর্তে তারা রয়েছেন মুম্বাইয়ের এক বিলাসবহুল ম্যানশনে। তবে জানা গেছে, শিগগিরই তারা শাহরুখ খানের মান্নাতের কাছে নতুন বাসায় উঠবেন।

জাহ্নবী

শুটিং ফ্লোরে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম
শুটিং ফ্লোরে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি
সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খানকে বেশ কিছুদিন ধরে ফোনকল ও চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। যার দরুন সালমানের নিরাপত্তা কড়া করতে বাড়ানো হয় লোকবল। তবে এবার এসব লোকের চোখ ফাঁকি দিয়ে এক অজ্ঞাত ব্যক্তি ঢুকে পড়েন সালমানের শুটিং ফ্লোরে, দেন সরাসরি হত্যার হুমকি। তবে বলিউড সুপারস্টারের কাছাকাছি যাওয়ার আগেই নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গত বুধবার (৪ ডিসেম্বর) রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন-৫-এ সালমান খানের শুটিং লোকেশনে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সালমান খানের শুটিং চলাকালে অজ্ঞাত এক ব্যক্তি শুটিং ফ্লোরে ঢুকে পড়েন। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য উল্লেখ করে বলিউড ভাইজানকে হত্যার হুমকি দেন। এরপর তাকে আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে মুম্বাই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

জাহ্নবী

আজ নয়া মানুষ-এর মুক্তি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম
আজ নয়া মানুষ-এর মুক্তি
মৌসুমী হামিদ ও রওনক হাসান। ছবি: সংগৃহীত

সুবিধাবঞ্চিত ও বানভাসি মানুষের গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘নয়া মানুষ’। আজ ৬ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। সোহেল রানা বয়াতি পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন মাসুম রেজা।

সিনেমাটি নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে আমার প্রথম সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রথম সিনেমা নিয়ে অনেক স্বপ্ন থাকলেও প্রতিটি মুহূর্তে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। মাত্র ৩৭ হাজার টাকা নিয়ে এই সিনেমার শুটিংয়ের জন্য আউটডোরে রওনা দিই। একটা সময় টাকার অভাবে এর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। শেষ মুহূর্তে যখন সিনেমাটি নিয়ে হতাশ ছিলাম, তখন জি-সিরিজের খালেদ ভাই হাল ধরেন। সবার সহযোগিতায় সিনেমাটি নির্মাণ করেছি। এই সিনেমা মানুষের মনে দাগ কাটবে। নয়া মানুষ হওয়ার জন্য অনেকেই চাইবে।’

রওনক হাসান, ‘এই কাজটা অসম্ভব কষ্ট করে করা। আমাদের সব কথা নয়া মানুষের মাধ্যমে বলা হয়েছে। যার জন্য সিনেমাটি দেখতে হবে। মানুষের চোখকেও সিনেমাটা আরাম দেবে।’

মৌসুমী হামিদ বলেন, “এই সিনেমাটি আমাকে শক্তি জোগায়। নয়া মানুষের জার্নি আমার জীবনে কাজে লেগেছে। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা ‘নয়া মানুষ’ নিয়ে অনেক বেশি আশাবাদী।”

এতে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ। দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

জাহ্নবী