শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আগামী ১৫ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের মোট ৪০০ প্রেক্ষাগৃহে। এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন ছবির নির্মাতা অনন্য মামুন।
তবে ছবি মুক্তি উপলক্ষে কয়েকবার গান ও ট্রেলার প্রকাশের ঘোষণা দিয়েছিলেন পরিচালক। কিন্তু সে সময় আসেনি। এ নিয়ে শাকিব-ভক্তদের মাঝেও তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।
অবশেষে বাংলা এবং হিন্দি ভার্সনে প্রকাশ পেল ‘দরদ’ সিনেমার গান। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান ‘পপ চার্টবাস্টারস্’-এর ইউটিউব চ্যানেলে হিন্দি ভার্সনে ‘জিসম মে তেরে’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে। আরাফাত মেহমুদের কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের মোহাম্মদ ইরফান ও রুবাই।
এ ছাড়া বাংলা ভার্সনে ‘এই ভাসাও’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে ‘টি-সিরিজ বাংলা’ ইউটিউব চ্যানেল থেকে। যৌথভাবে এই গানের কথা লিখেছেন আরাফাত মেহমুদ ও জাহিদ আকবর। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মেহমুদ। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।
এই গান দুটি প্রকাশের আগেই সিনেমার পোস্টার প্রকাশ পেয়েছে সম্প্রতি। কিন্তু ছবির পোস্টার প্রকাশের পর থেকেই নকলের অভিযোগ উঠেছে। আর এই নকলের অভিযোগে সরব সামাজিক যোগাযোগমাধ্যম। নেটিজেনদের ভাষ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়া জুয়ানফার আন্দ্রেস ও এস্তেবান রোয়েল পরিচালিত স্প্যানিশ হরর থ্রিলার ‘মুসারানাস’ থেকে হুবহু নকল করা হয়েছে ‘দরদ’ ছবির পোস্টার। সিনেমা দুটির পোস্টার পর্যালোচনা করে দেখা যায়, দুটিতেই লাল-কালো আভা স্পষ্ট। এমনকি মুখাবয়ব ফুটিয়ে তোলার ডিজাইনও একই।
তবে এ নিয়ে নির্মাতা অনন্য মামুন কোনো মন্তব্য করেননি। নকলের কারণে শাকিব-ভক্তরা কিছুটা হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টার নকলের অভিযোগের মাঝেই নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করল সিনেমাটির হিন্দি ও বাংলা ভার্সনের দুটি গান। এখন দেখা যাক, গান দিয়ে পোস্টার নকলের অভিযোগ কতটা ঢাকতে পারেন সিনেমা সংশ্লিষ্টরা।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। প্রযোজনা করেছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। তাদের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ।
হাসান