এ সময়ের ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন তিনি। হঠাৎ করেই এই অভিনেত্রী ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘জাস্ট ম্যারিড’। এমন স্ট্যাটাসের পরই ভক্তরা তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। এমন স্ট্যাটাস এবং নিজের বিয়ের খবর শুনে অবাক হয়ে যান হিমি।
পরে বিষয়টি খোলাসা করেছেন এই অভিনেত্রী। জানা যায়, নাটকের প্রচারে ‘জাস্ট ম্যারিড’ লিখেছেন তার ফেসবুক অ্যাডমিন। এটা তিনি জানতেন না। এটা মূলত অ্যাডমিন পোস্ট। পোস্টটি করে কিছুক্ষণ পর মন্তব্যের ঘরে নাটকের লিংক যুক্ত করা হয়। হিমি জানান, অনেকেই ততক্ষণে ধরেই নিয়েছেন সত্যিই তিনি বিয়ে করেছেন। পরবর্তীতে আস্তে আস্তে বিষয়টি সম্পর্কে সবাই পরিষ্কার হন এটা মূলত নাটকের প্রচার।
গত শনিবার পুবাইলে একটি নাটকের শুটিং করেছেন হিমি। এতে তার সহশিল্পী নিলয় আলমগীর।
হিমি গণমাধ্যমকে বলেন, ‘আমি এভাবে বিয়ে করব কেন। বিয়ে করলে চুপিসারে নয়, সবাইকে জানিয়েই বিয়ে করব। এটা নাটকের প্রচারণায় আমার অ্যাডমিন পোস্ট করেছে। নাটকটি মুক্তি পেয়েছে। কিন্তু অনেকেই বুঝতে পারেননি। তারা মন্তব্য করে অভিনন্দন জানাচ্ছেন। নাটকের বিয়ের অভিনন্দন মন্দ নয়।’
হাসান