ঢাকা ২৬ অগ্রহায়ণ ১৪৩১, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

নীরবে সরব নিলয় আলমগীর

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
নীরবে সরব নিলয় আলমগীর
নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

ছোট পর্দার ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। ভিন্ন ঘরানার গল্পের নাটকে নিলয় আলমগীরের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’-এর মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু। এর পর বিজ্ঞাপনে, নাটকে কাজ করেই চলছেন নিলয়। 

তবে যে নাটকটিতে তার অভিনয় দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয় সেটি হলো চ্যানেল আইতে প্রচারিত সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রুপার পাখি’ ধারাবাহিক নাটকটি। এই নাটকে সেলিম চরিত্রে দুর্দান্ত অভিনয় নিলয়ের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। আর এর পরপরই নাটকের একজন অভিনেতা হিসেবে নিলয়ের কাজ বাড়তে থাকে, পাশাপাশি তার জনপ্রিয়তাও বাড়তে থাকে।

বিগত কয়েক বছরে নাটক ইন্ডাস্ট্রিতে নিলয় হয়ে ওঠেন একজন চাহিদা সম্পন্ন অভিনেতা, যাকে নিয়ে কাজ করার জন্য প্রযোজক পরিচালকের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়। 

এই মুহূর্তে দেশের পাঁচটি সর্বাধিক ভিউয়ের নাটকের মধ্যে নিলয়ের দখলে রয়েছে দুটি নাটক। নাটক দুটি হলো মোহিন খানের ‘শ্বশুরবাড়িতে ঈদ’ ও ‘সংসার আমার ভাল্লাগে না’। শুধু তাই নয়, এই সময়ে নিলয় অভিনীত যেসব নাটক দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘তরী’, ‘আদরে থেকো’, ‘পাপ’, ‘এক জনমে ভালোবেসে’, ‘সামির’, ‘মামার বাড়ি’, ‘মানুষ দেখতে কেমন’, ‘পাখির মতো মন’, ‘বদনাম’, ‘একসাথে’, ‘মন মাজার’, ‘ওয়াদা’, ‘বাহাদুরী’ ইত্যাদি।

নিলয় বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আমার বাবা-মায়ের দোয়ায় আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞ আমার সব নাটকের প্রযোজক, পরিচালক, সহশিল্পীদের প্রতি। এটা সত্যি যে ট্রেন্ডি গল্পের বাইরেও ভালো গল্পের নাটক বিশেষত পারিবারিক গল্পের নাটকেও অভিনয় করি। কিন্তু সেসব নাটক দর্শক খুব কমই দেখেন। আমরা কিন্তু দর্শকের জন্য অভিনয় করি। আর দর্শক যে নাটক দেখেন সেটা কিন্তু এই সময় ভিউ দিয়েই বিবেচিত হয়। দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে বা পেজ-এ আপনাদের অভিমত জানাবেন। আমরা দর্শকের অভিমতকে খুব গুরুত্ব দিই।’

নিলয় শিগগিরই মোহন খান, এস আর মজুমদার, প্রীতি দত্ত, মোহন আহমেদ, জুবায়ের ইবনে বকর, জুলফিকার শিশিরসহ কয়েকজন পরিচালকের নাটকে অভিনয় করবেন।

হাসান

সফরসঙ্গীদের ২ হাজার ৩৫৭ কোটি টাকা বোনাস দিলেন টেইলর সুইফট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
সফরসঙ্গীদের ২ হাজার ৩৫৭ কোটি টাকা বোনাস দিলেন টেইলর সুইফট
টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় পপ তারকা টেইল সুইফট। ২০০৬ সালে ১৭ বছর বয়সে সঙ্গীতজগতে পা রেখে একের পর এক গড়ছেন ইতিহাস। হয়েছেন ২১ শতকের সেরা সঙ্গীতশিল্পীও। সম্প্রতি এই পপ তারকা তার আলোচিত ‘এরাস ট্যুর’ শেষ করেছেন। বিশ্বব্যাপী কনসার্টের এই ট্যুর থেকে তিনি ২ বিলিয়ন ডলার আয় করেছেন। আর তা থেকে তিনি ১৯৭ মিলিয়ন ডলার বা ২ হাজার ৩৫৭ কোটি ৭০ লাখ বাংলাদেশি টাকারও বেশি ট্যুরের সঙ্গে জড়িত সকল সদস্যদের বোনাস হিসেবে বিতরণ করেছেন। টেইলরের কর্মীরা নিয়মিত বেতনের বাইরে এই টাকা পেয়েছেন বলে পিপল ম্যাগাজিনের খবরে বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এরাস ট্যুরের সাথে যুক্ত প্রতিটি সদস্য এই বোনাসের একটি অংশ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার, ক্যাটারার, যন্ত্র প্রযুক্তিবিদ, মার্চেন্ডাইজার, লাইটিং ও সাউন্ড ক্রু, প্রোডাকশন স্টাফ, কাঠের কাজের শ্রমিক, নৃত্যশিল্পী, নিরাপত্তা কর্মী, কোরিওগ্রাফার, প্যায়রোটেকনিক বিশেষজ্ঞ, রিগার, হেয়ার এবং মেকআপ শিল্পী, ওয়ারড্রোব সহকারী, শারীরিক থেরাপিস্ট এবং ভিডিও টিম।

এমন ঘোষণার পর থেকে অনলাইন দুনিয়ায় প্রশংসায় ভাসছেন টেইলর সুইফট। এর আগেও ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের কনসার্টের ট্যুর শেষে ৫৫ মিলিয়ন ডলার বোনাস দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন এ পপতারকা। 

প্রসঙ্গত, ২০২৩ সালে কনসার্টের ট্যুর শুরু করেন টেইলর সুইফট। যার নাম দেওয়া হয় এরাস ট্যুর। ট্যুরটি টেইলরের বিভিন্ন অ্যালবামের গানের উপর ভিত্তি করে সাজানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের বড় শহর ও স্টেডিয়ামে মোট ১৪৯ টি শো করার মাধ্যমে এ বছরের নভেম্বরে এই ট্যুর শেষ হয়। ট্যুরটিকে খুবই সফল মনে করা হচ্ছে। ট্যুরটি থেকে যেমন বিপুল পরিমাণে আয় হয়েছে, তেমনি দর্শক-শ্রোতাদের সাথে টেইলর সরাসরি যোগাযোগও তৈরি করেছেন। আয়ের পাশাপাশি টেইলরের ‘এরাস ট্যুর’ বইটিও বিক্রির রেকর্ড গড়েছে। প্রথম সপ্তাহে বইটি ৮ লাখ কপির উপরে বিক্রি হয়েছে। 

হাসান

‘অ্যানিমেল’ ছাড়ায় আফসোস নেই পরিণীতার

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
‘অ্যানিমেল’ ছাড়ায় আফসোস নেই পরিণীতার
পরিণীতা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউডের বহুল আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমাটিতে রণবীর কাপুরের বিপরীতে ‘গীতাঞ্জলি’ চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিল পরিণীতা চোপড়া। তবে পরিচালক সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গাকে ফিরিয়ে দেন অভিনেত্রী, পরে এই চরিত্রে সুযোগ পান রাশমিকা মান্দানা। 

সিনেমাটি মুক্তির পর বলিউডে রেকর্ড গড়ে তৈরি করে নতুন এক ইতিহাস। এরপর থেকে দর্শক-ভক্তরা বলতে শুরু করেন, সিনেমাটিতে অভিনয়ের সুযোগ হাত ছাড়া করে অবশ্যই অনুশোচনা করেন পরিণীতা। তবে এ নিয়ে অবশেষ মুখ খুললেন তিনি। জানালেন, অ্যানিমেল সিনেমাটিতে অভিনয় না করার কারণে কোনো ধরেনে খারাপ লাগা কাজ করেনি তার। 

সম্প্রতি ভারতের ইন্ডিয়া টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আপ কি আদালত’- এ আমন্ত্রণ পান পরিণীতা। সেখানে রজত শর্মা অভিনেত্রীকে প্রশ্ন করেন, ‘অ্যানিমেল সিনেমাটি বিশ্বব্যাপী ৯০০ কোটি টাকা আয় করে, এটি আপনি ফিরিয়ে দিয়েছিলেন। এখন কী আপনার কোনো অনুতাপ কাজ করে?’
উত্তরে অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি ঈশ্বর আমার জন্য ভালো কিছু রেখেছিলেন। আমি সিনেমার চিত্রনাট্য পড়েছিলাম, সবকিছু ভালোই লেগেছিল। তবে ওই তারিখেই আমি ‘অমর সিং চামকিলা’ সিনেমাটির অফার পাই। আমি মনে করি, চামকিলাতে আমার চরিত্র যতটুকু গুরুত্বপূর্ণ ছিল, তা অ্যানিমেলে ছিল না।’

তিনি আরও বলেন, ‘চামকিলাতে অনেকগুলো গান ছিল যেগুলো কম্পোজ করেছিলেন এ আর রহমান। আর সিনেমাটির পরিচালক ইমতিয়াজ আলী ছিল আমার স্বপ্নের পরিচালক। সবকিছু বিবেচনায় অ্যানেমিলকে রেখে আমি চামকিলাকে বেঁছে নিই।’

হাসান

জানা গেলো রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিটমূল্য

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
জানা গেলো রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিটমূল্য
পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।ছবি: সংগৃহীত

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তায় আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকেরা। এতে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

কনসার্টটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। টিকিট বিক্রির প্ল্যাটফর্ম গেট সেট রকে ভিআইপি  টিকিট পাওয়া যাবে ১০ হাজার টাকায়। এ ছাড়া  চার হাজার ৫০০ এবং দুই হাজার ৫০০ টাকায়ও টিকিট পাওয়া যাবে।

রাহাত ফতেহ আলী খান ছাড়াও কনসার্টে চিরকুট, আর্টসেল, সিলসিলা, র‍্যাপার হান্নান, র‍্যাপার সেজান, ও আফটারম্যাথের মত ব্যান্ড সংগীত পরিবেশন করবে। 

মেহেদী

৮০০ কোটি পেরিয়ে চলছে ‘পুষ্পা-২’ ঝড়!

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পিএম
৮০০ কোটি পেরিয়ে চলছে ‘পুষ্পা-২’ ঝড়!
‘পুষ্পা-২: দ্য রুল’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা-২: দ্য রুল’। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমার ঝড় বইছে বক্স অফিসে। বলিউড ও দক্ষিণী সিনেমার সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। সুকুমার পরিচালিত গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। 

ভারতীয় বক্স অফিসে সিনেমাটি মুক্তির মাত্র ৪ দিনেই ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। বিশ্বব্যাপী এর আয় ৮০০ কোটি ছাড়িয়ে গেছে। স্যাকনিল্ক ডটকমের রিপোর্ট অনুযায়ী, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি রুপি আয় করে ‘পুষ্পা-২’। মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করে। রোববার মুক্তির চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি রুপি আয় করেছে ‘পুষ্পা-২’। মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটির কালেকশন পৌঁছেছে ৫২৯.৫০ কোটির ক্লাবে। দেখা যাক আল্লু অর্জুন ও রাশমিকা মান্দার সিনেমাটি আয়ের দিক থেকে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়।

হাসান

অন্তঃসত্ত্বা অ্যাম্বার হার্ড, জানাননি সন্তানের বাবার নাম

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
অন্তঃসত্ত্বা অ্যাম্বার হার্ড, জানাননি সন্তানের বাবার নাম
অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় তারকা অ্যাম্বার হার্ড। সাত বছর আগেই আরেক হলিউড তারকা জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। এরপর নতুন সম্পর্কে জড়ানোর ঘোষণা দেননি অ্যাম্বার হার্ড। হঠাৎ করেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে বেশ চমকে দেন আলোচিত এই অভিনেত্রী। তবে সন্তানের বাবার পরিচয় না জানিয়ে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন তিনি।

এই অভিনেত্রীর ঘরে আরও একটি সন্তান রয়েছে। এবার তার ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছেন অ্যাম্বারের এক মুখপাত্র। সম্প্রতি পিপলস ম্যাগাজিনকে সেই মুখপাত্র বলেছেন, গর্ভাবস্থার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার হার্ড তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

এই ঘোষণার পর থেকেই অ্যাম্বারের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাতে শুরু করেছেন তাকে। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। সেই সন্তানের বয়স তিন বছর, নাম ওনাঘ পাইজ। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও রয়েছে জোর জল্পনা। সে ক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই, সে ব্যাপারে কিছুই স্পষ্ট করা হয়নি অ্যাম্বারের পক্ষ থেকে।

উল্লেখ্য, জনি ডেপের সঙ্গে ভালোবেসে সংসার পেতেছিলেন অ্যাম্বার হার্ড। দুজনের সংসার বেশি দিন টেকেনি। ২০১৭ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। এর পর জনির বিরুদ্ধে অ্যাম্বার গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন জরিমানা করা হয় অ্যাম্বারকে। পরবর্তী সময়ে নিজের করা মামলা তুলে নেন অ্যাম্বার হার্ড।

হাসান

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });