টেইলর সুইফট। ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় পপ তারকা টেইল সুইফট। ২০০৬ সালে ১৭ বছর বয়সে সঙ্গীতজগতে পা রেখে একের পর এক গড়ছেন ইতিহাস। হয়েছেন ২১ শতকের সেরা সঙ্গীতশিল্পীও। সম্প্রতি এই পপ তারকা তার আলোচিত ‘এরাস ট্যুর’ শেষ করেছেন। বিশ্বব্যাপী কনসার্টের এই ট্যুর থেকে তিনি ২ বিলিয়ন ডলার আয় করেছেন। আর তা থেকে তিনি ১৯৭ মিলিয়ন ডলার বা ২ হাজার ৩৫৭ কোটি ৭০ লাখ বাংলাদেশি টাকারও বেশি ট্যুরের সঙ্গে জড়িত সকল সদস্যদের বোনাস হিসেবে বিতরণ করেছেন। টেইলরের কর্মীরা নিয়মিত বেতনের বাইরে এই টাকা পেয়েছেন বলে পিপল ম্যাগাজিনের খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এরাস ট্যুরের সাথে যুক্ত প্রতিটি সদস্য এই বোনাসের একটি অংশ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার, ক্যাটারার, যন্ত্র প্রযুক্তিবিদ, মার্চেন্ডাইজার, লাইটিং ও সাউন্ড ক্রু, প্রোডাকশন স্টাফ, কাঠের কাজের শ্রমিক, নৃত্যশিল্পী, নিরাপত্তা কর্মী, কোরিওগ্রাফার, প্যায়রোটেকনিক বিশেষজ্ঞ, রিগার, হেয়ার এবং মেকআপ শিল্পী, ওয়ারড্রোব সহকারী, শারীরিক থেরাপিস্ট এবং ভিডিও টিম।
এমন ঘোষণার পর থেকে অনলাইন দুনিয়ায় প্রশংসায় ভাসছেন টেইলর সুইফট। এর আগেও ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের কনসার্টের ট্যুর শেষে ৫৫ মিলিয়ন ডলার বোনাস দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন এ পপতারকা।
প্রসঙ্গত, ২০২৩ সালে কনসার্টের ট্যুর শুরু করেন টেইলর সুইফট। যার নাম দেওয়া হয় এরাস ট্যুর। ট্যুরটি টেইলরের বিভিন্ন অ্যালবামের গানের উপর ভিত্তি করে সাজানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের বড় শহর ও স্টেডিয়ামে মোট ১৪৯ টি শো করার মাধ্যমে এ বছরের নভেম্বরে এই ট্যুর শেষ হয়। ট্যুরটিকে খুবই সফল মনে করা হচ্ছে। ট্যুরটি থেকে যেমন বিপুল পরিমাণে আয় হয়েছে, তেমনি দর্শক-শ্রোতাদের সাথে টেইলর সরাসরি যোগাযোগও তৈরি করেছেন। আয়ের পাশাপাশি টেইলরের ‘এরাস ট্যুর’ বইটিও বিক্রির রেকর্ড গড়েছে। প্রথম সপ্তাহে বইটি ৮ লাখ কপির উপরে বিক্রি হয়েছে।
হাসান