
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দীর্ঘদিন পর নতুন সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন এ তারকা। সিনেমার নাম ‘বউ’। এতে ববির বিপরীতে অভিনয় করবেন ডি এ তায়েব। ছবিটি পরিচালনা করবেন তরুণ পরিচালক কে এ নিয়ল।
গত ১৩ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)তে অনুষ্ঠিত হয় এর মহরত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন, চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি ও প্রযোজক শামসুল আলম, চিত্রনায়ক ডি এ তায়েব ও চিত্রনায়িকা ববিসহ আরও অনেকে।
ছবিতে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন একটি গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে সিনেমাটি নির্মিত হবে। ক্যারিয়ারে অনেকবার বউ সাজলেও সিনেমায় এবারই প্রথম। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’
হাসান