ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

বউ হচ্ছেন ববি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
বউ হচ্ছেন ববি
ইয়ামিন হক ববি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দীর্ঘদিন পর নতুন সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন এ তারকা। সিনেমার নাম ‘বউ’। এতে ববির বিপরীতে অভিনয় করবেন ডি এ তায়েব। ছবিটি পরিচালনা করবেন তরুণ পরিচালক কে এ নিয়ল। 

গত ১৩ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)তে অনুষ্ঠিত হয় এর মহরত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন, চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি ও প্রযোজক শামসুল আলম, চিত্রনায়ক ডি এ তায়েব ও চিত্রনায়িকা ববিসহ আরও অনেকে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন একটি গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে সিনেমাটি নির্মিত হবে। ক্যারিয়ারে অনেকবার বউ সাজলেও সিনেমায় এবারই প্রথম। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’

হাসান

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ঈদের ছবি ‘টগর’

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম
আনকাট সেন্সর ছাড়পত্র পেল ঈদের ছবি ‘টগর’
ঈদের ছবি ‘টগর'।

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘টগর’পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট সেন্সর ছাড়পত্র। অর্থাৎ সেন্সর বোর্ড সিনেমাটির কোনো অংশ কর্তন ছাড়াই মুক্তির অনুমতি দিয়েছে।

এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এই ছবিটি পরিচালনায় আছেন নির্মাতা আলোক হাসান। ‘টগর’ একটি দুর্দান্ত গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যেখানে সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটির নির্মাণশৈলী, অভিনয় এবং চিত্রনাট্যের বস্তুনিষ্ঠতা বোর্ড সদস্যদের প্রশংসা কুড়িয়েছে। তাই কোনো দৃশ্য বা সংলাপ বাদ না দিয়েই ছবিটিকে মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। গান, ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ‘টগর’ ঈদুল আজহার দিন থেকেই দেশের শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা।

/ফারজানা ফাহমি

রাজীব মণি দাসের রচনায় ঈদে ৫ নাটক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:৪৯ পিএম
রাজীব মণি দাসের রচনায় ঈদে ৫ নাটক
রাজীব মণি দাস। ছবিঃ খবরের কাগজ।

নাট্যকার রাজীব মণি দাসের রচনায় ঈদ-উল-আযহায় আসছে ৫ নাটক। এর মধ্যে ৪টি একক নাটক, অপরটি ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘গণক’। একক নাটকগুলো হলো- ‘ভুড়ির অহংকার’, ‘সম্পত্তি ভাগ’, ‘জামাই শ্বশুর জুয়াড়ি’, ‘একান্নবর্তী ঈদ’। 

এর মধ্যে বিশেষ ধারাবাহিক নাটক ‘গণক’ গল্পে দেখা যায়- গ্রামের গরিব সহজ-সরল দম্পতি আমির ও আসমা। আমির ক্ষীণ স্মরণশক্তি ও বোকা স্বভাবের কারণে কোনো কাজই সে ঠিকমত করতে পারে না। আসমা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। সুন্দরী হওয়ায় সমাজের কুরুচিপূর্ণ পুরুষের দৃষ্টি পড়ে তার দিকে।

 গ্রামের বিত্তবান মুন্সি বাড়িতে স্বর্ণের গয়না চুরি হয়। সন্দেহ করে আসমাকে, কারণ এই বাড়ির মধ্যে একমাত্র আসমাই ছুটা বুয়ার কাজ করে। আসমাকে আসামির মতো গ্রেফতার করে মুন্সি বাড়ির লোকজন। আসমা চুরি করেনি একথা সে বার বার বললেও তার কথা কেউ বিশ্বাস করে না। আসমা সবাইকে বলে তার স্বামী জ্বীন চালান দিয়ে গণনা করে প্রকৃত চোরকে ধরিয়ে দিতে পারবে। জ্বীন চালানের মাধ্যমে বোকা আমির আসল চোর কালামকে ধরিয়ে দেয়, সেইটা আট-দশ গ্রামে রটে যায়। সেই থেকে বোকা আমির গণক হিসেবে সুপরিচিতি পায়।

‘গণক’ গল্প প্রসঙ্গে নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘একটি ক্ষীণ স্মরণশক্তি মানুষ কিভাবে নিজের জ্ঞান গন্ডিকে ৩৬০ ডিগ্রি ডিঙিয়ে গণক হয়ে রাতারাতি লক্ষ লক্ষ টাকা আয় করে, তা দেখে অনেকেই অবাক হয়। আসলে সমাজের একজন মানুষকে অবহেলা করা ঠিক নয় সে যেই শ্রেণিরই হোক।’
‘সবার চোখে সরল মানুষও একদিন নিজ কর্মগুণে পাহাড়ের চুড়ায় পৌঁছাতে পারে, তারই উদাহরণ গণক আখম হাসান,’- যোগ করেন তিনি। এছাড়া ‘ভুড়ির অহংকার’ নাটকটি একটু ভিন্ন ধাচের। একটা মানুষ খায়, তাই বলে এতো বেশি খায় সেইটা কল্পনাকেও হার মানায়। আবার খাইতে খাইতে পেট হয়ে গেছে বিশালাকৃতির তিমি মাছের পেটের মতো। আবার সেই ভুড়িওয়ালা পেট নিয়ে ছেলে জাবেদ যেমন অহংকার করে, তেমনি মা-ও অহংকার করতে থাকে। এই নিয়ে গ্রামের মানুষ হাসাহাসি করে। জাবেদের প্রেমিকা ইশা নিজ প্রেমিক সম্পর্কে মানুষের মুখে এমন তিরস্কারমূলক কথা শুনতে শুনতে যেন তিথি বিরক্ত। আবার জাবেদের যুক্তির কাছে এসে যেন খৈই হারিয়ে ফেলে ইশা। হবু শ্বাশুড়ির কাছে এ নিয়ে কথা বলতে গেলে তিনিও অহংকারের সাথে জানায় এমন ভুড়িওয়ালা পেট দশ গ্রামে কারও আছে নাকি। 


গল্প সম্পর্কে রাজীব মণি দাস বলেন, ‘শুধু গল্প বলাই একজন নাট্যকারের মূল কাজ নয়, গল্পের ভিতরে আনন্দ, বেদনা, ব্যর্থতার বিপরীতে সফলতা আনয়নের কলা-কৌশল এবং পরিশেষে বিনোদনের পাশাপাশি সমাজ গঠনে মেসেজও দিতে হয়। ভুড়ির অহংকার নাটকটি তেমনই একটি বিনোদনধর্মী নাটক। আশা করি দর্শক নিরাশ হবে না।’  

নাটকগুলোর বিভিন্ন চরিত্রে অভিনয়ে করছেন- আ.খ.ম. হাসান, মৌসুমী হামিদ, আশরাফুল আশিষ, ফাহমিদা তৃষা, মাসুদ মহিউদ্দিন, সায়কা আহমেদ, মাসুদ রানা মিঠু, সুজাত শিমুল, কাজী রাজু, তারিক স্বপন, সারা জেরিন, ফরিদ হোসাইন, রিকি রাফাত প্রমুখ। 
এমনি গল্পের নাটকগুলো ঈদে বিভিন্ন বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। 

/ফারজানা ফাহমি

 

শাহরুখের শুটিং সেটে আহত রাঘব

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:১১ পিএম
শাহরুখের শুটিং সেটে আহত রাঘব
ছবি: সংগৃহীত

সিনেমায় গত কয়েক বছর ধরে বেশ ভাল সময় কাটাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র পর এবার এই অভিনেতার সবচেয়ে প্রতীক্ষিত ‘কিং’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বর্তমানে তারকাবহুল এই ছবিটির শুটিং চলছে। 

এ ছবিতে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেতা রাঘব জুয়েল। একটি হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় পায়ে আঘাত পান তিনি। এরপরও কাজ না থামিয়ে নিজের অংশের শুটিং সম্পন্ন করেন রাঘব।

এর আগে যে পায়ে তিনি অস্ত্রপচার করেছিলেন, সেই একই পায়ে আবারও আঘাত পান- ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গেছে।

সিনেমায় রাঘবের চরিত্র সম্পর্কে এখনও কিছু প্রকাশ করা না হলেও জানা গেছে, এটি তার ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে কঠিন চরিত্র হতে যাচ্ছে। ছবির শুটিংয়ে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। সেটে আহত হওয়ার পরও কাজ না থামিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে শুটিং চালিয়ে যান রাঘব। 

শাহরুখ খান প্রযোজিত এই ছবিতে অভিনয় করছেন সুহানা খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন , অনিল কাপুর , দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ প্রমুখ। 

/এমএস  

বিটিভিতে ঈদের দিন ‘তাহসান আনপ্লাগড’

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৩:২০ পিএম
বিটিভিতে ঈদের দিন ‘তাহসান আনপ্লাগড’
সংগীতশিল্পী তাহসান খান।ছবি: সংগৃহীত।

ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বর্ণিল সংগীতানুষ্ঠান। ৫দিন ব্যাপি আয়োজনে গান গেয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় সব তারকারা। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবার গাইলেন বিটিভির ঈদ আয়োজনে। ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে একক সংগীতানুষ্ঠান ‘তাহসান আনপ্লাগড’।

মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় তাহসান শোনাবেন তার জনপ্রিয় আটটি গান। তাছাড়াও একক সংগীতানুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী এলিটা। ‘এলিটা এলিভ’ নামে এ অনুষ্ঠানটি প্রচারিত তবে ঈদের ২য় দিন সন্ধ্যা ৭টায়। এছাড়াও ঈদ আয়োজনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন ইথুন বাবু, আলম আরা মিনু, আঁখি আলমগীর, মনির খান। থাকছে ফোক ও বাউল গানেরও আয়োজন।

ঈদের দিন সকাল সাড়ে ১১টায় সরোজ রাহুতের প্রযোজনায় ফোক গান গাইবেন নুসরাত জাহান, গামছা পলাশ, বিউটি, অনন্যা, নূর হাসান আলম ও সাবরিন। ৪র্থ দিন দুপুর ১টায় প্রচারিত হবে তারিকুজ্জামানের প্রযোজনায় ‘ঈদ বাউলিয়ানা’। এই অনুষ্ঠানে গাইবেন চিশতী বাউল, সুকুমার বাউল, শফি মন্ডল, শাহনাজ বেলী, দীপ্র, দুর্জয় বড়–য়া ও টুনটুন বাউল। 

ঈদের দিন রাত ১১টা ০৫ মিনিটে মামুন মাহমুদের প্রযোজনায় গাইবেন পিয়াল হাসান চৌধুরী, আদনান বাবু, হুমায়রা বশির, রিজিয়া পারভীন, রুমানা ইসলাম ও স্বীকৃতি। ২য় দিন সকাল ১১টায় মনিরুল হাসানের প্রযোজনায় ‘গানের ছন্দে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন সংগীতশিল্পী আগুন, দিঠি আনোয়ার, নাসির খান ও আলম আরা মিনু। 

থাকছে দ্বৈত গানেরও অনুষ্ঠান। ঈদের ৩য় দিন সকাল ১১টা ০৫ মিনিটে সৈয়দা ফারহানা হাসান প্রযোজিত দ্বৈত গানের অনুষ্ঠানে গান গাইবেন মারিয়া সালমা, নয়ন, মৌমিতা মৌ, রাজিয়া , বেলাল খান, নন্দিতা, পুতুল মারিয়া, তামান্না প্রমি, খালিদ মুন্না, স্মরণ, ইকবাল মিন্টু, পপি, প্রিয়াংকা ও আসিকুর রহমান। এছাড়াও ঈদের আয়োজনে রয়েছে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আধুনিক গানের অনুষ্ঠান ও ব্যান্ড শো। 

/ফারজানা ফাহমি

এবার হত্যার শিকার হলেন হলিউড তারকা

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ১২:১৫ পিএম
এবার হত্যার শিকার হলেন হলিউড তারকা
জোনাথন জস। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেতা জোনাথন জস। এবার নিজ বাড়ির পাশে প্রতিবেশীর কাছে হত্যার শিকার হলেন জনপ্রিয় এই তারকা। গত রোববার (১ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই অভিনেতাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পশ্চিমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, সান আন্তোনিও পুলিশের বরাতে জানা যায়, সিগফ্রেডো সেজা আলভারেজ নামে এই অভিনেতার এক প্রতিবেশী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে অভিযুক্ত গাড়ি ও হত্যাকারীর বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অভিনেতা তার প্রতিবেশীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লে একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। তার পরই এই মর্মান্তিক হত্যাকান্ডটি ঘটে। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে বাসভবনের কিছুটা দূর থেকে আটক করে ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

জসের মৃত্যুতে তার জীবনসঙ্গী ট্রিস্টান কার্ন ডি গঞ্জালেসের দাবি, তাদের দুজনকে সমকামী হওয়ার কারণে বারবার হয়রানির শিকার হতে হয়েছে যার ফলে তাকে আজ প্রাণ দিতে হল। 

/এমএস