
আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করেছেন তিনি। বলিউডে বাঁধন অভিনীত সিনেমা ‘খুফিয়া’। গত বছর এই সিনেমার মাধ্যমেই বাংলাদেশের এই অভিনেত্রীর বলিউডে অভিষেক হয়।
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ছবিটি। চলতি বছরের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের ৩ বিভাগে জায়গা পেয়েছে ‘খুফিয়া’ ছবিটি। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের খুফিয়ায় অভিনয়ের জন্য ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন বলিউড অভিনেত্রী টাবু। পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে আলি ফজল ও অভিনেত্রী হিসেবে জায়গা পেয়েছেন এই সিনেমার আরেক অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। তবে এই তালিকায় ঠাঁই হয়নি বাঁধনের।
বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়ায় বাঁধনের চরিত্রটি ছিল একজন গুপ্তচরের। ‘খুফিয়া’র এই গুপ্তচরের নাম অক্টোপাস। প্রকৃত নাম হেনা রহমান, যিনি কাজ করেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইতে।
চরিত্রটির ব্যাপ্তি অতটা দীর্ঘ না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ছবিটি মুক্তির পর বাঁধনের চরিত্রটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এতে টাবু ও বাঁধনের চরিত্র দুটি ছিল সমকামী। এ কারণেই সমালোচনার মুখে পড়েছিলেন বাঁধন।
এদিকে গত বছর বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানেরও বলিউডে অভিষেক হয়েছিল। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করেন জয়া। এ বছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘কড়ক সিং’। সেখানেও নেই জয়ার চরিত্রের কোনো স্বীকৃতি। এই সিনেমায় জয়ার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।
তবে মনোনয়ন না পেলেও তার অভিনীত সিনেমা ১১ মনোনয়নের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জয়া আহসান।ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে জায়গা না পেলেও এ ছবিতে অভিনয় করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফিল্ম কম্পানিয়নের চোখে সেরাদের তালিকায় ছিলেন জয়া আহসান।
/আবরার জাহিন