ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

তালিকায় নেই জয়া ও বাঁধন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
তালিকায় নেই জয়া ও বাঁধন
অভিনেত্রী জয়া আহসান ও আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করেছেন তিনি। বলিউডে বাঁধন অভিনীত সিনেমা ‘খুফিয়া’। গত বছর এই সিনেমার মাধ্যমেই বাংলাদেশের এই অভিনেত্রীর বলিউডে অভিষেক হয়।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ছবিটি। চলতি বছরের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের ৩ বিভাগে জায়গা পেয়েছে ‘খুফিয়া’ ছবিটি। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের খুফিয়ায় অভিনয়ের জন্য ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন বলিউড অভিনেত্রী টাবু। পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে আলি ফজল ও অভিনেত্রী হিসেবে জায়গা পেয়েছেন এই সিনেমার আরেক অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। তবে এই তালিকায় ঠাঁই হয়নি বাঁধনের।

বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়ায় বাঁধনের চরিত্রটি ছিল একজন গুপ্তচরের। ‘খুফিয়া’র এই গুপ্তচরের নাম অক্টোপাস। প্রকৃত নাম হেনা রহমান, যিনি কাজ করেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইতে।

চরিত্রটির ব্যাপ্তি অতটা দীর্ঘ না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ছবিটি মুক্তির পর বাঁধনের চরিত্রটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এতে টাবু ও বাঁধনের চরিত্র দুটি ছিল সমকামী। এ কারণেই সমালোচনার মুখে পড়েছিলেন বাঁধন।

এদিকে গত বছর বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানেরও বলিউডে অভিষেক হয়েছিল। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করেন জয়া। এ বছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘কড়ক সিং’। সেখানেও নেই জয়ার চরিত্রের কোনো স্বীকৃতি। এই সিনেমায় জয়ার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।

তবে মনোনয়ন না পেলেও তার অভিনীত সিনেমা ১১ মনোনয়নের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জয়া আহসান।ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে জায়গা না পেলেও এ ছবিতে অভিনয় করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফিল্ম কম্পানিয়নের চোখে সেরাদের তালিকায় ছিলেন জয়া আহসান।

/আবরার জাহিন

দুই বছর পর অভিনয়ে অ্যাম্বার হার্ড

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৯:০০ পিএম
দুই বছর পর অভিনয়ে অ্যাম্বার হার্ড
অভিনয়ে ফিরছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর পর আবার অভিনয়ে ফিরছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে সেটা রুপালি পর্দায় নয়। ব্যক্তিগত ও আইনি জটিলতা পেরিয়ে এবার মঞ্চে আত্মপ্রকাশের মধ্য দিয়ে ফের অভিনয়ে ফিরছেন প্রাক্তন জনি ডেপপত্নী। নাট্যকার জেরেমি ও হ্যারিসের নতুন প্রযোজনায় ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রীকে আবারও অভিনয়ে দেখা যাবে। 

৩৯ বছর বয়সী হার্ড প্রথম বড় পর্দায় অভিষেক করেন ২০০৪ সালে। সে বছর ‘ফ্রাইডে নাইট লাইটস’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখার পর থেকেই তিনি সিনেমা ও টেলিভিশনে নিয়মিত অভিনয় করে আসছিলেন। কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ২০২৩ সালের পর অভিনয় থেকে দূরে সরে যান। সাবেক স্বামী জনি ডেপের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে তার অভিনয়জীবনে বড় ধরনের বাধা আসে। 

সেই সময়ের পর থেকে এই হলিউড তারকাকে মাত্র দুটি ছবিতে দেখা গেছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন দ্য ফায়ার’ এবং সুপারহিরো সিকুয়েল ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী। তার পর থেকেই পর্দার আড়ালে চলে যান তিনি। এবার জানা গেছে, নাট্যকার জেরেমি ও হ্যারিসের নতুন প্রযোজনা ‘স্পিরিট অব দ্য পিপল’-এর মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করছেন হার্ড। এটি ভ্যারাইটির তত্ত্বাবধানে ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে মঞ্চস্থ হবে। তবে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয় বলে জানা গেছে। 

জনি ডেপের সঙ্গে আইনি ঝামেলা শেষ করে হার্ড বর্তমানে স্পেনের মাদ্রিদে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে মা হওয়ার পর সর্বশেষ মা দিবসে সবাইকে অবাক করে দিয়ে এক ঘোষণায় জানান, তিনি যমজ সন্তানের (মেয়ে অ্যাগনেস ও ছেলে ওশান) মা হয়েছেন। উল্লেখ্য, অভিনয়জীবনে হার্ডের এই প্রত্যাবর্তন তার জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। 

/আবরার জাহিন

মীনা কুমারীর বায়োপিকে কিয়ারা!

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৮:১৫ পিএম
মীনা কুমারীর বায়োপিকে কিয়ারা!
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারী। তাকে বলা হয় বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’। এই অভিনেত্রীর জীবনীভিত্তিক চলচ্চিত্র ঘিরে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা- প্রাচীন ও বিখ্যাত এক সংগীত লেবেল এবং ‘আমরোহী’ পরিবারের যৌথ সহযোগিতায় ছবিটির স্বত্ব অধিকার করেছেন। ফলে ছবিটি নিয়ে বলিউডে জোর গুঞ্জন সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, রুপালি পর্দায় মীনা কুমারীর চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী কিয়ারা আদভানিকে। 

‘পিংকভিলা’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বায়োপিকে মীনা কুমারীর চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতারা বলিউড তারকা কিয়ারা আদভানির সঙ্গে যোগাযোগ করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, পরিচালক এবং তার দল মনে করেন, মীনা কুমারীর চরিত্রে আবেগ, সৌন্দর্য এবং মানসিক গভীরতা প্রকাশের জন্য এ অভিনেত্রীই উপযুক্ত। 

সূত্র থেকে জানা গেছে, কিয়ারাকে ইতোমধ্যে স্ক্রিপ্টের বিবরণ দেওয়া হয়েছে এবং তিনি গল্পটি পছন্দও করেছেন। তবে চূড়ান্তভাবে এখনো সম্মতি দেননি। এই সিনেমাটি মা হওয়ার পর কিয়ারার প্রথম কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা দর্শকদের মাঝে নতুন উন্মাদনার জন্ম দিয়েছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, এটি কিয়ারার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং তাৎপর্যপূর্ণ চরিত্র হতে পারে। 

বর্তমানে কিয়ারার মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় ‘ওয়ার ২’ এবং ‘টক্সিক’-এর মতো বড় বাজেটের ছবিগুলো রয়েছে। এই তালিকায় যদি এবার মীনা কুমারীর বায়োপিক যুক্ত হয়, তাহলে সেটা তার ক্যারিয়ারে নতুন মাত্রা সংযোজন করবে বলাই যায়। তবে আনুষ্ঠানিক ঘোষণা ব্যতীত এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

/আবরার জাহিন

জামিন পেয়েই নোবেলের বাবা হওয়ার খবর!

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:০২ পিএম
জামিন পেয়েই নোবেলের বাবা হওয়ার খবর!
ছবি: সংগৃহীত

ইডেন কলেজের ছাত্রী ইসরাত জাহান প্রিয়ার করা ধর্ষণ মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ (২৪ জুন) দুপুরে শুনানি শেষে মেহেরা মাহাবুবের আদালত এই জামিন মঞ্জুর করেন।

এদিকে নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে। কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া।

শুনানির সময় নোবেলকে কারাগার থেকে হাজির করা হয়। অন্যদিকে বাদী আদালতে উপস্থিত হন।

আদালতে শুনানির সময় বাদী বলেন, জামিনে তার আপত্তি নেই। আসামি পক্ষ থেকে বলা হয় ইতিমধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে তবে রেজিস্ট্রি হয়নি। জামিন পাওয়ার পর বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। 

এর আগে গত ১৯ জুন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও প্রিয়ার বিয়ে হয়। আগের দিন গত ১৮ জুন তাদের কাবিনমূলে বিয়ের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

মেহেদী/

বাংলা গানে রাহাত ফতেহ আলী খান

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৯:২৫ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৭:২৫ পিএম
বাংলা গানে রাহাত ফতেহ আলী খান
ছবি: সংগৃহীত

পাকিস্তানি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ‘তুমি আমার প্রেম পিয়াসা’ নামে একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। এর আগেও বাংলা গান কণ্ঠে তুলেছেন তিনি। তুমি আমার প্রেম পিয়াসার মাধ্যমে আবারও বাংলা গানে কণ্ঠ দিলেন উপমহাদেশের এই নন্দিত গায়ক।

গীতিকার কবির বকুলের কথা এবং রাজা কাশেফের সুর ও সংগীত আয়োজনে গানটিতে তার সঙ্গে গলা মিলিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান। 

প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান।

(রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান) ছবি: সংগৃহীত

কিছুদিনের মধ্যে লন্ডনের বিভিন্ন স্থানে গানটির ভিডিও ধারণ করা হবে। তবে গানটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে কিছু জানা যায়নি 

এ প্রসঙ্গে রুবাইয়াত জাহান গণমাধ্যমকে বলেন, 'লন্ডনে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি আমাকে বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা জানান। বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও উল্লেখ করেন। পরে রাজা কাশেফ তাকে এ গানটি করার প্রস্তাব দেন। তিনি রাজী হলেন এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।'

এর আগে বাংলাদেশে এসে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভুল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন পাকিস্তানি এ কিংবদন্তি সংগীতশিল্পী।

মেহেদী/

আদনানের নির্মাণে সুনিধির ‘পালাবে কোথায়’

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:৩০ পিএম
আদনানের নির্মাণে সুনিধির ‘পালাবে কোথায়’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোচিত নির্মাতা আদনান আল রাজীব। ক্যারিয়ারে বসন্ত চলছে তার। বিজ্ঞাপন ও নাটক নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পেলেও কিছুদিন আগেই সিনেমা নিয়ে কান চলচ্চিত্র উৎসব জয় করে ফিরেছেন আদনান আল রাজীব। তার অভিনীত ‘আলী’ সিনেমাটি স্বল্পদৈর্ঘ্যের জন্য স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছে। 

কানে উপস্থাপকের এক প্রশ্নে আদনান আল রাজীব বলেছিলেন, ‘এটা আমাদের জন্য অবশ্যই বিশেষ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্যও। আপনারা জানেন, প্রথমবারের মতো আমাদের জন্য এটাই অনেক বড় একটা অর্জন। এই মুহূর্তে বাংলাদেশ একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় মানুষ ভালোভাবে একটু নিশ্বাস নেওয়া সুযোগ খুঁজছে।

এই পুরস্কারটি জিতে আমরা কিছুটা হলেও সেটাই দিতে পেরেছি। এটা দেশের মানুষের মাঝে একটা আশার সঞ্চার যেমন ঘটাবে, তেমনি বাংলাদেশ নিয়ে একটা ইতিবাচক ধারণাও তৈরি করবে।’ 

এবার রাজীব নির্মাণ করলেন মিউজিক ভিডিও। দুই বাংলার জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েকের গাওয়া গানটির শিরোনাম ‘পালাবে কোথায়’। গত ২২ জুন প্রকাশিত হয়েছে এই মিউজিক ভিডিওটির অফিশিয়াল একটি পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন আদনান আল রাজীব ও সুনিধি নায়েক দুজনেই। 

ফেসবুকে পোস্টারটি শেয়ার করে আদনান আল রাজীব লিখেছেন, “আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার খুবই মেধাবী বন্ধু সুনিধি নায়েকের জন্য। তার গাওয়া ‘পালাবে কোথায়’ শিরোনামের গানটি আসছে। সে শিল্পী হিসেবে অনবদ্য। তাই আমি চেয়েছি তার এই কাজটির অংশ হতে। যাতে তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় মূর্ত করে তাকে সাহায্য করতে পারি। সবাইকে কাজটি দেখানোর জন্য আমার তর সইছে না।’’ 

গানটি নিয়ে সুনিধি নায়েক বলেন, “আমি আর অর্ণব (সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব) বেশ কিছু গান করেছি। যেগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে। তার মধ্যে ‘পালাবে কোথায়’ আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গান। কারণ এই গানটিতে আমরা ওয়েস্টার্ন ইডিএম মিউজের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের একটি চমৎকার মিশ্রণ তৈরি করার চেষ্টা করেছি। গানটির কথা ও সুর অর্ণবের করা। তার কাজ সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। মিউজিক কম্পোজিশনে আমরা তিনজন- অর্ণব, অদিত রহমান আর আমি কাজ করেছি।’ 

আদনান আল রাজীবের মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে সুনিধি বলেন, ‘‘আদনান আমাদের দেশের অন্যতম মেধাবী নির্মাতা। তা ছাড়া সে আমার খুব ভালো বন্ধু। তাই তার সঙ্গে আমার নানা বিষয়ে চিন্তাভাবনা শেয়ার করা হয়। আদনান গানটি শুনে খুব পছন্দ করল। তখন আমরা ভিডিওটির প্ল্যান করি। মাঝে আমি গান নিয়ে দুই মাসের লম্বা ইউরোপে ট্যুর করলাম। তারও আগে ভিডিওটির শুট করি।

সবকিছু গুছিয়ে নিয়ে এখন মনে হলো এটি প্রকাশ করতে পারি। আদনানকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিও নির্মাণ করার জন্য। আশা করছি গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। আগামী ২৬ জুন ‘পালাবে কোথায়’ গান ভিডিও প্রকাশ পাবে।” 

/এমএস