
আগামী ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলকে আকর্ষণীয় করতে এবার তিন দিনের সংগীত উৎসবের আয়োজন করেছে বিসিবি। জানা গেছে, এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম- তিন পর্বে অনুষ্ঠিত হবে এবার বিপিএলের উদ্বোধনী আয়োজন। ২৩ ডিসেম্বর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গান শোনাবেন রাহাত ফতেহ আলী খান। একই মঞ্চে গাইবেন বাংলাদেশের আসিফ আকবর, জেফার, মুজা ও ব্যান্ড ওয়ারফেজ। এ ছাড়া দেশের অনেক জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কথা চলছে। চূড়ান্ত হলেই তাদের নাম জানাবে বিসিবি।
২৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠানের পর ২৫ তারিখে সিলেটে ও ২৭ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএলের সংগীত উৎসবের পরবর্তী অংশ। সিলেটের তারিখ চূড়ান্ত হলেও চট্টগ্রামের তারিখ পরিবর্তন হতে পারে বলে জানা গেছে। এ দুই আয়োজনেও থাকবেন আসিফ, মুজা, জেফার।
তবে বিপিএলের সংগীত উৎসবের আগেই ঢাকার মঞ্চে গাইবেন রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন তিনি। কনসার্টের আয়োজন করেছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিট অব জুলাই।
উল্লেখ্য, ইতোমধ্যেই উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট ও থিম সং। এ ছাড়া বিপিএলে থাকবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগান।