হলিউডের জনপ্রিয় তারকা অ্যাম্বার হার্ড। সাত বছর আগেই আরেক হলিউড তারকা জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। এরপর নতুন সম্পর্কে জড়ানোর ঘোষণা দেননি অ্যাম্বার হার্ড। হঠাৎ করেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে বেশ চমকে দেন আলোচিত এই অভিনেত্রী। তবে সন্তানের বাবার পরিচয় না জানিয়ে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন তিনি।
এই অভিনেত্রীর ঘরে আরও একটি সন্তান রয়েছে। এবার তার ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছেন অ্যাম্বারের এক মুখপাত্র। সম্প্রতি পিপলস ম্যাগাজিনকে সেই মুখপাত্র বলেছেন, গর্ভাবস্থার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার হার্ড তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।
এই ঘোষণার পর থেকেই অ্যাম্বারের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাতে শুরু করেছেন তাকে। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। সেই সন্তানের বয়স তিন বছর, নাম ওনাঘ পাইজ। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও রয়েছে জোর জল্পনা। সে ক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই, সে ব্যাপারে কিছুই স্পষ্ট করা হয়নি অ্যাম্বারের পক্ষ থেকে।
উল্লেখ্য, জনি ডেপের সঙ্গে ভালোবেসে সংসার পেতেছিলেন অ্যাম্বার হার্ড। দুজনের সংসার বেশি দিন টেকেনি। ২০১৭ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। এর পর জনির বিরুদ্ধে অ্যাম্বার গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন জরিমানা করা হয় অ্যাম্বারকে। পরবর্তী সময়ে নিজের করা মামলা তুলে নেন অ্যাম্বার হার্ড।
হাসান