ঢাকা ৪ মাঘ ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

অন্তঃসত্ত্বা অ্যাম্বার হার্ড, জানাননি সন্তানের বাবার নাম

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
অন্তঃসত্ত্বা অ্যাম্বার হার্ড, জানাননি সন্তানের বাবার নাম
অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় তারকা অ্যাম্বার হার্ড। সাত বছর আগেই আরেক হলিউড তারকা জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। এরপর নতুন সম্পর্কে জড়ানোর ঘোষণা দেননি অ্যাম্বার হার্ড। হঠাৎ করেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে বেশ চমকে দেন আলোচিত এই অভিনেত্রী। তবে সন্তানের বাবার পরিচয় না জানিয়ে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন তিনি।

এই অভিনেত্রীর ঘরে আরও একটি সন্তান রয়েছে। এবার তার ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছেন অ্যাম্বারের এক মুখপাত্র। সম্প্রতি পিপলস ম্যাগাজিনকে সেই মুখপাত্র বলেছেন, গর্ভাবস্থার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার হার্ড তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

এই ঘোষণার পর থেকেই অ্যাম্বারের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাতে শুরু করেছেন তাকে। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। সেই সন্তানের বয়স তিন বছর, নাম ওনাঘ পাইজ। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও রয়েছে জোর জল্পনা। সে ক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই, সে ব্যাপারে কিছুই স্পষ্ট করা হয়নি অ্যাম্বারের পক্ষ থেকে।

উল্লেখ্য, জনি ডেপের সঙ্গে ভালোবেসে সংসার পেতেছিলেন অ্যাম্বার হার্ড। দুজনের সংসার বেশি দিন টেকেনি। ২০১৭ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। এর পর জনির বিরুদ্ধে অ্যাম্বার গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন জরিমানা করা হয় অ্যাম্বারকে। পরবর্তী সময়ে নিজের করা মামলা তুলে নেন অ্যাম্বার হার্ড।

হাসান

এ যেন অন্য এক ফারিণ

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম
এ যেন অন্য এক ফারিণ
তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি গানেও নিজেকে প্রমাণ করেছেন। তার গাওয়া ‘রঙে রঙে রঙিন’ গানটি শ্রোতারা মুগ্ধ হয়ে শুনেছেন। জনপ্রিয় সংগীত তারকা তাহসান খানের সঙ্গে দ্বৈতভাবে গানটি গেয়েছেন ফারিণ। এরপর বিভিন্ন সময় বিভিন্নভাবে ফারিণের কণ্ঠে গান শুনেছেন শ্রোতারা। এবার ফারিণ গাইলেন ইংরেজি গান। আর ইংরেজি গানটি গেয়ে আবারও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী ও গায়িকা। গত বুধবার দিবাগত রাতে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফারিণ। সাধারণত ফারিণের কণ্ঠে ইংরেজি গান শুনে শ্রোতা-ভক্তদের বাহবা পেয়েছেন এই অভিনেত্রী।

একজন কমেন্টে লিখেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। আরেকজন লিখেছেন, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন।

উল্লেখ্য, আসছে ভালোবাসা দিবসে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘হাউ সুইট’ নামে রোমান্টিক-কমেডি ওয়েব সিনেমায় দেখা যাবে ফারিণকে। ভালোবাসা দিবস উপলক্ষে এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী।

হাসান

পদাতিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘প্রেরণা’

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম
পদাতিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘প্রেরণা’
‘প্রেরণা’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ উদযাপন করতে যাচ্ছে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শনিবার ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ‘প্রেরণা’ নাটকের ১৯তম মঞ্চায়ন করতে যাচ্ছে দলটি। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাবিল রেজা চৌধুরী। প্রদর্শনীতে সুইড বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করবে।

নাটকে অভিনয় করবেন সামিআ চৌধুরী জয়ী, সাদিয়া বায়দুম মাক্নুন, মামুন আব্দুলাহ, ডলি আক্তার, সাবিল রেজা চৌধুরী, ইকবাল নূর, তালুকদার মনিরুজ্জামান মিল্টন, কামাল হোসেন প্রমুখ। নাটকটির প্রযোজনা অধিকর্তা ও শিল্প নির্দেশনায় সেলিম শামসুল হুদা চৌধুরী এবং প্রযোজনা উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক আবদুস সেলিম।

পদাতিক ১৯৭৮ সাল থেকে সংস্কৃতির সব শাখায় পদচারণের মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর ধরে বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছে। অটিজম মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে এক রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। অটিজম সম্পর্কে সামাজিক গণসচেতনতা গড়ে তোলার মাধ্যমে কোমলমতি শিশুসহ অটিজমে আক্রান্ত সবাইকে সামাজের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলার সুযোগ তৈরি করার লক্ষ্যে পদাতিক নাট্য সংসদ দেশব্যাপী মঞ্চনাটক ‘প্রেরণা’ প্রদর্শন করে চলেছে নিয়মিত।

হাসান

‘টুইন পিকস’খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:২৫ পিএম
‘টুইন পিকস’খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন
ডেভিড লিঞ্চ। ছবি: সংগৃহীত

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। এই নির্মাতার অফিশিয়াল ফেসবুক পেজে তার পরিবারের লোকজন এমন তথ্য নিশ্চিত করেছেন।

তবে নন্দিত এই নির্মাতার মৃত্যুর কারণ জানা যায়নি। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয় ওই ফেসবুক পোস্টে। কিন্তু লিঞ্চ গত বছরের আগস্টে নিজেই জানিয়েছিলেন, তিনি অনেক বছর ধরে ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের সঙ্গে লড়াই করছেন।

মার্কিন এ নির্মাতা মন্টানার মিসুলায় ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। লিঞ্চ ষাটের দশকে শর্ট ফিল্ম বানানোর আগে পেইন্টিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ইরেজারহেড’ মুক্তি পায় ১৯৭৭ সালে। তার নির্মিত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে ইরেজারহেড, ব্লু ভেলভেট, দ্য স্ট্রেইট স্টোরি, লস্ট হাইওয়ে, দ্য এলিফেন্ট ম্যান, ওয়াইল্ড অ্যাট হার্ট অন্যতম। ক্যারিয়ারজুড়ে সেরা পরিচালক হিসেবে তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি।

১৯৯০ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দর জিতেছিল তার ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ছবিটি। নির্মাণের পাশাপাশি তিনি কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন। এর মধ্যে ‘টুইন পিকস’ ছবিতে এফবিআই এজেন্ট চরিত্রটি অন্যতম। তার অন্যতম উল্লেখযোগ্য ছবির নাম ‘মুলহল্যান্ড ড্রাইভ’। এই নির্মাতা ও অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে।

হাসান

রোহিঙ্গা শিবিরে তাহসান

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম
রোহিঙ্গা শিবিরে তাহসান
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ের পর মালদ্বীপে গিয়েছিলেন হানিমুনে। সেখান থেকে একাধিক স্থিরচিত্র ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার স্ত্রী রোজা। গত ১৬ জানুয়ারি হানিমুন শেষে দেশে ফিরেই কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গেলেন তাহসান খান।

গতকাল শুক্রবার ১৭ জানুয়ারি সকালে রোহিঙ্গা ক্যাম্পের কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাহসান নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল (১৬ জানুয়ারি) আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি। যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত।’

অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও বলেন, ‘জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।’

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ করেন তাহসান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই বিয়ে ঘিরে ছিল তুমুল আলোচনা। ৭ জানুয়ারি তারা মালদ্বীপে হানিমুনের উদ্দেশে উড়াল দেন।

হাসান

বিচারক হলেন সোহানা সাবা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৬ এএম
বিচারক হলেন সোহানা সাবা
সোহানা সাবা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন তিনি। লিখছেন গল্প ও চিত্রনাট্য। একসময় নাটকে নিয়মিত ছিলেন তিনি। তবে এখন নাটকে খুব বেশি দেখা মেলে না তার। কারণ চলচ্চিত্র নিয়েই সোহানা সাবার মূল ভাবনা। ক্যারিয়ারে যে কটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেগুলোর জন্য পেয়েছেন দর্শকদের কাছে দুহাত ভরে ভালোবাসা।

তবে গড়পড়তা কাজ করেন না কখনো। মনের মতো কাজ না পেলে ঘুরে বেড়ান দেশ থেকে দেশের বাইরে। কাজের সংখ্যার চেয়ে মানের দিক নিয়েই ভেবেছেন সব সময়। শুরুতে নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও দর্শকের কাছে বেশি পরিচিতি পেয়েছেন চলচ্চিত্রে অভিনয় করে। কিংবদন্তি অভিনেত্রী কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্র দিয়েই বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। তারপর ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’, ‘প্রিয়তমেসু’, ‘অসম্ভব’ এবং কলকাতার ‘ষড়রিপু’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এবার নতুন এক পরিচয় যুক্ত হলো তার ক্যারিয়ারে। কারণ বিচারকের আসনে বসলেন এই অভিনেত্রী। জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। এ খবর নিজেই জানিয়েছেন এই তারকা।

সোহানা সাবা জানান, ৫ দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে ১৭ জানুয়ারি। উৎসবটি চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতামূলক এই চলচ্চিত্র উৎসবে ৪৮টি দেশের মোট ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭৭টি দেশের ১ হাজার ৬৫১টি চলচ্চিত্র থেকে জুরিদের দ্বারা এই চলচ্চিত্রগুলো নির্বাচিত হয়। উৎসবে অংশ নিতে জয়পুর অবস্থান করছেন সোহানা সাবা।

এ সম্পর্কে তিনি বলেন, “২০১৫ সালে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৃহন্নলা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলাম। এরপর বেশ কয়েকবার আমি এই উৎসবে জুরি হিসেবে কাজ করার ডাক পেয়েছি। কিন্তু ব্যস্ততার কারণে তখন সময় মেলাতে পারিনি। আমি জানি এটা সর্বোচ্চ সম্মানের বিষয়, তারপরেও সুযোগ মেলেনি এ জন্য প্রতিবারই না বলতে হয়েছে। কিন্তু এবার প্রস্তাব পেয়ে আর ফেরাতে পারিনি। পাওয়ামাত্রই লুফে নিয়েছি। আমি ইতোধ্যেই কাজ শুরু করে দিয়েছি।”

সোহানা সাবা আরও বলেন, ‘এখন বেশ কিছু কাজের পরিকল্পনা করছি। আগামী দিনগুলোতে একটার পর একটা সারপ্রাইজ দেব। আমার কাজের মাধ্যমে আমি বাংলাদেশি হিসেবে সবার মুখ রক্ষা করব।’

নতুন সিনেমা নিয়ে এই অভিনেত্রী বলেন, “সামনে ‘মানিকের লাল কাঁকড়া’ ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া আরও নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। বলতে পারেন এই ছবি দুটোই আমার নতুন বছরের চমক। তবে এখনই ছবি দুটি নিয়ে কিছু বলা যাবে না। নির্মাতা ও প্রযোজনা সংস্থা থেকে ফেব্রুয়ারিতে ঘোষণা আসবে।”

ওয়েব সিরিজে কাজ নিয়ে সাবা বলেন, “ওয়েব সিরিজেও কাজ করা হবে। তবে এখনই কোনো কাজ চূড়ান্ত হয়নি। একটি কাজ আসবে হয়তো। ‘টুইন রিটার্নস’ নামের একটি ওয়েব সিরিজ করেছিলাম। সেটির সিক্যুয়েলের কাজ অনেকটাই শেষ হয়েছে। এ বছর বাকি কাজটুকু শেষ করতে পারলে দর্শক দেখতে পাবেন।”

হাসান