সোহানা সাবা। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন তিনি। লিখছেন গল্প ও চিত্রনাট্য। একসময় নাটকে নিয়মিত ছিলেন তিনি। তবে এখন নাটকে খুব বেশি দেখা মেলে না তার। কারণ চলচ্চিত্র নিয়েই সোহানা সাবার মূল ভাবনা। ক্যারিয়ারে যে কটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেগুলোর জন্য পেয়েছেন দর্শকদের কাছে দুহাত ভরে ভালোবাসা।
তবে গড়পড়তা কাজ করেন না কখনো। মনের মতো কাজ না পেলে ঘুরে বেড়ান দেশ থেকে দেশের বাইরে। কাজের সংখ্যার চেয়ে মানের দিক নিয়েই ভেবেছেন সব সময়। শুরুতে নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও দর্শকের কাছে বেশি পরিচিতি পেয়েছেন চলচ্চিত্রে অভিনয় করে। কিংবদন্তি অভিনেত্রী কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্র দিয়েই বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। তারপর ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’, ‘প্রিয়তমেসু’, ‘অসম্ভব’ এবং কলকাতার ‘ষড়রিপু’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
এবার নতুন এক পরিচয় যুক্ত হলো তার ক্যারিয়ারে। কারণ বিচারকের আসনে বসলেন এই অভিনেত্রী। জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। এ খবর নিজেই জানিয়েছেন এই তারকা।
সোহানা সাবা জানান, ৫ দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে ১৭ জানুয়ারি। উৎসবটি চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতামূলক এই চলচ্চিত্র উৎসবে ৪৮টি দেশের মোট ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭৭টি দেশের ১ হাজার ৬৫১টি চলচ্চিত্র থেকে জুরিদের দ্বারা এই চলচ্চিত্রগুলো নির্বাচিত হয়। উৎসবে অংশ নিতে জয়পুর অবস্থান করছেন সোহানা সাবা।
এ সম্পর্কে তিনি বলেন, “২০১৫ সালে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৃহন্নলা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলাম। এরপর বেশ কয়েকবার আমি এই উৎসবে জুরি হিসেবে কাজ করার ডাক পেয়েছি। কিন্তু ব্যস্ততার কারণে তখন সময় মেলাতে পারিনি। আমি জানি এটা সর্বোচ্চ সম্মানের বিষয়, তারপরেও সুযোগ মেলেনি এ জন্য প্রতিবারই না বলতে হয়েছে। কিন্তু এবার প্রস্তাব পেয়ে আর ফেরাতে পারিনি। পাওয়ামাত্রই লুফে নিয়েছি। আমি ইতোধ্যেই কাজ শুরু করে দিয়েছি।”
সোহানা সাবা আরও বলেন, ‘এখন বেশ কিছু কাজের পরিকল্পনা করছি। আগামী দিনগুলোতে একটার পর একটা সারপ্রাইজ দেব। আমার কাজের মাধ্যমে আমি বাংলাদেশি হিসেবে সবার মুখ রক্ষা করব।’
নতুন সিনেমা নিয়ে এই অভিনেত্রী বলেন, “সামনে ‘মানিকের লাল কাঁকড়া’ ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া আরও নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। বলতে পারেন এই ছবি দুটোই আমার নতুন বছরের চমক। তবে এখনই ছবি দুটি নিয়ে কিছু বলা যাবে না। নির্মাতা ও প্রযোজনা সংস্থা থেকে ফেব্রুয়ারিতে ঘোষণা আসবে।”
ওয়েব সিরিজে কাজ নিয়ে সাবা বলেন, “ওয়েব সিরিজেও কাজ করা হবে। তবে এখনই কোনো কাজ চূড়ান্ত হয়নি। একটি কাজ আসবে হয়তো। ‘টুইন রিটার্নস’ নামের একটি ওয়েব সিরিজ করেছিলাম। সেটির সিক্যুয়েলের কাজ অনেকটাই শেষ হয়েছে। এ বছর বাকি কাজটুকু শেষ করতে পারলে দর্শক দেখতে পাবেন।”
হাসান