বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। টানা সাত বছর প্রেম করে চলতি বছরের জুনে প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর স্বামীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেশ সুন্দর কাটাচ্ছেন অভিনেত্রী। এরইমাঝে একদিন ছুটে গিয়েছিলেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এরপর বেশ কয়েকটি অনুষ্ঠানে সোনাক্ষী দেখা যায়, আগের চেয়ে কিছুটা শরীরের পরিবর্তন এসেছে তার। ফলে আরও বেশি চর্চা হতে থাকে যে, মা হতে চলেছেন সোনাক্ষী। অবশেষে এবার এ নিয়ে নিজেই মুখ খুলতে বাধ্য হলেন তিনি। জানালেন, তিনি অন্তঃসত্ত্বা নন, আসলে কিছুটা মোটা হয়ে গেছেন।
সম্প্রতি স্বামীকে নিয়ে আমন্ত্রণে একটি অনুষ্ঠোনে গিয়েছিলেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এমন বহু আমন্ত্রণে আমরা যাচ্ছি। আর এখানেই আমি বলতে চাই, আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি। এই তো কিছু দিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন। আরে! আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারব না?’
এ কথা বলার সঙ্গে সঙ্গে জাহির মজা করে বলেন, ‘শুভেচ্ছা জানানোর পরের দিনই সোনাক্ষী ডায়েট মেনে চলতে শুরু করেছে।’
সোনাক্ষী আরও বলেন, ‘বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। আমরা সত্যিই ঘুরে বেড়াচ্ছি। এই নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন।’
উল্লেখ্য, সাত বছর প্রেমের পর গত জুনে মডেল ও অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। তবে বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। অবশ্য পরে বিশাল প্রীতিভোজের আয়জন করা হয়।
হাসান