পাতৌদী নবাব পরিবারের সন্তান বলিউড তারকা সাইফ আলী খান। উত্তরাধিকার সূত্রে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে প্রায় ১৫ হাজার কোটি রুপি সমমূল্যের সম্পত্তির মালিক তিনি। তবে সম্প্রতি সাইফের দিন খুব একটা ভালো যাচ্ছে না। গত ১৬ জানুয়ারি নিজ বাসভবনেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর সম্পত্তি নিয়ে আদালতের এই নির্দেশ নতুন শঙ্কার জন্ম দিয়েছে নবাব পরিবারে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২০১৫ সালে ঐতিহাসিক স্থাপনা জব্দে সরকারি হস্তক্ষেপের বৈধতা স্থগিত করা হলেও মধ্যপ্রদেশ আদালত সম্প্রতি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এতে সরকার চাইলে ১৯৬৮ সালে প্রণীত এনিমি প্রপার্টি অ্যাক্টের অধীনে সাইফের উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপুল পরিমান সম্পদ জব্দ করতে পারবে।
সাইফের সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ফ্ল্যাগ স্টাফ হাউজ , নুর-উস-সাবাহ প্রাসাদ, দার-উস-সালাম, আহমেদাবাদ প্যালেস ও খোহেফিজা প্রাসাদ।
এ বিষয়ে সরকারপক্ষের দায়ের করা মামলার শুনানিতে বিচারক বিবেক আগারওয়াল এনিমি প্রপার্টি অ্যাক্টের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আদেশ দেন। বাদিপক্ষকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন প্রস্তাবের নির্দেশও দেওয়া হয়েছে।
দেশভাগের পর ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের বড় মেয়ে আবিদা সুলতানা দেশ ছেড়ে পাকিস্তানে পাড়ি জমান। তবে ভারতেই রয়ে গিয়েছিলেন দ্বিতীয় মেয়ে সাজিদা সুলতানা। সাজিদার উত্তরাধিকার হিসেবে এই সম্পত্তি পেয়েছেন সাইফ আলী খান।
তবে আবিদা দেশত্যাগ করে পাকিস্তানে স্থায়ী হওয়ায় এনিমি প্রপার্টি অ্যাক্টের মাধ্যমে সরকার এই সম্পত্তি জব্দ করতে পারবে।
এর আগে ২০১৯ সালে সাইফের নানী সাজিদাকেই সম্পত্তির বৈধ মালিক জানিয়ে রায় দেওয়ার পর বিরোধ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক আইনি লড়াই আবার এই দ্বন্দ্বে ঘি ঢেলেছে।
এ পরিস্থিতিতে পুরো এলাকায় গত ৭২ বছর জমির মালিকানাবিষয়ক তদন্ত প্রতিবেদন চেয়েছেন ভোপাল প্রশাসনের শীর্ষ কর্মকর্তা কুশলেন্দ্র বিক্রম সিং।
এই অঞ্চলে বসবাসরত বাসিন্দাদের ‘ভাড়াটিয়া’ হিসবে দেখছে সরকার।
এ ঘোষণার পর দুশ্চিন্তায় পড়েছেন এলাকার প্রায় দেড় লাখা বাসিন্দা। ঘরছাড়া হওয়ার আশঙ্কা নিয়ে এক বাসিন্দা বলেন, ‘আমাদের জমি রেজিস্ট্রির কাগজ নেই। কিন্তু সরকারকেতো নিয়মিত কর দিচ্ছি। নবাব সাহেবের নেওয়া ইজারা এখনো বৈধ।’
তবে এনিমি প্রপার্টি অ্যাক্টের প্রক্রিয়া জটিল হওয়ায় খুব সহজে কার্যক্রম শুরু করতে পারবে না সরকার। এদিকে পাতৌদি নবাব পরিবার জমির মালিকানা অক্ষুণ্ন রাখতে সরকারের বিরুদ্ধে মামলাও করতে পারবে। সূত্র এনডিটিভি
নাইমুর/