খ্যাতিমান রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মহাকালের পথে হাঁটলেন এই নন্দিত শিল্পী। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীতাঙ্গনে। তার সহকর্মী থেকে বিভিন্ন অঙ্গনের তারকারাও শোক জানিয়েছেন।
নন্দিত রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। লিখেছেন, ‘এ বড় শূন্যতা, গভীর বিষাদ! একে একে সব চলে যাচ্ছেন না ফেরার দেশে!! অসংখ্য স্মৃতিরা ভিড় করে আসে মনে। আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানালাম পাপিয়া আপা।’
শোক প্রকাশ করে অদিতি মহসিন গণমাধ্যমে বলেন, ‘পাপিয়া সারোয়ারসহ তার সময়ে যারা ছিলেন তারা স্বাধীনতার পরবর্তী প্রথম প্রজন্মের শিল্পী। এ দেশের সংগীতে তাদের অনেক অনেক অবদান। সেই সময় যে শ্রোতা তৈরি হয়েছে ওনাদের গান শুনেই। তাদের অবদান চিরস্মরণীয়। শিক্ষা-মননে পাপিয়া সারোয়ার ছিলেন সমৃদ্ধ এক শিল্পী। তার চলে যাওয়াটা দেশের সংগীতাঙ্গনের বড় ক্ষতি।’
তিনি আরও বলেন, ‘আমরা বড় হয়েছি টিভিতে পাপিয়া সারোয়ারের গান শুনেই। আমি যখন শান্তি নিকেতনে পড়তে গেলাম তখন তাদের কাছে থেকে দেখা। সেই সময় তিনিও সেখানে গিয়েছিলেন। সেখান থেকে পাস করে চলে আসার পর দেশে গান করা শুরু করি, তখন তো অনেক অনেক স্মৃতি। একসঙ্গে অনুষ্ঠানে যাওয়াসহ অনেক অনেক স্মৃতি। পাপিয়া সারোয়ারের বাড়িতে মাঝেমধ্যেই যেতাম। কারণ ধানমণ্ডিতে আমরা খুব কাছাকছি থাকতাম। তিনি খুব স্নেহ করে, আদর করে কথা বলতেন। সেই সঙ্গে গানের বিষয়ে নানা কথা শেয়ার করতেন। তার সঙ্গে স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। তার চলে যাওয়া মেনে নিতে পারছি না।’
হাসান