![দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি অপূর্ব-ফারিণ ও পাভেল](uploads/2024/12/14/Untitled-5-1734161484.jpg)
নারায়ণগঞ্জ জিন্দা পার্কে আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং করছিলেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং সাইদুর রহমান পাভেল। শুটিং চলাকালীন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই তিন তারকা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি নিজেই। গতকাল ১৩ ডিসেম্বর দুপুরে শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের হাউ সুইটের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’
তিনি আরও লিখেছেন, ‘সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে এলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা স্বাভাবিকভাবে কাজে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জানা গেছে, গত ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। রোমান্টিক-কমেডি জনরার এ সিনেমাটির মধ্য দিয়ে পাঁচ বছর পর একসঙ্গে কাজ করছেন অপূর্ব ও অমি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।
কাজটি প্রসঙ্গে পরিচালক আগেই বলেছিলেন, ‘চমচম খেলে যেমন মিষ্টি অনুভব হয়, এই গল্পটি দেখার সময় দর্শকদের সেই অনুভূতি হবে। আর এ ধরনের কাজে অপূর্ব ভাই ছাড়া কারও নাম মাথায় আসেনি। তাছাড়া ফারিণের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সে রোমান্টিক, সিরিয়াস দুই চরিত্রেই ভালো করে। আশা করছি দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে।’
হাসান