ঢাকা ৯ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

বিলবোর্ড পুরস্কারে নতুন রেকর্ড সুইফটের

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
বিলবোর্ড পুরস্কারে নতুন রেকর্ড সুইফটের
টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৪’-এর পুরস্কার পর্ব ঘোষণা হয়েছে। এবারের আসরে টেলর সুইফট গড়েছেন নতুন রেকর্ড। ‘ফোর্টনাইট’ গায়িকা ২০২৪ সালের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে (বিবিএমএ) বৃহস্পতিবার রাতে ১০টি পুরস্কার জিতে নিয়েছেন। যার ফলে গায়িকার ঝুলিতে এখন ৪৯টি বিলবোর্ড ট্রফি।

এর আগে গায়ক ড্রেকের সঙ্গে সমান ৩৯টি করে ট্রফি জয়ে সমান অবস্থায় ছিলেন এ পপ সেনসেশন।

সিএনএনের প্রতিবেদন অনুসারে এ বছর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে শীর্ষ শিল্পী, শীর্ষ নারী শিল্পী, শীর্ষ বিলবোর্ড ২০০, শীর্ষ হট ১০০, হট ১০০ গীতিকার, শীর্ষ স্ট্রিমিং গানের শিল্পীসহ মোট ১০টি পুরস্কার জিতেছেন টেলর সুইফট। এখন সুইফটের ঝুলিতে ৪৯টি বিলবোর্ড অ্যাওয়ার্ড ট্রফি। ড্রেক গত রাতে ৩টি পুরস্কার পান।

সাম্প্রতিক বছরগুলোতে গ্র্যামির মতো বিলবোর্ডেও একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন টেলর সুইফট। সেই সঙ্গে বিশ্ব চষে বেড়াচ্ছেন নিজের মিউজিক্যাল সফর দিয়ে। সম্প্রতি নিজের মিউজিক্যাল সফর ‘এরাস ট্যুর’ সমাপ্ত করেছেন গায়িকা।

বিশ্বব্যাপী ঝড় তোলা এ সফরটি ১৪৯টি শোয়ের মাধ্যমে সমাপ্ত হয়। এই ট্যুর থেকে ২ বিলিয়ন ডলার আয় করেছেন সুইফট, যা ইতিহাস তৈরি করেছে। আর সেই আয় থেকে ১৯৭ মিলিয়ন ডলার বোনাস হিসেবে তার ট্যুরের সঙ্গে জড়িত সব সদস্যের মধ্যে বিতরণ করেছেন গায়িকা, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৩৫৭ কোটি ৭০ লাখ। এরাস ট্যুরের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্য এই বোনাসের একটি অংশ পেয়েছেন।

হাসান

বাবার জানাজার মাঠে মনির খানের আইফোন চুরি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম
বাবার জানাজার মাঠে মনির খানের আইফোন চুরি
ছবি: সংগৃহীত

‘অঞ্জনা’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের বাবা মো. মাহবুব আলী খান মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। 

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় মহেশপুর উপজেলার  নিজ গ্রাম মদনপুরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় সেখান থেকে শিল্পী মনির খানের আইফোন এবং তার ছেলের মোবাইল চুরি হয়ে যায়।

মনির খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।পরে তার বাবা মাহবুব আলী খানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাবা হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি মনির খান, এই অবস্থাতেই চুরির এই ঘটনা তার জন্য 
আরও দুঃখজনক।

মেহেদী/

নিরাপত্তা নিয়ে শঙ্কায় ডুয়া লিপা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
নিরাপত্তা নিয়ে শঙ্কায় ডুয়া লিপা
ডুয়া লিপা। ছবি: সংগৃহীত

ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। ‘নিউ রুলস’ গানের জন্য তুমুল জনপ্রিয় এই সংগীতশিল্পী বর্তমানে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে চিলির সান্তিয়াগোতে অবস্থান করছেন। সম্প্রতি ২৯ বছর বয়সী এই তারকা নিজের হোটেল রুমে ভয়ংকর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। তার ভক্তদের একটি দল হোটেলটিতে লুকিয়ে থেকে তার ঘর পর্যন্ত পৌঁছেও গিয়েছিল। তবে এ ঘটনায় ডুয়া কোনো প্রকার ক্ষতির মুখে পড়েননি, যদিও ঘটনাটি নিয়ে তিনি অনেক শঙ্কিত।

ব্রিটিম সংবাদমাধ্যম অনুসারে, ভক্তরা মূলত প্রিয় তারকার ছবি তোলার জন্য তার হোটেলে প্রবেশ করেছিল এবং তার বেডরুমের দরজার কাছে তারা অপেক্ষা করছিল। এ ঘটনার সময় ডুয়াও বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলটিতে অবস্থান করছিলেন। সূত্রগুলো থেকে জানা যায়, এই সংগীতশিল্পীর ভক্তরা তার ঘরের সামনে ছাড়াও লিফটের কাছে এবং হোটেলের অন্যান্য স্থানেও অবস্থান করছিলেন।

এ সম্পর্কে ‘দ্য সান’ প্রকাশ করেছে, ভক্তরা ডুয়ার অবস্থান জানতে পারার পর থেকেই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। প্রিয় তারকার সঙ্গে দেখা করতেই তারা নিরাপত্তা লঙ্ঘন করেছিল। তবে জানা গেছে, এ ঘটনার পরে ডুয়া সিদ্ধান্ত নিয়েছেন হোটেলে থাকাকালীন কারও সঙ্গেই ছবি তুলবেন না তিনি। যদিও ডুয়ার জন্য এমন পরিস্থিতি এই প্রথম নয়। এর আগেও বার্মিংহামে গ্লাস্টনবারি মিউজিক ফেস্টিভ্যালে তার পারফরম্যান্সের প্রস্তুতির সময় এক ভক্তের দ্বারা এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন এই পপ তারকা। অবশ্য দুবারই শারীরিকভাবে অক্ষত ছিলেন তিনি।

জানা গেছে, এ ঘটনাগুলো ডুয়া লিপার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে তার নিরাপত্তাব্যবস্থার পুনর্মূল্যায়ন চলছে।

হাসান

মহারানি হলেন রাশমিকা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম
মহারানি হলেন রাশমিকা
রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে বর্তমানে এই অভিনেত্রীর ক্যারিয়ারে বসন্তের হাওয়া বইছে। ‘পুষ্পা ২’ সিনেমার রেশ কাটতে না কাটতেই এবার ‘ছাভা’ সিনেমার মধ্য দিয়ে আবারও রুপালি পর্দায় ফিরছেন ভারতের জাতীয় ‘ক্রাশ’খ্যাত এই তারকা। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে মহারানি ইসুবাইয়ের রাজকীয় চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

সিনেমায় রাশমিকার সহ-অভিনেতা হিসেবে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। লক্ষ্মণ উতেকার পরিচালনায় সিনেমাটি একটি নির্দিষ্ট সময়ের ওপর নির্মিত অ্যাকশন ড্রামা, যেখানে মারাঠা সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরা হয়েছে।

সম্প্রতি ছবিটির নির্মাতারা মহারানি ইসুবাই রূপে রাশমিকার ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করেছেন; যেখানে এই অভিনেত্রীকে মার্জিত মহারাষ্ট্রীয় নওভারি শাড়িতে ঐতিহ্যবাহী গহনা দ্বারা সজ্জিত অবস্থায় দেখা গেছে। এই পোস্টারের মাধ্যমে ভিকির পাশাপাশি রাশমিকার চরিত্রও যে ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই ইঙ্গিত দিলেন নির্মাতারা।

পোস্টার শেয়ার করে ছবিটির নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, ‘প্রত্যেক মহারাজার পেছনে অতুলনীয় শক্তির একজন রানি দাঁড়িয়ে আছেন। রাশমিকা মান্দানাকে (মহারানি ইসুবাই) সাম্রাজ্যের গর্ব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে।’

 ‘ছাভা’ সিনেমাটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এবং শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসের ওপর নির্মাণ করা হয়েছে।

ভিকি কৌশল, রাশমিকা মান্দানা ছাড়াও সিনেমাটিতে আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। আশুতোষ রানাও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

হাসান

আবার দুঃসংবাদ শুনলেন সাইফ আলী খান

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম
আবার দুঃসংবাদ শুনলেন সাইফ আলী খান
ছবি: সংগৃহীত

পাতৌদী নবাব পরিবারের সন্তান বলিউড তারকা সাইফ আলী খান। উত্তরাধিকার সূত্রে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে প্রায় ১৫ হাজার কোটি রুপি সমমূল্যের সম্পত্তির মালিক তিনি। তবে সম্প্রতি সাইফের দিন খুব একটা ভালো যাচ্ছে না। গত ১৬ জানুয়ারি নিজ বাসভবনেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর সম্পত্তি নিয়ে আদালতের এই নির্দেশ নতুন শঙ্কার জন্ম দিয়েছে নবাব পরিবারে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

২০১৫ সালে ঐতিহাসিক স্থাপনা জব্দে সরকারি হস্তক্ষেপের বৈধতা স্থগিত করা হলেও মধ্যপ্রদেশ আদালত সম্প্রতি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এতে সরকার চাইলে ১৯৬৮ সালে প্রণীত এনিমি প্রপার্টি অ্যাক্টের অধীনে সাইফের উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপুল পরিমান সম্পদ জব্দ করতে পারবে।

সাইফের সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ফ্ল্যাগ স্টাফ হাউজ , নুর-উস-সাবাহ প্রাসাদ, দার-উস-সালাম, আহমেদাবাদ প্যালেস ও খোহেফিজা প্রাসাদ।

এ বিষয়ে সরকারপক্ষের দায়ের করা মামলার শুনানিতে বিচারক বিবেক আগারওয়াল এনিমি প্রপার্টি অ্যাক্টের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আদেশ দেন। বাদিপক্ষকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন প্রস্তাবের নির্দেশও দেওয়া হয়েছে।

দেশভাগের পর ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের বড় মেয়ে আবিদা সুলতানা দেশ ছেড়ে পাকিস্তানে পাড়ি জমান। তবে ভারতেই রয়ে গিয়েছিলেন দ্বিতীয় মেয়ে সাজিদা সুলতানা। সাজিদার উত্তরাধিকার হিসেবে এই সম্পত্তি পেয়েছেন সাইফ আলী খান।

তবে আবিদা দেশত্যাগ করে পাকিস্তানে স্থায়ী হওয়ায় এনিমি প্রপার্টি অ্যাক্টের মাধ্যমে সরকার এই সম্পত্তি জব্দ করতে পারবে।

এর আগে ২০১৯ সালে সাইফের নানী সাজিদাকেই সম্পত্তির বৈধ মালিক জানিয়ে রায় দেওয়ার পর বিরোধ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক আইনি লড়াই আবার এই দ্বন্দ্বে ঘি ঢেলেছে।

এ পরিস্থিতিতে পুরো এলাকায় গত ৭২ বছর জমির মালিকানাবিষয়ক তদন্ত প্রতিবেদন চেয়েছেন ভোপাল প্রশাসনের শীর্ষ কর্মকর্তা কুশলেন্দ্র বিক্রম সিং।

এই অঞ্চলে বসবাসরত বাসিন্দাদের ‘ভাড়াটিয়া’ হিসবে দেখছে সরকার।

এ ঘোষণার পর দুশ্চিন্তায় পড়েছেন এলাকার প্রায় দেড় লাখা বাসিন্দা। ঘরছাড়া হওয়ার আশঙ্কা নিয়ে এক বাসিন্দা বলেন, ‘আমাদের জমি রেজিস্ট্রির কাগজ নেই। কিন্তু সরকারকেতো নিয়মিত কর দিচ্ছি। নবাব সাহেবের নেওয়া ইজারা এখনো বৈধ।’

তবে এনিমি প্রপার্টি অ্যাক্টের প্রক্রিয়া জটিল হওয়ায় খুব সহজে কার্যক্রম শুরু করতে পারবে না সরকার। এদিকে পাতৌদি নবাব পরিবার জমির মালিকানা অক্ষুণ্ন রাখতে সরকারের বিরুদ্ধে মামলাও করতে পারবে। সূত্র এনডিটিভি

নাইমুর/

মোশাররফ করিমের ‘শাদী মোবারক’

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
মোশাররফ করিমের ‘শাদী মোবারক’
মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে পরিচালক শামীম জামান এবার নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। নাটকে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন মিম চৌধুরী। মিম ভালো অভিনয় করে। আরও ভালো করার প্রবল চেষ্টা আর আগ্রহ আছে তার।’ শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

এদিকে মোশাররফ করিম ফজলুর কবির তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবার প্লে-ব্যাক করেছেন অর্থাৎ গান গেয়েছেন। ‘ভালো ভালো লাগে না’ এমন শিরোনামের গানটির কথা ও সুর মোশাররফ করিমের। গানটি এরই মধ্যে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

হাসান