ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

আসছে আসিফ ও ইমরানের গান

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম
আসছে আসিফ ও ইমরানের গান
আসিফ আকবর ও ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত

তারকা সংগীতশিল্পী আসিফ আকবর। ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে এ প্রজন্মের জনপ্রিয় সুরকার, শিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এবার এই দুই তারকা গান নিয়ে আসছেন। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ পাবে গানটি। এরই মধ্যে নির্মিত হয়েছে গানের ভিডিও। এতে মডেল হিসেবেও দেখা যাবে আসিফ ও ইমরানকে।

গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীত করেছেন ইমরান। গানের শিরোনাম ‘মন জানে’। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। 
এ সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘ইমরান মাহমুদুল এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী-কম্পোজার। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে কাজটি করলাম, আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’ 

ইমরান বলেন, ‘ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। তার জন্য গান করতে গেলেই অন্য রকম এক অনুভুতি কাজ করে। আমাদের এ কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’

ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায়, আগামী ৫ জানুয়ারি ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

হাসান

আইপিএলের উদ্বোধনী মাতাবেন যেসব তারকারা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৮:২০ পিএম
আইপিএলের উদ্বোধনী মাতাবেন যেসব তারকারা
ছবি: সংগৃহীত

আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। ১৮তম এই আসরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে ম্যাচ শুরুর আগে কলকাতার ইডেন গার্ডেনে এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে বলিউডের সব তারকারা ইডেন গার্ডেনের মঞ্চ রাঙিয়ে তুলবেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, এদিন মাঠে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে বলিউড ভাইজান সালমান খানও উপস্থিত থাকবেন। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত ও ভিকি কৌশলরাও মাঠে থাকবেন।

শাহরুখের থাকার অন্যতম কারণ হলো প্রথম ম্যাচেই তার দল কলকাতা নাইট রাইডার্স মাঠে খেলবেন আর সালমান খান আসবেন তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণার জন্য। 

এর বাইরেও ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, জাহ্নবী কাপুরদের মত তারকারাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় মার্কিন পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক পারফর্ম করবেন। ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে একত্রে মঞ্চ মাতাবেন বলে আগেই জানা গেছে। পাশাপাশি অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ানও পারফর্ম করবেন। উল্লেখ্য, আইপিএল-এর এই অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন। 

শাকিল/  

বৈশাখী টেলিভিশনে ঈদে ২৭ নাটক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৫ পিএম
বৈশাখী টেলিভিশনে ঈদে ২৭ নাটক
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন। বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭ দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন রিজিয়া পারভীন, শবনম প্রিয়াংকা, শীলা দেবী, পুজা, সেনিজ, অনিন্দিতা অথি ও ঊর্মি খান। 

২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১৫ মিনিটে এবং ৯.৫৫ মিনিটে। এর বাইরে চাঁদরাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। 

ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত-অহনা রহমান অভিনীত ‘লন্ডনী জামাই’, ফরিদুল হাসানের পরিচালনায় জাহের আলভী-পারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানার পরিচালনায় মীর সাব্বীর, শমী, আ খ ম হাসান, মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশিরের পরিচালনায় শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি, আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’। 

বৈশাখী টেলিভিশনে গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঈদের বিশেষ আয়োজন সম্পর্কে জানানো হয়। ঈদ অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। সেখানে উপস্থিত ছিলেন বৈশাখী টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান ও বৈশাখী টিভির মিডিয়া মুখপাত্র দুলাল খান। 

বৈশাখী টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন বলেন, এই চ্যানেলের মূল মালিক আমরা দর্শকদেরই মনে করি। এতদিন বেশ কিছু সীমাবদ্ধতা থাকলেও খুব দ্রুতই সেখান থেকে বের হয়ে আসতে পারব আমরা। আগামী ৩ বছরের মধ্যে বৈশাখী টিভির অফিস আরও বড় পরিসরে গড়ে তোলার পরিকল্পনা আছে। 

তিনি আরও বলেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা। 

/শাকিল  

তারিক স্বপনের অভিনয়ের তিন দশক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৪ পিএম
তারিক স্বপনের অভিনয়ের তিন দশক
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বাহিরগোলার সন্তান এই সময়ের দর্শকের প্রিয় একজন অভিনেতা তারিক স্বপন। নিজের ভালো লাগা থেকেই অভিনয়ের দুনিয়ায় তার পথচলা। আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯২ সালে সিরাজগঞ্জের ‘অনুস্বর থিয়েটার’ দিয়ে তার মঞ্চে অভিনয় শুরু। পরবর্তী সময়ে ‘প্রসূণ থিয়েটার’র হয়ে তিনি ‘হামেদ আলীর সর্পদর্শন’, ‘১৯৭১’, ‘মহাপুরুষ’, ‘রাজাকারের পতন’সহ বেশ কয়েকটি মঞ্চনাটকের নির্দেশনা দেন। 

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান যখন তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যেতেন, তখন তারিক স্বপন জাহিদ হাসানের সঙ্গে দেখা করতেন। জাহিদ হাসানের অনুপ্রেরণা ও সাহসে ১৯৯৯ সালে তারিক স্বপন ঢাকায় আসেন। ঢাকায় এসে প্রথম ‘থিয়েটার সেন্টার’-এ যোগ দেন। যোগ দেওয়ার চার দিনের মাথায় তিনি ‘মন তার শঙ্খিনী’ নাটকে অভিনয় করেন। এর পর ২০০২ সাল থেকে ‘নাট্যকেন্দ্র’র সঙ্গে তার পথচলা। ‘নাট্যকেন্দ্র’তে যোগ দিয়েই ‘বিচ্ছু’, ‘আরজ আলী মাতব্বর’, ‘প্রতিসরণ’সহ আরও কয়েকটা নাটকে অভিনয় করেন। তবে ‘নাট্যকেন্দ্র’র সঙ্গে তারিক স্বপন যুক্ত থাকলেও মঞ্চে অভিনয়ে এখন অনিয়মিত। কারণ এখন টিভি নাটকেই তিনি ভীষণ ব্যস্ত।

নাট্যকেন্দ্রের রন্টুর নির্দেশনায় প্রথম তিনি টিভি নাটক ‘অজনা অজান্তে’তে অভিনয় করেন। নাটকের তিনটি প্রধান চরিত্রে সুইটি, তারিক স্বপন ও শামীম শাহেদ অভিনয় করেন। টিভিতে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’। এর পর মোশাররফ করিমের রেফারেন্সে মাসুদ সেজানের ‘লংমার্চ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তারিক স্বপন। একই পরিচালকের ‘রেড সিগন্যাল’, ‘চলিতেছে সার্কাস’, ‘এইম ইন লাইফ’ নাটকে অভিনয় করে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন তারিক স্বপন। তারিক স্বপনের প্রথম অভিনীত সিনেমা প্রয়াত আবিদ হাসান বাদলের ‘আলী বাবা’।

এর পর তাকে ‘পাওয়ার’, ‘হঠাও দুর্নীতি’, ‘অন্ধকারের রাজনীতি’, ‘মুখোশ’ সিনেমায় অভিনয়ে দেখা যায়। মুক্তির অপেক্ষায় আছে অঞ্জন আইচের ‘কানামাছি’ সিনেমাটি। খণ্ড নাটকের মধ্যে স্বপন অভিনীত আলোচিত নাটক হচ্ছে মাসুদ সেজানের ‘চোরের ভবিষ্যৎ’, অরণ্য আনোয়ারের ‘তিন মাত্রা’ ইত্যাদি। স্বপনের বাবা ফরিদুল ইসলাম তালুকদার, মা আফরোজা বেগম লিলি। দুজনের কেউ আজ বেঁচে নেই।

নিজের অভিনয় জীবন ও আগামীর ভাবনা নিয়ে তারিক স্বপন বলেন, ‘দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছি। ঢাকায় অভিনয় করছি দুই যুগেরও বেশি সময় ধরে। তবে দীর্ঘদিনের অভিনয় জীবনের পথচলায় হুমায়ূন আহমেদ স্যার, সালাহ উদ্দিন লাভলু ভাই, ফারুকী ভাইয়ের নাটকে অভিনয় করার সুযোগ হলো না। এটা আমার খুব কষ্টের একটা বিষয়। 

আমার মনে হয় লাভলু ভাই, ফারুকী ভাইয়ের নির্দেশনায় কাজ না করতে পারলে অভিনেতা হিসেবে আমি পূর্ণতা লাভ করতে পারব না। আর ভবিষ্যতে আমি কিছু ভালো ভালো গল্প রচনা করে নিজেই নির্দেশনা দেওয়ার ইচ্ছে রয়েছে। এখন আপাতত অভিনয়টাই মন দিয়ে করে যেতে চাই।’ 

/শাকিল  

পাগল ছেলে নিলয়ের সঙ্গী হিমি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম
পাগল ছেলে নিলয়ের সঙ্গী হিমি
ছবি: সংগৃহীত

পাগলামির একটা সীমা থাকে। কিন্তু গুলজার অদ্ভুত ধরনের একটা পাগল ছেলে। নিজের খামখেয়ালিতে চলতে থাকে সে। তবে কোনো পাগলামিতেই তার সুখ নেই। এর মধ্যে একদিন এক হাউজিতে বসে তিন পাত্তি খেলেছে। 

সেখানে নগদ টাকা, গলার চেইন বাজি ধরে হেরে যায়। এর পর মাতাল অবস্থায় রাস্তায় বের হয়ে গাড়ির লিফট চায়। যে গাড়ির লিফট নেয়, আবার সেটি মাতাল অবস্থায় কিনে নেয়। কিন্তু তার পরই অ্যাক্সিডেন্ট করে গুলজার। 

এই গুলজার হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ‘ছেলেটা পাগল পাগল’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। বরাবরই এ নাটকেও তার সঙ্গী হিমি। নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। আসছে ঈদে একটি ইউটিউব চ্যানেলে এটি দেখা যাবে। 

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, আমাদের চারপাশে অদ্ভুত রকমের মানুষ আমরা প্রায় সময় দেখতে পাই। তারা কখন কী করে তার ঠিক নেই। তেমনই এক অদ্ভুত চরিত্র নিয়ে এ নাটকের গল্প এগিয়ে যায়। 

/শাকিল  

সীমানা পেরিয়ে হলিউডে অপর্ণা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম
সীমানা পেরিয়ে হলিউডে অপর্ণা
অভিনেত্রী অপর্ণা কির্ত্তনীয়া। ছবিঃসংগৃহীত।

ছোট পর্দার পরিচিত মুখ অপর্ণা কির্ত্তনীয়া। টিভি নাটকের পাশাপাশি এই অভিনেত্রী নিয়মিত বিজ্ঞাপনেও কাজ করে থাকেন। বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত এই মুখ এবার রুপালি পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। সেটাও আবার সুদূর আটলান্টিক পেরিয়ে হলিউড ইন্ডাস্ট্রিতে। প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

অপর্ণা জানান, ‘ফ্লিটিং লাইট’ শিরোনামের এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রেই দেখা যাবে তাকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এটির শুটিং সম্পন্ন হয়েছে। এক বাংলাদেশি মেয়ের সঙ্গে একজন চায়নিজ ব্যবসায়ীর প্রেম, বিয়ে এবং বিচ্ছেদের রসায়ন নিয়েই ছবির গল্প এগিয়েছে। সিনেমাটির নির্মাতা হলিউড পরিচালক লিওন লি। এটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে প্রকাশিত হবে। মূলত অ্যামাজন প্রাইমের জন্যই ছবিটি নির্মাণ করা হয়েছে।

হলিউডের সিনেমায় কাজের প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘হলিউড বা বলিউডের মতো এমন বড় প্ল্যাটফর্মে কাজ করার স্বপ্ন সব অভিনয়শিল্পীদেরই থাকে। সেই স্বপ্ন যখন একদম আপনার হাতের নাগালে চলে আসে তখন আপনার উত্তর স্বাভাবিকভাবেই হ্যাঁ হবে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই ছিল। পরিচালক অভিনয়ের প্রস্তাব দেওয়ার পরপরই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। লিকে বলেছিলাম, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। অনেক কিছু শিখতে ও জানতে চাই। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি।’

এখন কথা হলো ঢাকা থেকে সোজা হলিউডে কাজের সুযোগ কিভাবে পেলেন অপর্ণা! সে সম্পর্কে এ অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমার এক ফ্রেন্ড আগেই লিয়ন লির সঙ্গে একটি প্রজেক্টে কাজ করেছিল। পরবর্তী প্রজেক্ট শুরু করার জন্য নেওয়া অডিশনে লি আমাকে ডেকেছিলেন এবং সেখানেই সিলেক্টেড হই। পরিচালকের মুখে গল্পটা শোনার পর আমার এতটাই পছন্দ হয় যে, হ্যাঁ না বলে থাকতে পারিনি। গল্পটা আমার কাছে খুব ইউনিক লেগেছে এবং আশা করি, এটি দর্শকদের ভালো লাগার পাশাপাশি সারা বিশ্বে ভীষণভাবে সাড়া ফেলবে।’ সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালেই অ্যামাজন প্রাইমে সিনেমাটি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ছবির নির্মাতা লিয়ন লির অ্যাকশন, রোমান্স, ঐতিহাসিক ড্রামা এবং সাসপেন্সসহ নানা ধরনের গল্প নির্মাণের জন্য বিশেষ পরিচিতি রয়েছে। তার উল্লেখযোগ্য কিছু কাজ হলো ‘ট্রিপল লাভ’, ‘ব্যাটল ফর গ্লোরি’, ‘গ্রিন হাট’, ‘ফ্রড ইন ফ্রড’ এবং ‘ইহেনারা’। এবার বাংলাদেশি অভিনেত্রীকে নিয়ে নির্মিত তার পরবর্তী ছবি ‘ফ্লিটিং লাইট’ রয়েছে মুক্তির অপেক্ষায়।

/ফারজানা ফাহমি