
ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১১ জানুয়ারি। এই চলচ্চিত্র উৎসবে শর্ট ও ইন্ডি সেকশনে দেখানো হবে নির্মাতা ইভান মনোয়ারের ২টি চলচ্চিত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর নির্মিত ‘দ্য সাউন্ড ইজ লাউড’ ১২ জানুয়ারি দেখানো হয়েছে। ১৫ জানুয়ারি গ্রীণ ইউনিভার্সিটিতে বিকাল ৫টায়, ১৬ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে বিকাল ৫ টা ৩০ মিনিটে, ১৭ জানুয়ারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিকাল ৫ টায় প্রদর্শিত হবে ছবিটি। জবা নামে একটি মেয়ের ফুটবলার হয়ে ওঠবার গল্প নিয়ে সিনেমা ‘ফাউল’। এটি দেখানো হবে ১৪ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে বিকাল ৫ টা ৩০ মিনিটে ও ১৮ জানুয়ারি সুফিয়া কামাল মিলনায়তন,জাতীয় জাদুঘরে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে।
ইতোমধ্যেই 'দ্য সাউন্ড ইজ লাউড' ছবিটি দর্শকের ভালোবাসা পেয়েছে। ছবিটি ফ্রান্সের সিনেমা দ্যু রিল ডকু ফিল্ম ফেস্টিভ্যালে প্রি-সিলেকশনে রয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার ইভান মনোয়ার সম্প্রতি তার ছবি প্যাসেঞ্জারের জন্য ইউরোপিয়ান ফিল্ম ফেস্ট পুরস্কার জিতেছেন। তিনি গত বছর বাংলাদেশ থেকে Xiaomi-এর গ্লোবাল ফিল্মমেকার হিসেবে নির্বাচিত হয়েছেন। তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'গ্রিন পাসপোর্ট' বিটিভির ছোট ছবি,বড় স্বপ্নতে ফিল্ম ল্যাব বাজেট পেয়েছে। তিনি তার 'বর্ন টু প্লে' সিনেমার জন্য ইউরোপীয় ইউনিয়ন ফিল্ম গ্রান্ট জিতেছেন। নির্মাতা নিজেকে প্রস্তুত করছেন মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ‘অভিনেত্রী’ নামে একটি ছবি বানানোর। যেখানে একজন ফিল্মমেকার ও একজন পতিতার স্বপ্ন, ভালোবাসাও বিশ্বাসঘাতকতার গল্প ফ্রেমে উঠে আসবে।