
জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান তিনি। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬টি বছর। বর্তমানের স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন এই গায়িকা।
গানের পাশাপাশি অভিনেত্রী হিসেবেও পরিচিতি পেয়েছেন পড়শী। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চলচ্চিত্রেও। এরপর লাইট ক্যামেরা অ্যাকশনের গণ্ডিতে হয়েছেন আরও নিয়মিত। সিনেমাতে আর অভিনয় না করলেও নাটকে কাজ করছেন নিয়মিত। সম্প্রতি প্রযোজক হিসেবেও যাত্রা শুরু করেছেন এই গায়িকা ও নায়িকা।
এর মধ্যে জানা গেল, জীবনের নতুন ইনিংস শুরু করেছেন পড়শী। অর্থাৎ বিয়ের কাজটি ইতোমধ্যেই সেরে নিয়েছেন তিনি। পাত্র যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়। দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনরা পড়শী ও নীলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন। তবে পরবর্তী সময়ে পড়শী তার ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়শী লিখেছেন, আস্সালামু আলাইকুম, আমি আপনাদের স্নেহের/ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি- এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে। গত বছর ৪ মার্চ, ২০২৪-এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিলেন হামিম-নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়।
যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও। সব ঠিক থাকলে খুব শিগগির নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।
জানা গেছে, পড়শী ও নীলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী। ২০১০ সাল থেকে নীলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নীলয়ের পরিবার বাংলাদেশে আসে। এরপর পড়শী ও নীলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়।