ঢাকা ২৪ মাঘ ১৪৩১, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
English
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

আরিয়ানা গ্র্যান্ডে এবার অড্রে হেপবার্নের চরিত্রে!

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
আরিয়ানা গ্র্যান্ডে এবার অড্রে হেপবার্নের চরিত্রে!
অড্রে হেপবার্ন ও আরিয়ানা গ্র্যান্ডে। ছবি: সংগৃহীত

আমেরিকান মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে। এরই মধ্যে হলিউডে তার জায়গা বেশ পাকাপোক্ত করেছেন। সম্প্রতি গুজব ছড়িয়েছে, ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্নের আসন্ন বায়োপিকে অভিনয় করবেন তিনি। তবে ঘটনা কতটুকু সত্যি? জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই।

ন্যাশনাল বোর্ড অব রিভিউয়ের এক অনুষ্ঠানে গ্র্যান্ডে এ বিষয়ে কথা বলেন। এই গুঞ্জন সত্য কি না তা নিশ্চিত করেননি তিনি। তবে একেবারে উড়িয়েও দেননি। কারণ তিনি চরিত্রটি করার ইচ্ছা পোষণ করেন। তিনি অ্যাকসেস হলিউডকে বলেন, ‘ওহ মাই গড, ওহ মাই গড- আমি জানি না তার (অড্রে হেপবার্ন) চরিত্রে অভিনয় করব কি না। তবে এটা করলে নিখুঁতভাবে করতে হবে। মানে নিখুঁত হতেই হবে।’

আরিয়ানার এই কথা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেছেন। কেউ চান আরিয়ানা হেপবার্নের চরিত্রে অভিনয় করুক, কেউ আবার মন্তব্য করেছেন, ‘তাকে মানাবে না।’

বেশ কয়েকজন বলেছেন, হলিউডের আরও অনেক অভিনেত্রী আছেন যারা অড্রে হেপবার্নের চরিত্রে আরও বিশ্বাসযোগ্য অভিনয় করবেন। তবে আরিয়ানার কিছু ভক্ত চান, এই আইকনিক চরিত্রে তিনি অভিনয় করুন।

অবশ্য ভিন্নমতও দিয়েছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘তিনি (আরিয়ানা গ্র্যান্ডে) অড্রে চরিত্রে অভিনয় করছেন না। লিলি কলিন্সই একমাত্র এটা ভালো করবেন।’ আরেকজন লিখেছেন, ‘নাহ, আমার মনে হয় অ্যান হ্যাথওয়ে ভালো করবেন।’

ডিজনি মিউজিক্যাল ‘উইকড: পার্ট ওয়ান’- এ গ্লিন্ডা চরিত্রে অভিনয়ের জন্য আরিয়ানা গ্র্যান্ডে ব্যাপক প্রশংসা পেয়েছেন। এটি ২০২৪ সালের ২২ নভেম্বর মুক্তি পায়। ২০২৫ সালের ২১ নভেম্বর মুক্তি পেতে যাওয়া ‘উইকড: ফর গুড’- এর সিক্যুয়েলে গ্লিন্ডা চরিত্রে আবারও ফিরে আসছেন তিনি। উল্লেখ্য, শেষবার গোল্ডেন গ্লোবস ২০২৫- এর লাল গালিচায় তাকে দেখা গিয়েছিল।

সূত্র: এনডি টিভি

হাসান

পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলো শাওন-সাবাকে

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম
পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলো শাওন-সাবাকে
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আফরোজ শাওন এবং সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার মা তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।

অপরদিকে সোহানা সাবার বিরুদ্ধে অভিযোগ আছে, গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনিসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। 

সুমন/

শাওন-সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম
শাওন-সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাওন ও সাবা ডিবি কার্যালয়ে আছেন বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা এখন আমাদের হেফাজতে আছেন। কোন মামলায় বা কী কারণে তাদেরকে আটক করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।’

ডিবির একটি সূত্র জানিয়েছে, মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার মা তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।

অপরদিকে সোহানা সাবার বিরুদ্ধে অভিযোগ আছে, গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনিসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।  

সুমন/

অভিনেত্রী শাওন আটক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১ পিএম
অভিনেত্রী শাওন আটক
মেহের আফরোজ শাওন

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।’

সালমান/

একের ভেতর তিন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম
একের ভেতর তিন
হলিউড তারকা বেন অ্যাফ্লেক। ছবি: সংগৃহীত

হলিউড তারকা বেন অ্যাফ্লেক তার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেলস’-এর মধ্য দিয়ে ফের বড় পর্দায় আসতে চলেছেন। যদিও গত বছর ছবিটিতে শুধু পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন, তবে এ বছর সে সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ছবিটিতে প্রযোজক হিসেবেও থাকছেন সদ্য জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন করা এই অভিনেতা।

দ্য হলিউড রিপোর্টার অনুসারে, ছবিটি প্রথমে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এটিতে ম্যাট ড্যামনেরও অভিনয় করার কথা ছিল। কিন্তু স্বত্ব সংক্রান্ত জটিলতার কারণে সিনেমার কাজ সময় মত শুরু করা আর সম্ভব হয়নি। ফলে বেন অ্যাফ্লেক এবং ম্যাড ড্যামন দুইজনই অন্য সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। জানা গেছে, শিগগিরই এর শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেন অ্যাফ্লেকের বিপরীতে ছবিটিতে আরও অভিনয় করবেন ব্রিটিশ তারকা গিলিয়ান অ্যান্ডারসন। চিত্রনাট্য লিখেছেন কনর ম্যাকইনটায়ার এবং বিলি রে। মূলত দুর্ধর্ষ এক কিডন্যাপিং নিয়ে ছবিটির গল্প।

এটির প্রযোজনায় থাকছে অ্যাফ্লেক ও ড্যামনের যৌথ প্রোডাকশন ব্যানার ‘আর্টিস্ট ইকুইটি’ এবং নেটফ্লিক্স। ছবিটির সহ-প্রযোজক হিসেবে আরও থাকছেন ব্র্যাড ওয়েস্টন, কলিন ক্রাইটন এবং ড্যানি বার্নফেল্ড।

/আবরার জাহিন

‘খুশি’তে ইব্রাহিমের অভিষেক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম
‘খুশি’তে ইব্রাহিমের অভিষেক
ইব্রাহিম আলী খানও খুশি কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। সমালোচনার পরও অনেক প্রতিভাবান তারকাই ইন্ডাস্ট্রিতে নিজ যোগ্যতায় জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। তেমনি এবার আরও এক ‘স্টারকিড’র অভিষেক দেখতে যাচ্ছে বলিউড। শাওনা গৌতমের পরিচালনায় ‘নাদানিয়ান’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম আলী খান। তার বিপরীতে অভিনয় করেছেন আরেক ‘স্টারকিড’ শ্রীদেবী কন্যা খুশি কাপুর।

ইব্রাহিমের এটি প্রথম ছবি হলেও খুশি কাপুরের জন্য এটি ক্যারিয়ারের চতুর্থ সিনেমা। ‘নাদানিয়ান’ সিনেমাটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনস। জীবনের প্রথম প্রেমের ক্ষেত্রে আবেগ এবং কী প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়, সেসব নিয়েই ছবিটির গল্প। বিপরীত মেরুর দুইজন তরুণ-তরুণীকে নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি। যেখানে পিয়া (খুশি কাপুর) দক্ষিণ দিল্লির একজন আত্মবিশ্বাসী মেয়ে। অন্যদিকে, অর্জুন (ইব্রাহিম আলী খান) নয়ডার একজন দৃঢ়প্রতিজ্ঞ ছেলে। এখানে তারা কীভাবে তাদের চ্যালেঞ্জগুলো পাশ কাটিয়ে গভীর সম্পর্ক গড়ে তোলে, সেটাই সিনেমায় দেখা যাবে।

ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ প্রকাশ করেননি প্রযোজনা প্রতিষ্ঠান। আশা করা হচ্ছে, আগামী মাসে নেটফ্লিক্সে ছবিটির প্রিমিয়ার হবে। যদিও ছবির কোনো ট্রেলার বা টিজার প্রকাশ পায়নি। তবে ইতোমধ্যেই ‘ইশক মে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। তরুণ-তরুণীর প্রেমের এই গল্প নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইব্রাহিম আলী খান ও খুশি কাপুর। এ ছাড়া মহিমা চৌধুরী, সুনীল শেঠি, দিয়া মির্জা, জুগাল হংসরাজসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন।

/আবরার জাহিন