
আমেরিকান মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে। এরই মধ্যে হলিউডে তার জায়গা বেশ পাকাপোক্ত করেছেন। সম্প্রতি গুজব ছড়িয়েছে, ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্নের আসন্ন বায়োপিকে অভিনয় করবেন তিনি। তবে ঘটনা কতটুকু সত্যি? জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই।
ন্যাশনাল বোর্ড অব রিভিউয়ের এক অনুষ্ঠানে গ্র্যান্ডে এ বিষয়ে কথা বলেন। এই গুঞ্জন সত্য কি না তা নিশ্চিত করেননি তিনি। তবে একেবারে উড়িয়েও দেননি। কারণ তিনি চরিত্রটি করার ইচ্ছা পোষণ করেন। তিনি অ্যাকসেস হলিউডকে বলেন, ‘ওহ মাই গড, ওহ মাই গড- আমি জানি না তার (অড্রে হেপবার্ন) চরিত্রে অভিনয় করব কি না। তবে এটা করলে নিখুঁতভাবে করতে হবে। মানে নিখুঁত হতেই হবে।’
আরিয়ানার এই কথা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেছেন। কেউ চান আরিয়ানা হেপবার্নের চরিত্রে অভিনয় করুক, কেউ আবার মন্তব্য করেছেন, ‘তাকে মানাবে না।’
বেশ কয়েকজন বলেছেন, হলিউডের আরও অনেক অভিনেত্রী আছেন যারা অড্রে হেপবার্নের চরিত্রে আরও বিশ্বাসযোগ্য অভিনয় করবেন। তবে আরিয়ানার কিছু ভক্ত চান, এই আইকনিক চরিত্রে তিনি অভিনয় করুন।
অবশ্য ভিন্নমতও দিয়েছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘তিনি (আরিয়ানা গ্র্যান্ডে) অড্রে চরিত্রে অভিনয় করছেন না। লিলি কলিন্সই একমাত্র এটা ভালো করবেন।’ আরেকজন লিখেছেন, ‘নাহ, আমার মনে হয় অ্যান হ্যাথওয়ে ভালো করবেন।’
ডিজনি মিউজিক্যাল ‘উইকড: পার্ট ওয়ান’- এ গ্লিন্ডা চরিত্রে অভিনয়ের জন্য আরিয়ানা গ্র্যান্ডে ব্যাপক প্রশংসা পেয়েছেন। এটি ২০২৪ সালের ২২ নভেম্বর মুক্তি পায়। ২০২৫ সালের ২১ নভেম্বর মুক্তি পেতে যাওয়া ‘উইকড: ফর গুড’- এর সিক্যুয়েলে গ্লিন্ডা চরিত্রে আবারও ফিরে আসছেন তিনি। উল্লেখ্য, শেষবার গোল্ডেন গ্লোবস ২০২৫- এর লাল গালিচায় তাকে দেখা গিয়েছিল।
সূত্র: এনডি টিভি
হাসান