
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। হাজার হাজার বসতবাড়ি-স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে দাবানলে। পুড়ে গেছে হলিউডের অনেক তারকার ঘরও। এবার জানা গেল দাবানলের আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও তার পরিবার। মানসিকভাবে কিছু ভেঙে পড়লেও এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিরাপদ থাকার খবর জানিয়েছেন। বিয়ের পর থেকেই লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন প্রীতি জিনতা। জেনে গুডএনাফের সঙ্গে সেখানকার বাংলোয় সুখের সংসার পেতেছেন তিনি। দুই সন্তানও রয়েছে তাদের।
নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) প্রীতি জিনতা লিখেছেন, ‘এরকম একটা দিন দেখার জন্য বেঁচে থাকতে হবে জীবনেও ভাবিনি। দাবানলের গ্রাসে আমাদের লস অ্যাঞ্জেলেসের পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, পরিজনরা গৃহহারা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আকাশ ধোঁয়াচ্ছন্ন, সর্বত্র ছাই। তুষারপাতের মতো আকাশ-বাতাসে ছাই ভেসে বেড়াচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে বাচ্চা এবং বয়স্কদের জন্য সমস্যা আরও বাড়বে। চারপাশের এই ধ্বংসলীলা দেখে আমি ভেঙে পড়েছি। তবে ঈশ্বরকে ধন্যবাদ আমরা যে এখনো সুরক্ষিত।’
প্রীতি আরও লিখেছেন, ‘এই অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুত এবং সর্বস্ব হারানো মানুষের জন্য প্রার্থনা করছি প্রতিটা মুহূর্তে। আশা করি, শিগগিরই বাতাসের দাপট কমে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। দমকল বিভাগ, অগ্নিনির্বাপক কর্মী এবং যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকুন সবাই।’
হাসান