ঢাকা ২৬ মাঘ ১৪৩১, রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

দাবানলের ধ্বংসলীলা দেখে আমি ভেঙে পড়েছি: প্রীতি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম
দাবানলের ধ্বংসলীলা দেখে আমি ভেঙে পড়েছি: প্রীতি
প্রীতি জিনতা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। হাজার হাজার বসতবাড়ি-স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে দাবানলে। পুড়ে গেছে হলিউডের অনেক তারকার ঘরও। এবার জানা গেল দাবানলের আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও তার পরিবার। মানসিকভাবে কিছু ভেঙে পড়লেও এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিরাপদ থাকার খবর জানিয়েছেন। বিয়ের পর থেকেই লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন প্রীতি জিনতা। জেনে গুডএনাফের সঙ্গে সেখানকার বাংলোয় সুখের সংসার পেতেছেন তিনি। দুই সন্তানও রয়েছে তাদের।

নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) প্রীতি জিনতা লিখেছেন, ‘এরকম একটা দিন দেখার জন্য বেঁচে থাকতে হবে জীবনেও ভাবিনি। দাবানলের গ্রাসে আমাদের লস অ্যাঞ্জেলেসের পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, পরিজনরা গৃহহারা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আকাশ ধোঁয়াচ্ছন্ন, সর্বত্র ছাই। তুষারপাতের মতো আকাশ-বাতাসে ছাই ভেসে বেড়াচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে বাচ্চা এবং বয়স্কদের জন্য সমস্যা আরও বাড়বে। চারপাশের এই ধ্বংসলীলা দেখে আমি ভেঙে পড়েছি। তবে ঈশ্বরকে ধন্যবাদ আমরা যে এখনো সুরক্ষিত।’

প্রীতি আরও লিখেছেন, ‘এই অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুত এবং সর্বস্ব হারানো মানুষের জন্য প্রার্থনা করছি প্রতিটা মুহূর্তে। আশা করি, শিগগিরই বাতাসের দাপট কমে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। দমকল বিভাগ, অগ্নিনির্বাপক কর্মী এবং যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকুন সবাই।’

হাসান

জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’ রটারড্যামে প্রশংসিত

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম
জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’  রটারড্যামে প্রশংসিত
অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটির প্রিমিয়ার হয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।গত ৬ ফেব্রুয়ারি সিনেমাটি উৎসবে প্রদর্শিত হয়।   

উৎসবে অংশ নিতে জয়া এখন আছেন নেদারল্যান্ডসের রটারড্যামে। সেখান থেকেই জানিয়েছেন ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি)অভিনেত্রী নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘পশ্চিমা দর্শক সিনেমাটি সত্যিই খুব উপভোগ করেছেন। তাদের মতে, ‘পুতুল নাচের ইতিকথা’ একটি অসাধারণ সেলুলয়েড সৃষ্টি। বিশেষকরে সিনেমায় উঠে আসা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি বাংলার নারীদের সাহস, শক্তিশালী চরিত্রগুলি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং প্রশংসা করেছেন।’

 পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে জয়া আহসান। ছবি: সংগৃহীত

এর আগে সিনেমার পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নির্মাণ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন এই ছবি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

গত  ৩০ জানুয়ারি শুরু হয়েছে রটারড্যাম উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। জয়া আহসান ছাড়াও এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

 

/ফারজানা ফাহমি

প্রেমিকের সঙ্গে দূরত্ব

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম
প্রেমিকের সঙ্গে দূরত্ব
হলিউড অভিনেত্রী মেগান ফক্স। ছবিঃ সংগৃহীত

হলিউডের জনপ্রিয় জুটি মেগান ফক্স ও মেশিনগান কেলি। ২০২০ সালে মার্কিন র্যাপার কেলির সঙ্গে প্রেম শুরু করেন ‘ট্রান্সফর্মার্স’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী। অবশেষে ছেলে সন্তানের বাবা-মা হতে চলেছেন তারা। কিন্তু তাদের ঘনিষ্ঠ এক সূত্র ইউএস উইকলিকে জানিয়েছে, সন্তান আগমনের আগে ৩৮ বছর বয়সী প্রেমিকের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।

মূলত এই সময়ে ‘শান্তিতে থাকার জন্যই’ নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র আরও জানিয়েছে, প্রেমিকের থেকে বর্তমানে আলাদা থাকতে শুরু করেছেন এবং সময়টা উপভোগও করছেন। তবে কেলিকে বাবার অধিকার দিতে চান মেগান।

ইউএস উইকলির প্রতিবেদন অনুসারে, মেশিনগান কেলি আবারও মেগান ফক্সের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করে নিতে চান। কিন্তু এই অভিনেত্রী আর এমনটা চান না এবং তিনি বিশ্বাস করেন এটি দুইজনের জন্যই ভালো হবে।

২০২০ সালে ‘মিডনাইট ইন দ্য সুইচগ্রাস’ সিনেমার সেটে পরিচয় হওয়ার পর সে বছরের মে মাস থেকে প্রেম শুরু করেন তারা। মেগানের আগের সংসারে আরও তিন সন্তান রয়েছে। কেলির সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এর আগেও একবার সন্তানসম্ভবা হয়েছিলেন মেগান। কিন্তু ২০২৩ সালের নভেম্বরে গর্ভাবস্থায় তাদের সন্তান নষ্ট হয়ে গেলে ঘটনাটি তাদের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলেছিল।

তখন এই অভিনেত্রী বলেছিলেন, ‘এ ঘটনায় আমরা ভীষণ ব্যথিত। এমনটা হবে আমরা আশাও করিনি। এ জন্য আমাদের খুব কঠিন সময় পার করতে হয়েছে। এ ঘটনার কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’

উল্লেখ্য, এমা ক্যাননের সঙ্গে মেশিনগান কেলির আগের সংসারেও ১৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

বিটিভিতে ভুলিনি সেদিন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম
বিটিভিতে ভুলিনি সেদিন
ভুলিনি সেদিন নাটকের একটি মুহূর্ত। ছবিঃসংগৃহীত

মিশা বাবা-মায়ের সঙ্গে বিদেশ থাকে। বছরে দু-একবার দেশে এলে চাচাতো ভাই-বোনদের সঙ্গে ঘোরাঘুরি করে ও দাদিমার সঙ্গে আড্ডা দিয়ে তার সময় কেটে যায়। এবার মিশা এসেছে ফেব্রুয়ারি মাসে। তার খুব ইচ্ছে ছিল জুলাই অভ্যুত্থানে দেশে এসে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার। কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়নি। তাই সে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসকে মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে।

এ দিবসকে ঘিরে কী করা যায় তা নিয়ে চাচাতো ভাই-বোন দীপা আর মিতুলের সঙ্গে আলাপ করে।  কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে একুশে ফেব্রুয়ারি নিয়ে এত উচ্ছ্বাস নেই মিতুলের। একুশের ইতিহাসটাও সে ঠিকমতো জানে না।

মিশা নিজেও তো ইংরেজি মিডিয়ামে পড়েছে, তবুও সে ইতিহাস জানে। আসলে জানতে চাইলেই জানা যায়। এমনই গল্পে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ ৮ ফেব্রুয়ারি, শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ভুলিনি সেদিন’। 

রবিউল আলমের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। এতে অভিনয় করেছেন দিলারা জামান, তন্ময় বিশ্বাস, মাইশা, মিলি বাসার, আশরাফ টুলু, সামিয়া নাহি প্রমুখ।

/ফারজানা ফাহমি
    

মা, ভাইবোনদের নামে পপির জিডি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৬ পিএম
মা, ভাইবোনদের নামে পপির জিডি
অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ছবিঃসংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। কয়েক বছর ধরেই শোবিজ অঙ্গনের বাইরে আছেন তিনি। বিয়ে করে থিতু হয়েছেন এই নায়িকা। জন্ম দিয়েছেন সন্তানও। এসব ছাপিয়ে কয়েকদিন ধরেই আলোচনায় পপি। তার বোন ফিরোজা পারভীন এই অভিনেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে খুলনার সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর থেকেই আলোচনায় আসেন পপি। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা তৈরি হওয়ার পর দীর্ঘদিনের আড়াল ভেঙে এক ভিডিও বার্তা দেন এই নায়িকা।

এবার নিজের সম্পত্তি ফেরত পেতে নিজের মা, ভাইবোনদের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পপি। গত বৃহস্পতিবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করেন তিনি। জিডি নং-৪৪৩। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পপি নিজেই।

এ সম্পর্কে তিনি বলেন, ‘২০০৮ সালে আমার কষ্টার্জিত টাকায় ৬ কাঠা জমি কিনেছি। জমিতে যেতে ১০ ফিট জায়গা আমার কিন্তু আমার মা, ভাইবোনদের অত্যাচারের কারণে আজও জমিটি ভোগ করতে পারিনি। রাস্তাও ব্যবহার করতে দেয় না। উল্টো আমার নামে মিথ্যাচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে। যে কারণে জিডি করেছি, প্রয়োজনে মামলা করব।’

এদিকে জিডি সূত্রে জানা যায়, পপির মা এবং ভাইবোন তার কেনা জমি দখল করে রেখেছেন দীর্ঘদিন ধরে। একাধিকবার জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করেও সমাধান হয়নি। বর্তমানে অভিনেত্রীর জমি দখল নিতে তাকে ভয় দেখানো হচ্ছে। পপির পরিবারের সদস্যরা গত বুধবার সোনাডাঙ্গার শিববাড়ি এলাকায় পপির কেনা জমি খালি করে দেওয়ার কথা বলে তার জমির দেখা শোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে হুমকি দেন।

এর আগে স্বামী-সন্তান নিয়ে খুলনায় গিয়ে নিজের বোনকে হত্যার হুমকি দিয়েছেন পপি, এমন অভিযোগ করেন তার বোন ফিরোজা পারভীন। গত সোমবার সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভীন। জিডিতে পপির স্বামী আদনান উদ্দিন কামালের নামও উল্লেখ করেছেন।

/ফারজানা ফাহমি

‘ম্যা হু না ২’ নিয়ে আসছেন শাহরুখ

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম
‘ম্যা হু না ২’ নিয়ে আসছেন শাহরুখ
বলিউড অভিনেতা শাহরুখ খান। ছবিঃসংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান তার ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যা হু না’ দর্শকহৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। জানা গেছে, দুই দশক আগের এই ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করেছেন নির্মাতা ফারাহ খান। সবকিছু ঠিক থাকলে শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে ‘ম্যা হু না ২’ তৈরি করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিক্যুয়েলের জন্য ফারাহ সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে কাজ করছেন। শাহরুখও দ্বিতীয় কিস্তি নিয়ে তার আগ্রহের কথা জানিয়েছেন। ফারাহর দল বর্তমানে রেড চিলিজের অভ্যন্তরীণ লেখকদের সঙ্গে আলোচনার মাধ্যমে চিত্রনাট্যের কাজ চলমান রেখেছেন।

অবশ্য ছবিটির গল্পের বিষয়ে শাহরুখ যথেষ্ট সতর্ক আছেন। কেবল নস্টালজিয়ার কারণে কোনো সিনেমার সিক্যুয়েল করতে রাজি নন এই অভিনেতা। তিনি জানেন ‘ম্যা হু না’ ছবির গ্রহণযোগ্যতা তার ভক্তদের কাছে কতটুকু। তাই শাহরুখ তখনই দ্বিতীয় কিস্তির জন্য সম্মতি জানাবেন, যখন এটির গল্প প্রথম কিস্তিকেও ছাড়িয়ে যাবে- এক সূত্র এমনটাই জানিয়েছে।

আশা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চিত্রনাট্যের প্রথম খসড়া পর্যালোচনার পরই বলিউড বাদশাহ তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অভিনেতা ছবিটি করতে সম্মতি জানালে ফারাহ খানের নির্মাণে এটি হবে শাহরুখের চতুর্থ সিনেমা। এর আগে এই জুটির একসঙ্গে করা ‘ম্যা হু না’, ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ তিনটি ছবিই ব্যবসাসফল হয়েছিল।

বর্তমানে এই অভিনেতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া স্পাই ইউনিভার্সের পরবর্তী কিস্তি ‘পাঠান ২’-এর জন্যও নিজেকে প্রস্তুত করছেন শাহরুখ খান।

/ফারজানা ফাহমি