
গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে দক্ষিণি সুপারস্টার রামচরণ ও জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত সিনেমা ‘গেম চেঞ্জার’। চার দিন হয়ে গেলেও জনপ্রিয় নির্মাতা এস সংকর পরিচালিত এ সিনেমাটি তেমন সফলতা পাচ্ছে না। সিনেমা বিশ্লেষকরা ধারণা করছেন, খুব শীগ্রই সিনেমাটি ফ্লপের দিকে এগুচ্ছে।
এর আগে রামচরণ অভিনীত প্যান ইন্ডিয়া সিনেমা ‘আরআরআর’ বক্স অফিসে ব্যাপক সফলতা পায়। এসএস রাজামৌলি পরিচালিত সেই সিনেমায় ছিলেন জুনিয়র এনটিআরও। এবার সবাই আশা করেছিল, রামচরণের এ সিনেমাটিও ব্যাপক ধামাকা আনবে। তবে সাম্প্রতিক হাল দেখে মনে হচ্ছে, সিনেমাটির বাজেট উঠানোও কষ্টকর হয়ে যাবে।
ওপেনিং ডেতে ‘গেম চেঞ্জার’ আয় করেছিল ৫১ কোটি রুপি। এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় সংগ্রহ। এরপর থেকে প্রতিদিনই সিনেমাটির আয় নিম্নমুখী। এই রাজনৈতিক অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটির আয় শনিবার ৫৭ শতাংশ পড়ে গিয়ে ২১ দশমিক ৬০ কোটি আয় করেছিল। রোববার এই আয়ের অঙ্ক ২৬ শতাংশ পড়ে গিয়েছিল। ‘গেম চেঞ্জার’ এদিন মাত্র ১৫ কোটি ৯০ লাখ আয় করেছিল। আর সোমবার আয় পড়ে গিয়েছিল ৫২ শতাংশ। মুক্তির চতুর্থ দিন রামচরণের এই ছবি ৭ দশমিক ৬১ কোটি ব্যবসা করেছিল। ছবিটি মুক্তির চার দিন পরও ১০০ কোটি ক্লাবের সদস্য হতে পারেনি। এ পর্যন্ত মোট আয় করেছে ৯৬ দশমিক ১৫ কোটি রুপি।
‘গেম চেঞ্জার’ সিনেমাটি নির্মাণ করতে নির্মাতারা ৪৫০ কোটি খরচ করেছেন। তাই এই সিনেমার ভবিষ্যৎ এক বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে।
এদিকে পাইরেসি কবলে পড়েছে ‘গেম চেঞ্জার’। মুক্তির আগে প্রযোজকের কাছে মোট অংকের চাঁদা দাবি করেছিল দুর্বৃ্ত্তরা। তাদের দাবি আদায় না হলে সিনেমাটি অনলাইনে ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। নির্মাতা এস সংকর অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়ায় সিনেমাটি এরই মধ্যে অনলাইনে ফাঁস করা হয়েছে।
হাসান