
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য সব সময় আলোচনায় থাকেন। এবার স্বেচ্ছাসেবী হিসেবে ক্যালিফোর্নিয়ায় ভয়ংকর দাবানলে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এই অভিনেত্রী। তবে এ কাজে জোলি একা নন, তার ছয় সন্তানও তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন।
ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত নিকটাত্মীয়দের সহায়তায় নিজের ২৪.৫ মিলিয়ন ডলারের লস ফেলিজ বাড়িটি খুলে দিয়েছেন ‘মারিয়া’খ্যাত এই অভিনেত্রী। গত সপ্তাহে ডেইলি মেইলে প্রকাশিত একটি ভিডিওতে জোলি বলেছিলেন, ‘আমি (অনুদান দেব, কিন্তু) এই মুহূর্তে আমার কাছের লোকদের যত্ন নিচ্ছি এবং তাদের আমার বাড়িতে রাখছি।’
এ সম্পর্কে জোলির কাছের এক সূত্র জানিয়েছে, জোলি এবং তার বাচ্চারা অগ্নিকাণ্ডের দ্বারা প্রভাবিত মানুষদের সাহায্য করছেন। তাদের কী প্রয়োজন তা শুনে সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছেন।
এ ছাড়া জোলি ‘রোজ বোল’ এবং ওয়ার্ল্ড সেন্টারে গিয়ে অগ্নিনির্বাপকদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। এর আগে যুদ্ধ চলাকালীন ২০২২ সালেও এই মার্কিন অভিনেত্রী ইউক্রেন সফর করে এসেছিলেন।
জোলি ব্যক্তিগতভাবে মনে করেন, মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকা এবং অনুদান দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যদিও এবার কাজগুলো তিনি প্রকাশ্যে বা ঘোষণা দিয়ে করছেন না, তবে নিজের প্রতিশ্রুতি রক্ষায় অনড় তিন।
বন্ধুদের প্রয়োজনে উন্মুক্ত করে দেওয়া ১১ হাজার বর্গফুটের বাড়িটি জোলি কিনেছিলেন ২০১৭ সালে। এর মধ্য দিয়ে এই অভিনেত্রী প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের পথই যেন অনুসরণ করেছেন। এই দম্পতিও ক্ষতির মুখে পড়া বন্ধুদের তাদের মন্টেসিটোর বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
উল্লেখ্য, ৪৯ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি তার প্রাক্তন ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পরপরই লস ফেলিজের বাড়িটি কিনেছিলেন।
হাসান