
অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’। গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেমার শুটিং শুরুর সময় নির্মাতা জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে একই দিনে হিন্দি, তেলেগুসহ পাঁচটি ভাষায় ভারতেও মুক্তি পাবে সিনেমাটি। তখন এটিকে প্যান ইন্ডিয়ান সিনেমা দাবিও করেছিলেন নির্মাতা। এই সিনেমার নায়ক শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। নির্মাতার সঙ্গে সুর মিলিয়ে ছবিটিকে প্যান ইন্ডিয়ান দাবি করেছিলেন স্বয়ং শাকিব খান নিজেও। এ জন্য আওয়াজে আওয়াজে তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন নায়ক ও নির্মাতা।
সিনেমাটি মুক্তির পরও নির্মাতা বলেছিলেন বাংলাদেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি দিলে সিনেমাটি পাইরেসি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে কিছুদিন ছবিটি চলার পরই ভারতে মুক্তি হবে। এরপর মুক্তির সপ্তাহ পেরিয়ে মাস এবং মাস পেরিয়ে নতুন বছর এলেও ‘দরদ’ ভারতে মুক্তি দিতে পারেননি নির্মাতা। কথা রাখেননি তিনি। যদিও সিনেমাটি মুক্তির পর থেকেই ভালো ফলাফল বয়ে আনতে পারেনি ব্যবসায়িকভাবে। গত বছর মুক্তি পাওয়া ফ্লপ ছটিগুলোর তালিকায় জোরালোভাবেই যুক্ত হয়েছে ‘দরদ’-এর নাম। প্যান ইন্ডিয়ান ছবির দাবিও ধোপে টেকেনি আর।
ভারতে মুক্তি না পেলেও যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কানাডাসহ বিশ্বের প্রায় ২০টি দেশে দরদ মুক্তি পেয়েছিল। সেসব দেশেও ছবির ব্যবসায়িক ফলাফল ভালো ছিল না।
এবার জানা গেল, ভারতে মুক্তির আগেই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘দরদ’। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে দরদ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানে দরদ মুক্তির খবর জানিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। কিন্তু সেটাও দিতে পারেননি। পাকিস্তানের একটি পরিবেশক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা দরদের প্রিভিউ কপি দেখার পর সিনেমাটি পাকিস্তানে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানা গেছে।
প্যান ইন্ডিয়ান বলে দরদ নিয়ে নির্মাতা, নায়ক ও প্রযোজকের যে কৌশল ছিল, তা পুরোটাই ধরাশায়ী হয়েছে। বরং দর্শক ও সিনেমা অঙ্গনের মানুষদের কাছে দরদের জন্য মিথ্যাবাদী আখ্যা পেয়েছেন তারা।
হাসান