
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত একাডেমি অ্যাওয়ার্ডস, যা ‘অস্কার’ হিসেবে সবার কাছে জনপ্রিয়। অস্কারের ৯৭তম আসর ইতোমধ্যেই দাবানলের কারণে দুবার তারিখ পরিবর্তন করা হয়েছে। যার ফলে ২০২৫ সালের ৩ মার্চ চলচ্চিত্র এই অ্যাওয়ার্ড শো লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ভয়ংকর দাবানলের কারণে ৯৭তম অস্কার আসরের অনুষ্ঠান হুমকির মুখে পড়েছে।
এবার জানা গেল, ধ্বংস ও প্রাণহানির কারণে ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অস্কার অনুষ্ঠানটি বাতিল হওয়ার শঙ্কায় রয়েছে। এমনটিই জানিয়েছে জনপ্রিয় ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’। একটি অভ্যন্তরীণ সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী অনেকেই মর্মান্তিক এবং অকল্পনীয় ক্ষতির সঙ্গে মোকাবিলা করছেন। এমন পরিস্থিতিতে এভাবে উদযাপন করাটা মোটেই ঠিক হবে না। এমনকি পরের সপ্তাহেও যদি আগুন কমে যায়, এর পরও লস অ্যাঞ্জেলেস যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটা কাটিয়ে উঠতে আরও কয়েক মাস সময় লাগবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত, ক্ষতিগ্রস্তদের সমর্থন এবং তহবিল সংগ্রহের দিকে তারা নজর দিতে চায়।’
তবে ২০২১ সালে লকডাউন চলাকালীন একাডেমি অ্যাওয়ার্ড বাতিলের পরিবর্তে দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। যা-ই হোক, টম হ্যাঙ্কস, এমা স্টোন, মেরিল স্ট্রিপ, স্টিভেন স্পিলবার্গসহ তারকাদের নেতৃত্বে ‘দ্য একাডেমি অ্যাওয়ার্ড’ বর্তমানে লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর পরই তারা সিদ্ধান্ত নেবেন, দাবানলের ক্ষতির কারণে অনুষ্ঠানটি বাতিল করবেন কি না।
প্রতিবেদন অনুসারে, অস্কার শো অনুষ্ঠিত হলেও ১৪০ হাজার পাউন্ড মূল্যের গুডি ব্যাগগুলো বাতিল করা হবে। আগে গুডি ব্যাগের মধ্যে সুইস আল্পসে তিন রাত থাকা, বিউটি ট্রিটমেন্ট, অলংকার এবং ১ হাজার পাউন্ডের বারবিকিউ গ্রিল অন্তর্ভুক্ত ছিল।
লস অ্যাঞ্জেলেস দাবানল হলিউডের এ-লিস্ট তারকাদের মধ্যে ম্যান্ডি মুর, প্যারিস হিলটনসহ অনেক তারকার বাড়ি ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত দাবানলে প্রাণ হারিয়েছেন ২৫ জন। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়বে।
হাসান