
জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সবশেষ ‘স্ত্রী ২’ সিনেমার মধ্য দিয়ে চারদিকে প্রশংসায় ভাসছেন তিনি। এই সিনেমায় ভূত হয়ে পর্দায় আবির্ভাব হয়েছিলেন এই তারকা অভিনেত্রী। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর ফলে ‘স্ত্রী ২’ বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই এবার নাগিন রূপে ফিরছেন শ্রদ্ধা। এমনটাই জানিয়েছেন ছবিটির প্রযোজক নিখিল দ্বিবেদী।
এ সম্পর্কে ‘নাগিন’ সিনেমার প্রযোজক গত মঙ্গলবার সকালে মকরসংক্রান্তি উপলক্ষে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে তিনি ‘নাগিন’-এর স্ক্রিপ্টের প্রথম পৃষ্ঠা শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘মকরসংক্রান্তি এবং অবশেষে….’। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধার অভিনয় করা বিষয়ে নিখিল বলেন, ‘এই চরিত্রে অভিনয় করার জন্য আমি কেবল শ্রদ্ধাকেই ভেবেছিলাম। কেননা আমার মনে হয়, ইন্ডাস্ট্রিতে খুব কম অভিনেত্রীই আছেন, যারা একদম সাধারণ মেয়ের চরিত্রে অভিনয়ের পাশাপাশি কামুক চরিত্রেও অভিনয় করতে পারদর্শী। শ্রদ্ধার এই সক্ষমতা রয়েছে।’
এদিকে ২০২০ সালে নাগিন চরিত্রে অভিনয় করার বিষয়ে এই অভিনেত্রীও সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ টুইট করেছিলেন। শ্রদ্ধা লিখেছিলেন, ‘সিনেমায় নাগিন চরিত্রে অভিনয় করা আমার জন্য পরম আনন্দের বিষয়। আমি শ্রীদেবী ম্যামের নাগিনা এবং নিগাহেন চরিত্রের বড় ভক্ত। এসব সিনেমা দেখে এবং এমন চরিত্রে কাজ করার স্বপ্ন নিয়ে আমি বড় হয়েছি। এই চরিত্রগুলো ভারতীয় লোককাহিনিরও অংশ।’
জানা গেছে, ‘নাগিন’ নিয়ে আলোচনা অনেক আগে থেকে শুরু হলেও নানা কারণে সিনেমাটির শুটিং শুরু করা সম্ভব হয়নি।
হাসান