
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে কলকাতায় নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। গত বছরের এপ্রিলে এর শুটিং হয়েছে। এটি কলকাতায় পরীর প্রথম সিনেমা। আজ ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আর এই ছবির মাধ্যমেই কলকাতার রুপালি পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমনির। প্রথম সিনেমা মুক্তি পেলেও ভিসা জটিলতায় সিনেমার প্রচারে যেতে পারেননি এই নায়িকা। তবে সিনেমাটির প্রচারে কথা বলছেন ভারতীয় সংবাদমাধ্যমে।
‘ফেলুবক্সী’তে পরীমনি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। যেখানে তার বিপরীতে রয়েছেন সোহম চক্রবর্তী। আরও রয়েছেন মধুমিতা সরকার। এই তিন তারকাকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের। ইতোমধ্যেই ছবিটি নিয়ে কলকাতার দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে বলেও জানা গেছে।
তবে নিজের প্রথম সিনেমা মুক্তির সময় প্রচারে যেতে না পারায় কিছুটা মন খারাপ পরীমনির। এ সম্পর্কে পরীমনি বলেন, ‘কলকাতায় আমার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে আজ। সিনেমাটি দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখতে পারলে ভালো লাগত। কিন্তু ভিসা জটিলতায় যেতে পারলাম না, তাই একটু মন খারাপ। ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে আমার বিশ্বাস। সিনেমার গল্প, আমার চরিত্র ও নির্মাণ- সব মিলিয়ে আমার আত্মবিশ্বাস আছে। এখন দেখা যাক কলকাতার দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করেন।’
পরীমনি তার সিনেমার চরিত্র লাবণ্য সম্পর্কে জানিয়েছিলেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সবকিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’
সিনেমার কাজ নিয়ে পরীমনি বলেছেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবেন।’
উল্লেখ্য, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। গত বছর নভেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে এটি মুক্তি পায়। অনম বিশ্বাস পরিচালিত এটিই পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ। কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে অসাধারণ এক প্রেমের কিচ্ছা নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান।
হাসান