
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই অভিনেত্রীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নকশি কাঁথার জমিন’। আকরাম খান পরিচালিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
সিনেমাটিতে অভিনয় করে প্রশংসায় ভাসছেন জয়া আহসান। ব্যবসায়িকভাবে সফলতা না পেলেও সিনেমার গল্প, নির্মাণ এবং জয়া আহসানের অভিনয় সবার হৃদয় কেড়েছে। তবে জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজ নিয়েও সব সময় আলোচনায় থাকেন। দেশের বিরাজমান পরিস্থিতি নিয়েও সব সময় সোশ্যাল মিডিয়ায় সরব এই তারকা অভিনেত্রী। এবার তিনি ‘আদিবাসী’ নাগরিকদের নিয়ে নিজের মতামত জানালেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
গতকাল ১৬ জানুয়ারি জয়া আহসান তার ফেসবুকে লিখেন, ‘আদিবাসী’ নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম আত্মা থেকেই বের হলো। কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও শরিক হয়েছিল। একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলা করছি। আমাদের ইমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।’
হাসান