
শুরু হতে যাচ্ছে পাভেল আরিনের আলোচিত মিউজিক প্ল্যাটফর্ম ‘লিভিং রুম সেশান’র দ্বিতীয় সিজন। এবার দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে সংগীতের এ প্ল্যাটফর্ম। ৪ দেশের শিল্পীর গানে ১৫ দেশের মিউজিশিয়ানদের সঙ্গে নিয়ে বড় কলেবরে গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিন।
লিভিং রুম সেশানের নতুন যাত্রায় এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট।
এ সম্পর্কে পাভেল আরিন বলেন, ‘দেশের সীমানা পেরিয়ে লিভিং রুম সেশান গানের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করল। এ যাত্রায় ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্টকে সঙ্গে পেয়ে আমি আনন্দিত। কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি।’
তিনি জানান, নির্ধারিত বিরতির পর লিভিং রুম সেশানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত শনিবার লন্ডনের বিশ্ব খ্যাত রেস্তোরাঁ দ্য আইভি টাওয়ার ব্রিজে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে।
এ সময় উপস্থিত ছিলেন পাভেল আরিন, সংগীতশিল্পী, ড্রামার ইমতিয়াজ আলী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাহাত আমিন, নির্বাহী পরিচালক শাহ ফরহাদ প্রমুখ।
পাভেল বলেন, ‘রেকর্ডিং শুরুর পর আমরা শিল্পীর তালিকা প্রকাশ করব। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারব। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আমাকে সেভাবেই আশ্বস্তও করেছেন।’
উল্লেখ্য, লিভিং রুম সেশানের প্রথম সিজনে দেশের কিংবদন্তি শিল্পীদের ৯টি গান প্রকাশ করা হয়েছিল এ প্ল্যাটফর্মে। ১২টি গান দিয়ে সাজানো হয়েছে দ্বিতীয় সিজন। এ সিজনের প্রথম গান আসছে ঈদুল আজহায় প্রকাশ করবেন বলে জানিয়েছেন পাভেল।
হাসান